পাসওয়ার্ড যে কোনো অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের চাবিকাঠি। ডিজিটাল ব্যাংকিং পুরো বিশ্বের ব্যাংকিং ব্যবস্থাকে আজ সহজ করেছে। বিশ্বের অনেক ব্যাংক এখন টাচলেস অভিজ্ঞতা প্রদানের জন্য তাদের ডিজিটাল ব্যাংকিং পরিষেবাগুলি ক্রমাগত প্রসারিত করছে। আমাদের ঐতিহ্যবাহী ব্যাংকিংয়ের পাশাপাশি ডিজিটাল ব্যাংকিংয়ে কিছু ঝুঁকি রয়েছে, তবে যথাযথ সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঝুঁকি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ব্যাংকিং সিস্টেমেও যেখানে আজ আমাদের ইন্টারনেটে এক্সেস রয়েছে সেখানেই গোপন নম্বর/পাসওয়ার্ড এর অবশ্যকতা রয়েছে। আমরা আজ আলোচনা করবো পাসওয়ার্ড সুরক্ষা টিপস সূমহ নিয়ে।
আপনার
পাসওয়ার্ড সুরক্ষিত করতে নিম্নোক্ত পদক্ষেপগুলি অনুসরণ করুন:
·
বড় হাতের এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা, বিশেষ
চিহ্ন (যেমন!, @, #, $, ইত্যাদি) সহ যতটা সম্ভব অক্ষর সহ একটি শক্তিশালী এবং দীর্ঘ
পাসওয়ার্ড চয়ন করুন।
·
সহজে বোধগম্য শব্দ বা সংখ্যা পাসওয়ার্ড হিসেবে
ব্যবহার করবেন না।
·
পাসওয়ার্ডটি এমনভাবে সেট করুন যাতে আপনি পাসওয়ার্ডটি
মনে রাখতে পারেন।
·
কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কখনও সরাসরি বা
ইমেল বা ফোনের মাধ্যমে আপনার পাসওয়ার্ড চাইবে না। কোন অবস্থাতেই আপনার পাসওয়ার্ড
কখনই কাউকে জানাবেন না।
·
আপনার পাসওয়ার্ড অন্য কারো সাথে শেয়ার করা একটি
বিপজ্জনক অভ্যাস।
·
কখনই আপনার পাসওয়ার্ড লিখবেন না। আপনার ব্রাউজার
বা অন্যান্য অ্যাপ্লিকেশনে আপনার পাসওয়ার্ড সংরক্ষণ করবেন না।
·
বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন পাসওয়ার্ড
ব্যবহার করুন (যেমন: ইন্টারনেট ব্যাংকিং, ফেসবুক, টুইটার, ইত্যাদি)। সব অ্যাপ্লিকেশনে
একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
·
কখনই পাবলিক কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যাংকিং,
ই-কমার্স ওয়েবসাইট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলিতে লগ ইন করবেন না৷
যেমন: সাইবার ক্যাফে, হোটেলের লবি বা কনফারেন্স হলের কম্পিউটার।
·
সম্ভব হলে টু-ফ্যাক্টর ভেরিফিকেশন ব্যবহার করুন।
·
নিয়মিত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন।
·
আপনি যদি মনে করেন অন্য কেউ আপনার পাসওয়ার্ড জানে,
তাহলে অবিলম্বে এটি পরিবর্তন করুন।
·
যদি আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে কোনো অসুবিধার
সম্মুখীন হন, অবিলম্বে আপনার মনোনীত ব্যাংকের কল সেন্টারে যোগাযোগ করুন৷
·
সফটওয়্যার জেনারেট করা পাসওয়ার্ড ব্যবহার না
করাই ভালো।
·
প্রথম ব্যবহারের সময় ব্যাংক থেকে প্রাপ্ত ডেবিট/ক্রেডিট
কার্ডের সাথে ডিফল্ট পিন নম্বর পরিবর্তন করুন।
· প্রয়েজনে স্বনামধন্য কোম্পানীর মানসম্পন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ. আপনার দিনটি সুন্দর কাটুক।
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |