দি সিটিম্যাক্স আমেরিকান এক্সপ্রেস ® কার্ড

দি সিটিম্যাক্স আমেরিকান এক্সপ্রেস ® কার্ড

 

দি সিটিম্যাক্স আমেরিকান এক্সপ্রেস ® কার্ড

সিটি ব্যাংক এই প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এলো ভিন্ন ধরনের ডেবিট কার্ড। এই কার্ডটির নামকরন করা হয়েছে দি সিটিম্যাক্স আমেরিকান এক্সপ্রেস ® কার্ড । এটি আমেরিকান এক্সপ্রেস ® এর লগো সম্বোলিত একটি ডেবিট কার্ড । এই কার্ডটি একটি ‍ডুয়েল ক্যারেন্সি কার্ড। দেশে এবং দেশের বাইরের সকল লেনদেন আনায়েসে করা সম্ভব এই কার্ডের মাধ্যমে। আপনার প্রতিদিনের কেনকাটাকে আরও বেশি ফলপ্রসূ করার জন্য  সিটিম্যাক্স কার্ড অন্যতম। এই কার্ডটি ব্যবহারের জন্য সিটি ব্যাংকের যেকোন শাখা/এজন্টে একটি সেভিংস্ বা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে।

দি সিটিম্যাক্স আমেরিকান এক্সপ্রেস ® কার্ড  এর অন্যান্য সুবিধা ও ফি নিচে বর্ণনা করা হলো:

·        সিটিম্যাক্স কার্ডের সাহায্যে যেকোন কেনাকাটা, ডাইনিং, বিনোদন থেকে শুরু করে প্রতিটি লেনদেনে ১% ক্যাশব্যাক উপভোগ করুন ।

·        সারা বছর জুড়ে ২% ক্যাশব্যাক উপভোগ করুন দেশের শীর্ষস্থানীয় সুপারমার্কেটগুলিতে।

·        আমেরিকান এক্সপ্রেস SELECTS আপনার জন্য বাংলাদেশ এবং বিশ্বজুড়ে হাজার হাজার মার্চেন্টের কাছ থেকে বিস্তৃত বিশেষ বিশেষ অফার প্রদান করে থাকে। ভ্রমণ, ডাইনিং, শপিং এবং বিনোদনসহ বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের অফারগুলির জন্য সরাসরি ভিজিট করুন www.amexnetwork.com এবং খুজে নিন যা আপনার জন্য প্রয়োজন।

·        আপনি আপনার সিটিম্যাক্স কার্ডের সাথে যে অর্থ ব্যয় করেছেন তা কারর পরেও ১৫ দিন পর্যন্ত সেই এমাউন্টটি আপনার একাউন্টে থাকলে যে ইন্টারস্ট হত সেটিও আপনি অর্জন করতে পারবেন। ইন্টারেস্ট পাওয়ার যোগ্যতা নির্ভর করছে আপনার একাউন্টের ধরনের উপর।

·        BOGO বা বাই ওয়ান গিফট্ ওয়ান সহ আরো বিভিন্ন প্রকার ডিসকাউন্ট তো থাকছেই।

·        সিটিম্যাক্স আমেরিকান এক্সপ্রেস কার্ড ব্যবহার করে ১% ক্যাশব্যাক সহ কেনাকাটা বিল পরিশোধ করুন  আন্তর্জাতিক লেনদেনের জন্যও।

·        বাংলাদেশের সমস্ত সিটি ব্যাংকের এটিএম, কিউ-ক্যাশ এবং এনপিএসবি এটিএম এবং বিশ্বব্যাপী আমেরিকান এক্সপ্রেস এটিএমগুলিতে আপনার অ্যাকাউন্টে ২৪/৭ ক্যাশ উত্তোলনের সুবিধা উপভোগ করুন।

