বাংলাদেশে এই প্রথমবারের মতো রিকারশন ফিনটেক লিমিটেড (ক্যাশবাবা) ই-ওয়ালেটের সাথে বিনামূল্যে প্রিপেইড কার্ড প্রদান করছে। রিকারশন ফিনটেক লিমিটেড UnionPay International এর সাথে এই কো-ব্র্যান্ডেড কার্ড প্রদান করছে। এই কার্ডটি ব্যবহার করে আপনি সারা দেশের ৬১,০০০ পজ মেশিনে, বেশিরভাগ ই-কমার্স সাইটে পেমেন্ট করতে পারবেন। সেই সাথে সারা দেশে ১১০০০ এটিএম মেশিন থেকে কোন প্রকার ইন্টারেস্ট বা বার্ষিক ফি ছাড়াই নগদ টাকা তুলতে পারেন।
ক্যাশবাবা প্রিপেইড কার্ডের কোন বাৎসরিক ফি নেই। এটিএম থেকে টাকা উত্তোলনের জন্য ১.২৫% হারে ফি প্রযেজ্য হবে। তবে পজে কেনাকাটার জন্য কোন ফি গুনতে হবে না।ক্যাশবাবা প্রিপেইড কার্ড দিয়ে স্থানীয় ই-কমার্স সাইটসূমহ যেখানে ইউনিউনপে সমর্থন করে সেখান থেকে অনায়েসে কেনাকাটা বা বিল পেমেন্ট করা যাবে।
এই কার্ডটি হাতে পাওয়ার জন্য প্রথমেই ক্যাশবাবা
ওয়ালেট অ্যাপস থেকে একাউন্ট খুলে এবং যথারীতি ভেরিফাইড হওয়ার পর CashBaba app এর হোম
পেজ থেকে কার্ডের জন্য এপ্লাই করতে হবে। কার্ড এপ্লাই করার জন্য আপনার ঠিকানা বিস্তারিত
ভাবে দিতে হবে। কার্ডটি পেতে এই মুহূর্তে কোন বার্ষিক চার্জ নেই এবং নেই কোনো কার্ড
প্রসেসিং ফি। শুধু শিপমেন্ট বাবদ ঢাকার মধ্যে ১০০ টাকা এবং ঢাকার বাইরে ২০০ টাকা নেয়া
হচ্ছে। পরবর্তীতে যদি কোনো চার্জ আরোপিত হয়, ক্যাশবাবা কর্তৃক তা জানিয়ে দেয়া হবে।
এই মুহূর্তে শুধু লোকাল কারেন্সি যা শুধু দেশের মধ্যেই ব্যবহার করা যাবে।
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |