বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)
বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)যাত্রা শুরু করে ২৮ শে ফেব্রুয়ারী ২০১১ ইং তারিখে। এই পদ্ধতির মাধ্যমে দ্রুত ও নিরাপদে অর্থ লেনদেন করা যায়। এই পদ্ধতির মাধ্যমে কাগজ ভিত্তিক লেনদেনের পরিমান হ্রাশ করে ইলেকট্রনিক্স মাধ্যমে অর্থ পেমেন্ট এর ব্যবস্থা কে আরও ত্বরান্বিত করার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে। এই নেটওয়ার্কটি ২০১১ সালের ১৫ ই সেপ্টেম্বর থেকে ক্রেডিট লেনদেন চালু করে ও ডেবিটের জন্য সেবাটি উন্মুক্ত করে।
বিইএফটিএন এর মাধ্যমে বিভিন্ন প্রকার লেনদেন খুব সহজে সম্পন্ন করা যায় । আন্ত-ব্যাংক লেনদেন এর জন্য এই পদ্ধতিটি বেশ জনপ্রিয় । এটি বিভিন্ন ধরণের ক্রেডিট ট্রান্সফার যেমন বেতন, বিদেশী এবং দেশীয় রেমিট্যান্স, ইন্সুরেন্স প্রিমিয়াম, সামাজিক সুরক্ষা, কোম্পানির লভ্যাংশ, অবসর, ব্যয়পূরণ প্রদান, বিল প্রদান, কর্পোরেট পেমেন্টস, সরকারী ট্যাক্স প্রদান, সামাজিক সুরক্ষা প্রদান এবং ব্যক্তির নিকট প্রদেয় অর্থ প্রদানের পক্ষে লেনদেন করা সম্ভব।
ইএফটি বর্তমানে কর্পোরেট ও সরকারের মধ্যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করছে। এই পদ্ধতির মাধ্যমে বর্তমানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ, ২৮ টি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন অর্থ প্রদানের জন্য ব্যবহার করা হচ্ছে। তুলনামূলক খরচ কম ও নিরাপত্তার কারণে দিন দিন এই পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে। বিভিন্ন ব্যাংক তাদের ইন্টারনেট ব্যাংকিং চ্যানেলে আন্ত-ব্যাংকিং লেনদেনের জন্য এই নেটওয়ার্ক সংযুক্ত করেছে। যা উল্লেখযোগ্যহারে ব্যবহার হয়ে আসছে। বেশিরভাগ ব্যাংক তাদের ইন্টারনেট ব্যাংকিং চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে আন্ত-ব্যাংকিং লেনদেন করার সুযোগ দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এই পদ্ধতিতে
লেনদেনের ছক নিচে অনুলিপি প্রদান করা হলো:
ক্রেডিট লেনদেনের হিসাব
|
ইএফটি ক্রেডিট |
|
সংখ্যা |
টাকা |
|
Jan,2015 |
1020755 |
58,769,575,714.38 |
Feb, 2015 |
748820 |
59,144,568,316.46 |
Mar,2015 |
813516 |
69,605,008,860.67 |
Apr,2015 |
1257144 |
71,543,013,077.39 |
May,2015 |
1051766 |
73,707,548,525.08 |
Jun, 2015 |
1196139 |
73,395,983,025.07 |
Jul, 2015 |
1492160 |
64,819,781,226.75 |
Aug, 2015 |
984803 |
64,762,874,280.29 |
Sep, 2015 |
1289254 |
69,912,457,414.74 |
Oct, 2015 |
849489 |
56,782,553,316.39 |
Nov, 2015 |
1202649 |
70,953,119,316.36 |
Dec, 2015 |
1253910 |
74,832,180,678.15 |
ডেবিট লেনদেনের হিসাব
|
ইএফটি ডেবিট |
|
সংখ্যা |
টাকা |
|
Jan,2015 |
42590 |
4,476,916,819.12 |
Feb, 2015 |
42922 |
4,377,403,291.95 |
Mar,2015 |
47011 |
4,942,903,229.48 |
Apr,2015 |
46628 |
5,334,636,256.00 |
May,2015 |
46970 |
6,295,444,048.57 |
Jun, 2015 |
49314 |
6,525,468,144.90 |
Jul, 2015 |
49406 |
5,744,437,697.99 |
Aug, 2015 |
52151 |
5,759,987,117.69 |
Sep, 2015 |
52138 |
5,738,587,328.64 |
Oct, 2015 |
55965 |
4,693,225,620.15 |
Nov, 2015 |
57001 |
6,187,828,754.58 |
Dec, 2015 |
59352 |
5,555,489,204.41 |
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
উৎস/কপি:
বাংলাদেশ ব্যাংক