ফিশিং আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা

ফিশিং আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা

 

Preventive measures against a phishing attack

ফিশিং একটি সাইবার ক্রাইম। ইন্টারনেটে ফিশিং বলতে জালিয়াতির মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য যেমন ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে বোঝায়। প্রতারকেরা এই পদ্ধতিতে কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে মানুষের কাছ থেকে তথ্য চুরি করে থাকে। ইমেইল ও ইন্সট্যান্ট মেসেজের মাধ্যমে সাধারণত ফিশিং করা হয়ে থাকে। ধারনা করা হয় যে, ফিশিং (Phishing) শব্দটি ফ্রিকিং (phreaking) এর অনুকরণে এই শব্দের প্রচলন হয়েছে। মাছ ধরার সময়ে যেমন টোপ ফেলে মাছদের ধোঁকা দেয়া হয়, সেরকম এই পদ্ধতিতেও ব্যবহারকারীদের ধোঁকা দিয়ে তথ্য বের করে নেয়া হয়।

ফিশিং সাধারণত ইমেল এবং তাত্ক্ষণিক বার্তার মাধ্যমে করা হয়। যখন একজন ব্যক্তি ফিশিং দ্বারা আক্রান্ত হয়, তখন সে সাধারণত কিছু গোপন সফ্টওয়্যার বা প্রতারকের বিভিন্ন ধরণের হ্যাকিং টুলস্ সে ইনস্টল করে এবং তার ডিভাইসে অ্যাক্সেস চক্রের হাতে চলে যায়। প্রতারকরা কোনোভাবে তাদের শিকারকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে থাকে। প্রাথমিকভাবে অনেকেই না বুঝেই এই প্রতারক চক্রের শিকার হন। আপনি যদি কখনও লক্ষ্য করেন যে আপনার ই-মেইলটি কোন নতুন বার্তা এসেছে এবং তাতে লেখা "আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে এখানে ক্লিক করুন..." তাহলে আপনি কী করবেন? আপনি হয়ত লক্ষ্য করবেন উক্ত ইমেলটিতে আপনার ব্যাংকের লোগো বা অন্যান্য বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে৷ আপনি কি এখন এখানে ক্লিক করবেন? না, কখনই না কারণ প্রতারক চক্র ব্যবহারকারীর ইমেল, ব্যাংক বা ক্রেডিট কার্ডের আসল ওয়েবসাইটের চেহারা নকল করে৷ ব্যবহারকারীরা যখন এটিকে একটি আসল সাইট হিসাবে মনে করে এবং তাদের নিজস্ব তথ্য প্রদান করে, তখন সেই তথ্য প্রতারকদের হাতে পড়ে৷

ফিশিং আক্রমণের বিরুদ্ধে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা:

·        প্রেরকের ইমেল ঠিকানাটি নিবিড়ভাবে পর্যবেক্ষন করুন৷ প্রায়শই স্ক্যাম ইমেল ঠিকানা আসল ঠিকানার চেয়ে সামান্য পরিবর্তিত হয়। '@' চিহ্নের পরে 'yourbank.com' ছাড়া অন্য কিছুর অর্থ হল প্রেরক আপনার ব্যাংকের নয়। উদাহরণস্বরূপ  '@yourbank.com', '@yourbank.org', '@your-bank.org' ইত্যাদি।

·        ব্যাংক কখনই গ্রাহকের পিন, পাসওয়ার্ড, ওটিপি বা অনুরূপ ব্যক্তিগত তথ্য জিজ্ঞাসা করবে না।

·        ব্যাংক কখনই ইমেলের মাধ্যমে লটারি বা জুয়া বা অনূরুপ কোন পুরস্কার ঘোষনা করে না। আপনি যদি কখনও এই ধরনের ইমেল পান তাহলে এই ধরনের ইমেল তাহলে তা পরিহার করুন।

·        ই-মেইল বা এসএমএস এর মাধ্যমে কোন প্রশ্নের উত্তর দেওয়া এড়িয়ে চলুন, কোনো ইমেলের কোনো লিঙ্ক বা সংযুক্তিতে ক্লিক করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে নিশ্চিত হয়ে সেটি করুন।  

·        স্ক্যাম ইমেলে, সাধারণত, উল্লেখযোগ্য ব্যাকরণগত এবং বানান ভুল থাকে। এগুলোর প্রতি লক্ষ্য রাখুন।

·        অবিশ্বস্ত সাইটে আপনার ইমেল ঠিকানা প্রকাশ করবেন না৷

·        কোনো ওয়েবসাইটে কোনো সংবেদনশীল তথ্য জমা দেওয়ার আগে, ওয়েবসাইটের বিষয়বস্তু নিবিড়ভাবে পরীক্ষা করে দেখুন।

·        ইমেলটি আপনার দ্রুত প্রতিক্রিয়া জানতে চাইলে তাড়াহুড়ো করবেন না বা চাপ অনুভব করবেন না। সাইবার অপরাধীরা জরুরী অবস্থা ব্যবহার করে যেমন "তাড়াতাড়ি করুন, ৯০% ছাড়" বা "আপনার পাসওয়ার্ড বা পিন পরিবর্তন করা হয়েছে, রিসেট করতে অবিলম্বে লিঙ্কে ক্লিক করুন" ইত্যাদি । আপনি এই ধরনের ক্ষেত্রে কাজ করার আগে সর্বদা বৈধতা তদন্ত করার জন্য সময় নিন।

ফিশিং দ্বারা সম্ভাব্য ক্ষতি:

·        ব্যক্তিগত তথ্য চুরি ।

·        আর্থিক ক্ষতি।

·        বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া।

·        একটি নির্দিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের বিভিন্ন গতিবিধি ট্র্যাকিং ।

·        ব্যক্তিগত গোপনীয় তথ্য চুরি করে ব্ল্যাকমেইল করা।

উল্লেখিত সমস্যা ছাড়াও আরো সমস্যা হতে পারে।

[ইন্টারনেট যেমন আমাদের বিশ্বকে নিজের হাতে নিয়ে এসেছে, তেমনি অন্যের হাতে আমাদের নিরাপত্তা। তাই এই নিরাপত্তা বজায় রাখতে হলে আমাদের অবশ্যই নিরাপদ ইন্টারনেট ব্যাবহার সম্পর্কে জানতে হবে]


 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


 

তথ্যসূত্র: উইকিপিডিয়া।