·        সিটিম্যাক্স কার্ডের সাথে থাকছে ফ্রি ই-স্টেটমেন্ট। এতে করে খুব সহজেই আপনার প্রতিদিনের লেনদেনগুলি ট্র্যাক করুন এবং সুরক্ষিত করুন।

·        সিটিম্যাক্স কার্ড এবং অন্যান্য পরিষেবা এবং অফার সম্পর্কে আরও তথ্যের জন্য, দয়া করে সিটি ব্যাংকের ২৪/৭ কল-সেন্টরে যোগাযোগ করুন। সিটি ব্যাংকের কল সেন্টার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন……

সিটিম্যাক্স কার্ডের চার্জ ও ফি সূমহ:

·        ইস্যুয়েন্স ও বার্ষিক ফি ৫০০/= টাকা ।

·        কার্ড রিপ্লেসমেন্ট ফি ৩০০/= টাকা।

·        ক্যাপচার কার্ড রিপ্লেসমেন্ট ফি ২০০/= টাকা

·        মার্ক-আপ ফি প্রযোজ্য লেনদেনের পরিমাণের উপর ৩%

·        ক্যাশ উত্তোলন, সিটি ব্যাকের এটিএম থেকে ফ্রি।

·        ক্যাশ উত্তোলন কিউক্যাশ এটিএম থেকে ১০/= টাকা

·        ক্যাশ উত্তোলন এনপিএসবি এটিএম থেকে ১৫/= টাকা (ভ্যাট সহ)

·        ক্যাশ উত্তোলন বিদেশী এটিএম - ২.৭৫ মার্কিন ডলার

·        দৈনিক ক্যাশ উত্তোলনের লিমিট ১০০০০০/= (এক লক্ষ) টাকা বা সম পরিমান মার্কিন ডলার।

সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য

দ্বৈত মুদ্রা লেনদেনের জন্য কেবলমাত্র মার্ক-আপ ফি এবং এটিএম উত্তোলনের ফি প্রযোজ্য হবে

উক্ত চার্জ ও ফি সূমহ যেকোন সময় পরিবর্তনশীল

অন্যান্য শর্তাবলী:

১। ক্যাশব্যাক এবং ইন্টারেস্ট উপার্জনের সুযোগগুলি এটিএম লেনদেনের জন্য প্রযোজ্য নয়।

২। বিদেশী মুদ্রার (FC) অ্যাকাউন্ট, RFCD একাউন্ট এবং রপ্তনী ধরে রাখার কোটা (ইআরকিউ) অ্যাকাউন্টের বিপরীতে সিটিম্যাক্স কার্ড কার্ড ইস্যু করা হলেও এবং এই জাতীয় কোনও অ্যাকাউন্ট ক্যাশব্যাক বা ইন্টারেস্ট উপার্জনের সুবিধার জন্য উপযুক্ত নয় ।

৩। প্রতিটি ত্রৈমাসিকের শেষে আপনার অ্যাকাউন্টে ক্যাশব্যাকের টাকা জমা করা হবে ।

৪। প্রতিটি সিটিম্যাক্স কার্ডমেম্বার প্রতি ত্রৈমাসিকের জন্য ৫,000/= টাকা পরিমাণ উপার্জন করতে পারবেন।

৫। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী সুনির্দিষ্ট পরিষেবা প্রদানের ক্ষেত্রে ১৫% ভ্যাট প্রযোজ্য।

৬। আপনার সঞ্চয়ী অ্যাকাউন্টে অতিরিক্ত ইন্টরেস্টেরে পরিমাণ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাধারণ নির্দেশিকা অনুসারে জমা হবে।

৭। বৈদেশিক মুদ্রার লেনদেন সম্পাদনের জন্য, সিটিম্যাক্স কার্ডমেম্বারকে তার পাসপোর্টটি সিটিম্যাক্স কার্ডের সাথে ট্র্যাভেল কোটার সীমাতে (ক্যালেন্ডারে বছরে সর্বাধিক ১২০০০ ডলার অনুমোদনের জন্য এন্ড্রোসমেন্ট করতে হবে। এন্ড্রোসমেন্টসম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন……

