আমেরিকান এক্সপ্রেস মেম্বারশীপ রিওয়ার্ডস
আমেরিকান এক্সপ্রেস® জনপ্রিয় একটি কার্ডের নাম। বাংলাদেশে দি সিটি ব্যাংক লিমিটেড আমেরিকান এক্সপ্রেস® কার্ড এর একমাত্ত্র ইসুয়্যার। এটি বাংলাদেশে সর্বাধিক ব্যবহত ক্রেডিট কার্ড। সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস® তাদের কার্ডমেম্বার জন্য চালু করেছে মেম্বারশীপ রিওয়ার্ডস পয়েন্ট যেটিকে এমআর (MR Point) বলা হয়ে থাকে।
মেম্বারশীপ
রিওয়ার্ডস পয়েন্ট যেটিকে এমআর (MR Point) কী এবং কেন?
সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস® ক্রেডিট
কার্ড ব্যবহারকারীগণ প্রতিবার কেনাকাটার জন্য প্রতি ৫০ টাকার খরচে ১ রিওয়ার্ডস পয়েন্ট
অর্জন করে থাকেন। এবং সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস® এর সম্মানীত প্লাটিনাম ক্রেডিট
কার্ডমেম্বারগণ প্রতি ৫০ টাকার খরচের জন্য ২ রিওয়ার্ডস পয়েন্ট অর্জন করে থাকেন।সেই
সাথে নির্দিষ্ট কিছু স্থান থেকে প্রতি ৫০ টাকা কেনাকাটার জন্য ৫ রিওয়ার্ডস অর্জন করে
থাকেন। এই পয়েন্ট প্রতিবার কেনাকাটার পর নির্দিষ্ট কার্যদিবস পর এই পয়েন্ট কার্ড একাউন্টে
যোগ হবে।ই-কমার্স, ফ্লেক্সিবাই বা ইএমআই কেনাকাটার ক্ষেত্ত্রেও এই পয়েন্ট অর্জন হবে।
অর্জন পয়েন্ট যেসকল ক্ষেত্ত্রে ব্যবহারযোগ্য:
·
এক্সক্লুসিভ শপিং, ডাইনিং, ইলেক্ট্রনিক্স, ভ্রমণ
এবং লাইফস্টাইল ডিল।
·
কার্ডের আউটস্ট্যান্ডিং পেমেন্ট করতে পারবেন।
·
গিফট্ ভাউচার ক্রয় করতে পারবেন।
·
কার্ডের ফি পরোশধ করতে পারবেন।
·
এসএমএস এলার্ট ফি প্রদার করতে পারবন ।
·
অন্যান্য সার্টিফিকেট গ্রহনের ফি পয়েন্ট দিয়ে পরিশোধ
করতে পারবেন।
·
কার্ড রিপ্লেসমেন্ট ফি প্রদান করতে পারবেন।
·
রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার অন্যান্য বেনিফিটগুলো
সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন….।
উল্লেখ্য যে, আপনার অর্জনকৃত পয়েন্টের মেয়াদ
৩ বছর। এই সমসয়ের মধ্যেই আপনাকে পয়েন্ট ব্যাবহর করতে হবে।
মেম্বারশীপ
রিওয়ার্ডস পয়েন্ট এমআর (MR Point) চেক করার
উপায়?
আপনার এমআর পয়েন্টের
ব্যালেন্স জানতে আপনার রেজিস্টার্ড মোবাইল থেকে এসএমএস অপশনে গিয়ে লিখুন MR <SPACE>
আপনার কার্ড নম্বরটির শেষ তিনটি সংখ্যা পাঠিয়ে জেনে নিন এবং আপনার নিবন্ধিত মোবাইল
নম্বর থেকে 16234 নম্বরে প্রেরণ করুন।
আপনি মাসিক স্টেটমেন্টে এবং সিটিটিচ ডিজিটাল ব্যাংকিং এ লগ ইন করে আপনার এমআর পয়েন্টস ব্যালেন্সও পরীক্ষা করতে পারেন।
মেম্বারশীপ
রিওয়ার্ডস পয়েন্ট রিডেম করার পদ্ধতি?
·
সিটি ব্যাংকের ২৪/৭ কল সেন্টরে যোগাযোগ করে আপনার
অর্জিত পয়েন্টগুলো খরচ করতে পারবেন। সিটি ব্যাংকের কল সেন্টারের তথ্য জানতে এখানে ক্লিক করুন……..
· আপনি পয়েন্টের বিনিময়ে যেটি নিতে চান তার আইটেম কোড কাস্টমার সার্ভিস এক্সেকিউটিভ কে প্রদান করুন তিনি আপনাকে সহযোগীতা করবেন ।
মেম্বারশীপ
রিওয়ার্ডস পয়েন্ট সম্পর্কিত সাধারন তথ্য
·
মেম্বারশীপ রিওয়ার্ডস পয়েন্ট এর মেয়াদ তিন বছর।
·
কার্ড চেক লেনদেনে কোন মেম্বারশীপ রিওয়ার্ডস পয়েন্ট
দেওয়া হবেনা।
·
এটিএম লেনদেনে কোন মেম্বারশীপ রিওয়ার্ডস পয়েন্ট
দেওয়া হবেনা।
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন thebankingtouch@gmail.com এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
তথ্য
উপাত্ত: আমেরিকান এক্সপ্রেস® বাংলাদেশ