মার্ক-আপ ফি কী?

মার্ক-আপ ফি কী?

 

What is foreign currency mark up fee?

ফরেন ক্যারেন্সি “মার্ক আপ ফি” নিয়ে অনেকের মধ্যে কিছুটা বিভ্রান্তি রয়েছে। আমরা আজ এই “মার্ক আপ ফি” সম্পর্কে কিছু ধারনা নেওয়ার চেষ্টা করব ।

মার্ক আপ ফি” বিষয়টি আপনাদের সহজে বোঝানোর জন্য আমরা একটি উদাহরণ ব্যবহার করছি । আমরা ধরে নিচ্ছি আপনি একজন বাংলাদেশী ও এখানকার কোন একটি ব্যাংকের ডুয়েল ক্যারেন্সি ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। কার্ডের সিডিউল অব চার্জে “মার্ক আপ ফি” নামক একটি চার্জ নিয়ে বেশ কয়েকজন জানতে চেয়েছেন। আসলে “মার্ক আপ ফি” আবার কি? আবার কেউ কেউ অনলাইনে ফরেন ক্যারেন্সিতে কেনাটার পর বা দেশের বাহিরের কোন এটিএম থেকে ক্যাশ উত্তোলনের পর যখন স্টেটমেন্ট চেক করছেন সেখানে তার খরচের পরিমানের সাথে “মার্ক আপ ফি” নামে একটি চার্জ জুড়ে দেওয়া হয়েছে। এর কারন কী?

বাংলাদেশ থেকে আমরা যারা ডুয়েল ক্যারেন্সি কার্ড ব্যাবহার করি সেখানে মূলত দুটি ক্যারেন্সি থাকে। স্থানীয় ক্যারেন্সি বাংলাদেশী টাকা ও ফরেন ক্যারেন্সি হিসাবে মার্কিন ডলার। এই দুটি ক্যারেন্সিতে যখন কোন লেনদেন করবেন তখন আপনাকে উক্ত লেনদেনের জন্য কোন “মার্ক আপ ফি”প্রদান করতে হবে না। আপনি যদি আপনার কার্ড দিয়ে ফরেন ক্যারেন্সিতে কোন লেনদেন করেন এবং উক্ত ক্যারেন্সিটি যদি ইউএস ডলার ব্যাতীত অন্য কোন ক্যারেন্সি হয়ে থাকে কেবল তাহলেই আপনার কার্ড ইস্যুারের বিধি অনুযায়ী “মার্ক আপ ফি” চার্জ করা হবে। উল্লেখ্য যে ডুয়েল ক্যারেন্সি অনুযায়ী আপনার কার্ডটি BDT এবং USD মুদ্রার জন্য ইস্যু হলেও USD ছাড়া অন্যান্য ফরেন ক্যারেন্সি লেনদেনগুলো USD হিসাবে আপনার স্টেটমেন্ট সেটেলমেন্ট হবে এবং আপনার কার্ডে যদি ডয়ানমিক ক্যারেন্সি সুবিধা না থেকে থাকে তাহলে উক্ত বিলগুলো USD পার্টেই আসবে।

·        (উল্ল্যেখিত নীতির যেকোন সময় পরিবর্তন আসতে পারে)

“মার্ক আপ ফি” সম্পর্কে বিশদ জানতে আপনার কার্ড প্রদানকারী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।


 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......