৮। এন্ড্রোসমেন্ট এর জন্য যে কোন সিটি ব্যাংক অনুমোদিত ডিলার (AD) শাখা, আমেরিকান এক্সপ্রেস সার্ভিস সেন্টার বা সিটিজেম প্রায়োরটি সেন্টারগুলো ভিজিট করতে পারেন।

এখানে ক্লিক করে জেন নিন আমেরিকান এক্সপ্রেস সার্ভিসসেন্টারসিটিজেম প্রায়োরটি সেন্টারগুলোঠিকানা ।   

৯। সিটিম্যাক্স কার্ডমেম্বারকে কল সেন্টরে কল করার মাধ্যমে অথবা পরিষেবা কেন্দ্র বা ওয়েব পোর্টাল পরিদর্শন করার মাধ্যমে ই-কমার্স চালু করে নিতে হবে।

১০। সিটিম্যাক্স কার্ডমেম্বার ভ্রমণ কোটা কার্ডের বিপরীতে অনলাইন লেনদেনের সমান বা ৩০০ ডলার পর্যন্ত ব্য্যবহার করার অনুমতি দেওয়া হবে।

সিটিম্যাক্স কার্ডমেমেম্বারগন নিম্নলিখিত হারে ক্যাশব্যাক অর্জন করবে:

১। রেগুলার সিটিম্যাক্স মেম্বারগন (সিটি সেভিংস ডেলাইট অ্যাকাউন্ট ব্যতীত): ১% (রেগুলার স্থানীয় এবং আন্তর্জাতিক) এবং ২% নির্বাচিত স্থানীয় সুপারশপ গুলোর জন্য ক্যাশব্যাক অর্জন করবেন।

২। সিটিজিম সিটিম্যাক্স মেম্বারগন (সিটি সেভিংস ডেলাইট অ্যাকাউন্ট ব্যতীত): ১% (রেগুলার স্থানীয় এবং আন্তর্জাতিক) এবং ২% নির্বাচিত স্থানীয় সুপারশপ গুলোর জন্য ক্যাশব্যাক অর্জন করবেন।

৩। রেগুলার সিটিম্যাক্স মেম্বারগন (সিটি সেভিংস ডিলাইট অ্যাকাউন্ট সহ) ২% (নিয়মিত স্থানীয় এবং আন্তর্জাতিক) এবং ৪% নির্বাচিত স্থানীয় সুপারশপ গুলোর জন্য ক্যাশব্যাক অর্জন করবেন। তবে, যদি কোনও দিন দৈনিক ব্যালেন্স ১০০,০০০/= বা এর নিচে পড়ে যায় তবে গ্রাহক নির্দিষ্ট ত্রৈমাসিকের জন্য ১% এবং ২% শ্রেণিবিন্যাসের আওতায় ক্যাশব্যাক পাবেন।

৪।  সিটিজিম সিটিম্যাক্স মেম্বারগন (সিটি সেভিংস ডিলিট অ্যাকাউন্টের সাথে): ২% (নিয়মিত স্থানীয় এবং আন্তর্জাতিক) এবং ৪% নির্বাচিত স্থানীয় সুপারশপ গুলোর জন্য ক্যাশব্যাক অর্জন করবেন। তবে, যদি কোনও দিন দৈনিক ব্যালেন্স ১০০,০০০/= বা এর নিচে পড়ে যায় তবে গ্রাহক নির্দিষ্ট ত্রৈমাসিকের জন্য ১% এবং ২% শ্রেণিবিন্যাসের আওতায় ক্যাশব্যাক পাবেন।

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


তথ্যসূত্ত্র ও আলোকচিত্ত্র উৎস :

·         আমেরিকান এক্সপ্রেস বালাদেশ ওয়েবসাইট

·         দি সিটি ব্যাংক লি: অফিসিয়াল ওয়েসাইট।