এনসিসি ব্যাংক হেল্পলাইন

এনসিসি ব্যাংক হেল্পলাইন

 

NCC Bank Call Center

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড বা এনসিসি ব্যাংক এর সকল মূল্যবান ক্লায়েন্টদের সুবিধার্থে ডেডিকেটেড কল সেন্টার নিয়ে বিরতিহীনভাবে সেবা প্রদান করে যাচ্ছে। আপনার ব্যাংকিং বিষয়ক যেকোন জিজ্ঞাসা, অভিযোগ বা পরামর্শের জন্য নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন যেকোনো সময় যেকোনো স্থান থেকে। সুনির্দিষ্ট কোন বিষয়ে অভিযোগ জানানোর জন্য এনসিসি ব্যাংক লিমিটেড এর কল সেন্টার ছাড়াও অভিযোগ জানানোর জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন এনসিসি এর কমপ্লেইন সেলে।

কল করুন 16315 এই নম্বরে দেশে যেকোন স্থান থেকে অথবা +8809612316315 বিশ্বের যেকোন স্থান থেকে।

 

এনসিসি ব্যাংক কমপ্লেইন সেল (NCC Bank Complaint Cell):

এনসিসি ব্যাংক গ্রাহকদের সর্বোত্তম পরিষেবা সরবরাহ করতে বিশ্বাসী। এনসিসি ব্যাংক গ্রাহকদের তথ্য, পণ্য এবং পরিষেবাদিগুলির সহজে অ্যাক্সেসের পাশাপাশি তাদের অভিযোগগুলি সমাধানের উপায় সরবরাহ করে থাকে। আপনার যদি কোনও অভিযোগ থাকে তবে নির্দ্বিধায় এনসিসি ব্যাংক এর অভিযোগ সেলে যোগাযোগ করুন।

ই-মেইল: [email protected]