সিটি ব্যাংক একাউন্ট প্রোডাক্টস

সিটি ব্যাংক একাউন্ট প্রোডাক্টস

 

দি সিটি ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। দি সিটি ব্যাংক তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ১৯৮৩ সালের ২৭ মার্চ। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ নিবন্ধিত। ব্যাংকটি ১৯৮৩ সালের ২৭ মার্চ "দি সিটি ব্যাংক লিমিটেড" তাদের ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বাংলাদেশে অ্যামেক্সের ক্রেডিট কার্ড সেবা ২০০৯ সালের ৯ নভেম্বর সিটি ব্যাংক চালু করে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি এই কার্ড ব্যবহৃত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আগোরার সাথে অ্যামেক্সের কো ব্র্যান্ডেড কার্ড রয়েছে। বর্তমানে সারা দেশে এই ব্যাংকের প্রায় ১৩০ টি শাখা এবং ৪০০+ টি এটিএম/সিআরম আছে। প্রচলিত ব্যাংকিং এর পাশাপাশী সিটি ব্যাংকের রয়েছে ইসলামিক ব্যাংকিং উইন্ডো। যেটিকে বলা হয় মানারহ্ ইসলামিক ব্যাংকিং যেটি ০৪ ডিসেম্বর ২০২১ থেকে সিটি ইসলামিক নামে পরিচিত। ।

সিটি ব্যাংকের একাউন্টগুলোর তালিকা নিম্নরুপ:

১। কারেন্ট একউন্ট

২। ইজি ও ইজি প্লাস কারেন্ট একাউন্ট

৩। জেনারেল সেভিংস্ একাউন্ট

৪। আলো জেনারেল সেভিংস্ একাউন্ট

৫। সেভিংস্ ডিলাইট একাউন্ট

৬। আলো সেভিংস্ ডিলাইট একাউন্ট

৭। হাই ভ্যালু সেভিংস্ একাউন্ট

৮। আলো হাই ভ্যালু সেভিংস্ একাউন্ট

৯। নিউ বর্ণ সেভিংস্ একাউন্ট

১০। সিনিয়র সেভিংস্ একাউন্ট

১১। স্টুডেন্ট সেভিংস্ একাউন্ট (স্কুল প্লান)

১২। স্টুডেন্ট সেভিংস্ একাউন্ট (কলেজ প্লান)

১৩। ফরচুন ট্রান্সাকশনাল একাউন্ট

১৪। আরএমজি ওয়ার্কার্স' একাউন্ট

১৫। বেসিক সেভিংস একাউন্ট

১৬। এনএফসিডি একাউন্ট

১৭। আরএফসিডি একাউন্ট

১৮। এফওয়াইসি একাউন্ট


 পাবেন।

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......