চেক লেখার সময় ৭ টি সতর্কতা

চেক লেখার সময় ৭ টি সতর্কতা

 

চেক লেখার সময় ৭ টি সতর্কতা

চেকের মাধ্যমে লেনদেন এই তথ্য প্রযুক্তি সমৃদ্ধ এই যুগেও অন্যতম একটি মাধ্যম। চেক লেখার সময় সাবধান না থাকলে ভবিষ্যতে জটিলতা তৈরি হয় ও এর কারণে জালিয়াতি বা চেকের অপব্যবহার থেকে শুরু করে আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে কিছু বিষয় খেয়াল রাখলেই চেক সংক্রান্ত এই জটিলতাগুলি প্রতিরোধ করা সম্ভব।

১।  শব্দ বা সংখ্যার মাঝখানে ফাঁকা জায়গা না রাখা

কারো নামে ব্যাংক চেকে নাম বা টাকার অঙ্ক লেখার সময় মাঝখানে কখনোই প্রয়োজনের বেশি ফাঁকা জায়গা রাখবেন না কারণ, কেউ চাইলে সেই ফাঁকা জায়গায় অক্ষর বা সংখ্যা যুক্ত করে সহজেই চেক জালিয়াতি করতে পারে ধরুন ‘SHAMIM KHAN’ নামের কাউকে একটি চেক ইস্যু করতে চান চেক লেখার সময় SHAMIM এবং KHAN শব্দ দুটির মাঝখানে বেশি ফাঁকা জায়গা রাখলেন এখন, অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ হয়ত প্রথম অংশের শেষে ‘A’ অক্ষরটি বসিয়ে দিলো ফলে চেক দেখলে মনে হবে, যিনি লিখেছেন, তিনি “SHAMIMA KHAN” নামের কাউকে চেকটা ইস্যু করেছিলেন

 টাকা পাঠানোর ক্ষেত্রে ‘A/C Payee’ উল্লেখ করা

একাউন্ট পে চেক যে নামে চেকটি লিখছেন, সেই নামের কোন ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া সরাসরি ক্যাশের মাধ্যরম কেউ টাকা তুলতে পারবে না তাই চেকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা সবচেয়ে নিরাপদ অর্থাৎ যার নামে চেক লিখছেন, সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য চেকের বামপাশের ওপরের কোণায় ‘A/C Payee’ বা ‘Account Payee’ লিখে রাখুন অথবা বামপাশের ওপরের কোনায় সমান্তরাল ভাবে দুটি দাগ টেনে দিন এতে করে চেকটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও সহজে জালিয়াতি করা সম্ভব হবে না

৩। চেকে নাম অর্থের পরিমাণ লেখার পর চেকের শেষ পর্যন্ত দাগ টেনে দেয়া

চেক ইস্যু করার সময় নাম এবং টাকার অঙ্ক লেখার পরে যতটুকু জায়গা ফাঁকা থাকে, ততটুকু জায়গার ওপরে লম্বা দাগ টেনে দিন এর ফলে কেউ চাইলেও ওই কাটা অংশে নতুন তথ্য যোগ করতে পারবে না

৪। প্রয়োজনে ‘Bearer’ শব্দটি কেটে দেয়া

লক্ষ্য করলে দেখবেন, চেকের ‘Pay’ বা ‘Pay To’ যেই লাইনে লেখা, সেই লাইনের একেবারে শেষে ‘Or Bearer’ শব্দটি আছে Bearer শব্দের অর্থ ধারক বা বাহক অর্থাৎ, এর মাধ্যমে বোঝানো হয়, চেকটি যার নামে লেখা হয়েছে, তিনি ছাড়া চেকটি অন্য কারো কাছে থাকলেও সে টাকা তুলতে পারবে

যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে, চেকের বামপাশের কোণায় ‘A/C Payee’ লিখলে কাঙ্ক্ষিত ব্যক্তি ছাড়া অন্য কারো অ্যাকাউন্টে টাকা যাবে না তাছাড়া চেকে উল্লেখ করা Bearer শব্দটি কেটে দিলেও ভবিষ্যতে জালিয়াতির আশঙ্কা কমে আসবে । তবে এটি সবসময় কাটার প্রয়োজন হয়না।

৫। টাকার অঙ্ক লেখার পরে ‘/-’ চিহ্ন বসানো

চেক লেখার ক্ষেত্রে ৫০,০০০ এবং ৫০,০০০/- সংখ্যা দুটির মধ্যে পার্থক্য আছে প্রথম সংখ্যার ক্ষেত্রে চাইলেই ডানপাশে একটি শূন্য বসিয়ে টাকার অঙ্ক বাড়িয়ে ফেলা যায় কিন্তু দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রে টাকার অঙ্ক লেখার পরে ‘/-’ চিহ্নটি বসানোর ফলে সেই সুযোগ আর থাকে না

কাউকে চেক দেয়ার সময় এর সম্পূর্ণ বিবরণী লিখে রাখা

চেকের মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করার সময় চেক নাম্বার, প্রাপক বা তার অ্যাকাউন্টের নাম, টাকার পরিমাণ তারিখের মতো বিষয়গুলি লিখে রাখুন কারণ অনেক সময় প্রাপককে হস্তান্তর করার পর চেক বাতিল করার দরকার হয় সেক্ষেত্রে চেকের সম্পূর্ণ বিবরণী মনে না থাকলে জটিলতা তৈরি হতে পারে

চাইলে চেক ইস্যু করার পরে মোবাইল ফোন দিয়ে সেটির ছবিও তুলে রাখতে পারেন তাহলে এক এক করে চেকের সম্পূর্ণ তথ্য অন্য কোথাও তুলে রাখার ঝামেলা থাকবে না।

৭। চেকে তারিখ লিখে দিন

কাউকে চেক দেয়ার সময় সম্ভব হলে চেকের পাতার নিধারিত স্থানে তারিখের ঘর পূরণ করে দিন। কারন চেকে উল্লেখিত তারিখ থেকে ০৬ মাস পর্যন্ত এর কার্যকারিত থাকে। এরপর আর উক্ত চেকটি কেউ ব্যবহার করতে পারবে না। এত করে কারো কাছে আপনার চেক দীর্ঘদিন থাকলে বা চেকের পাতা হারিয়ে গেলে ঐ সময়সীমার পর কেউ পেলেও ভবিষ্যতে জালিয়াতির আশঙ্কা কমে আসবে

সম্মানীত পাঠকবৃন্দ, চেক লেখার সময় এই ৭টি ব্যাপার মাথায় রাখলে জালিয়াতি বা অপব্যবহারের আশঙ্কা অনেকটাই কমে আসবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।


ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......