ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর সকল সম্মানীত ক্লায়েন্টদের সুবিধার্থে ডেডিকেটেড কল সেন্টার নিয়ে বিরতিহীনভাবে সেবা প্রদান করে যাচ্ছে। আপনার ব্যাংকিং বিষয়ক যেকোন জিজ্ঞাসা, অভিযোগ বা পরামর্শের জন্য নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন যেকোনো সময় যেকোনো স্থান থেকে।
কল করুন
16216 এই নম্বরে দেশে যেকোন স্থান থেকে অথবা +08809666716216 বিশ্বের যেকোন স্থান থেকে।
হ্যালো স্যার আপনি কি আমার সাথে কথা বলার সময় পাবেন
উত্তরমুছুনআমার এটিএম কার্ডের নাম্বারটা ভুলে গেছি
উত্তরমুছুনস্যার আপনি কি আমার সাথে কথা বলতে পারবেন
উত্তরমুছুনআপনাদের কাস্টমারদের জন্য কি বৎসরে ১টি ক্যালেন্ডার দিতে পারেন না? হ্যা এতে যদি বেশি লস হয় তাহলে বাস্টমারদের কাছ থেকে দাম নিতে পারেন। কথাটা এ জন্য বললাম যে, আমি ১৫-২০ বছর আগের গ্রাহক তবে অনেক ব্যাংকের ই কেলেন্ডার পেলেও আপনাদের কোন কেলেন্ডার পাইনি, এমনকি চেয়েও। আপনাদের ব্রাঞ্চ মেনাজারের সামনে নিজেকে বঢ়ই অসহায় লাগে, আর ক্যাশিয়ারের কাছ থেকে টাকা নেওয়ার সময় মনে হয় উনি অনেক দয়া করে আমাকে টাকাগুলি দেন।
উত্তরমুছুন