সিটি ব্যাংক বাংলাদেশে প্রথমবারের মতো চালু করল অনন্য সঞ্চয় স্কিম যার নাম ফ্লেক্সিসেভ (FlexiSave)। ফ্লেক্সিসেভ এমন একটি স্কিম যার মাধ্যমে আপনি কিছু স্বয়ক্রিয় সঞ্চয়ের সুবিধা পাবেন। সিটি ব্যাংকের সকল ডেবিট কার্ডধারীরা এই স্কিম গ্রহন করতে পারবেন। সিটি ফ্লেক্সিসেভ স্কিমের আওতাভূক্ত গ্রাহকগন পস্ মেশিন/ই-কমার্স/কিউআর কোড দ্বরা পেমেন্ট করলে পরবর্তী শতক পর্যন্ত অবশিষ্ট টাকা ফ্লেক্সিসেভ অ্যাকাউন্টে সংরক্ষণ করা হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার ডেবিট কার্ড দিয়ে ১১৪০ টাকা মূল্যমানের কোন পেমেন্ট করেন তাহলে লেনদেনটিতে ১৩০০ টাকা পর্যন্ত রাউন্ড-আপ হবে এবং ফ্লেক্সিসেভ অ্যাকাউন্টে রিয়েল-টাইম ভিত্তিতে বাকি ৬০ টাকা ফ্লেক্সিসেভ একাউন্টে যোগ করা হবে।
FlexiSave অ্যাকাউন্টের
মূল বৈশিষ্ট্যগুলি হল:
·
আপনার প্রতিটি ক্রয় লেনদেন পরবর্তী একশ টাকা পর্যন্ত রাউন্ড করা হবে
এবং উক্ত টাকা এক বছরের জন্য FlexiSave অ্যাকাউন্টে সংরক্ষণ করা হবে। উদাহরণস্বরূপ:
আপনি যদি আপনার ডেবিট কার্ড দিয়ে ১১৪০ টাকা মূল্যমানের কোন পেমেন্ট করেন তাহলে লেনদেনটিতে
১৩০০ টাকা পর্যন্ত রাউন্ড-আপ হবে এবং ফ্লেক্সিসেভ অ্যাকাউন্টে রিয়েল-টাইম ভিত্তিতে
বাকি ৬০ টাকা ফ্লেক্সিসেভ একাউন্টে যোগ করা হবে।
·
রাউন্ড-আপের জন্য শুধুমাত্র ক্রয় লেনদেন (পস্, ই-কমার্স এবং কিউআর)
লেনদেন বিবেচনা করা হবে। তাই এটিএম, চেক এবং ফান্ড ট্রান্সফারের মতো লেনদেনের জন্য
এটি প্রযেজ্য নয়।
·
BDT এবং USD উভয় ক্ষেত্রেই লেনদেন প্রযোজ্য হবে।
·
প্রতি ক্যালেন্ডার বছরের শেষ দিনে FlexiSave অ্যাকাউন্টে মোট সংরক্ষিত
পরিমাণ আপনার মূল অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।
·
FlexiSave হল একটি সুদ বিহীন আমানত অ্যাকাউন্ট যা রাউন্ড-আপ পরিমাণ
এবং প্রকৃত লেনদেনের পরিমাণের মধ্যে পার্থক্যটুকুই জমা করবে।
·
সক্রিয় সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে সমস্ত সক্রিয় ডেবিট কার্ড হোল্ডারগন
(CityMaxx, Visa, Mastercard, UnionPay) FlexiSave অ্যাকাউন্ট খুলতে পারেন।
·
FlexiSave অ্যাকাউন্ট ব্যালেন্স সিটিটাচ থেকে দেখা যাবে। এছাড়াও কল
সেন্টার থেকে বা যেকোনো শাখায় গিয়ে ব্যালেন্স জানার সুযোগ তো থাকছেই।
· এই অ্যাকাউন্টের সাথে কোন ফি এবং চার্জ নেই। প্রযোজ্য ক্ষেত্রে সরকারী আবগারি শুল্ক চার্জ করা হবে। আবগারি শুল্ক সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন.......
দ্রষ্টব্য: অন্যান্য শর্তাবলী প্রযোজ্য। ব্যাংক কর্তৃপক্ষ ফ্লেক্সিসেভ অ্যাকাউন্টের যেকোন নিয়ম ও শর্তাদি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে পূর্ব বিজ্ঞপ্তি দিয়ে বা ছাড়াই ।
এই সম্পর্কে বিস্তারিত জানতে সিটি ব্যাংক ২৪/৭ কল সেন্টারে কল করুন।
সিটি ব্যাংক কল সেন্টার তথ্য পেতে এখানে ক্লিক করুন…….
Source: City Bank flaxisave website
টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |