অ্যাপের মাধ্যমে লোন নামের ডিজিটাল ফাঁদ

অ্যাপের মাধ্যমে লোন নামের ডিজিটাল ফাঁদ

 

অ্যাপের মাধ্যমে লোন নামের ডিজিটাল ফাঁদ


লোনের জন্য আর যেতে হচ্ছেনা ব্যাংকে।ঘুরতে হচ্ছেনা কোন এনজিও কর্মী বা মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে। কেবল হাতের স্মার্টফোন দিয়ে কিছু তথ্য দিলে মিলছে ছোট ছোট ঋণ। খারাপ কি ভালোইতো। মোবাইল এই সকল অ্যাপ ডাউনলোড করেই ঋণ নিতে উদ্বুদ্ধ করা হয়। প্রয়োজনীয় শর্ত পূরণ করে ঋণের আবেদন করলে টাকাও মেলে সহজেই। এতক্ষণ যা বলছিলাম তার জন্য দু:খিত। কারন এখন তার বিপরীতটা বলতে হবে। তারা মূলত অর্থ সংকটে থাকা স্বল্প আয়ের লোকজন এবং বেকার ছাত্র-ছাত্রীদের টার্গেট করেন। গ্রাহকরা ঋণের আবেদন করার পর স্বল্প সুদের পরিবর্তে উচ্চহারে সুদ প্রদানের মাধ্যমে প্রতারিত হচ্ছেন।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডি, বনানী এবং মিরপুর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে অ্যাপভিত্তিক ডিজিটাল মাইক্রোফাইন্যান্সের নামে অবৈধ সুদের ব্যবসা পরিচালনা করা প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ  

বাংলাদেশ স্বল্প আয়ের দেশ হওয়ায় বেকারত্বের হার বেশী থাকাও একটি চক্র এই শ্রেণিকে বেছে নিয়ে -লোন বা ডিজিটাল মাইক্রোফাইন্যান্সের নামে একটি চক্র উচ্চহারে ফি আদায় করে ঋণ প্রদান করে মানুষের সাথে প্রতারণা করে আসছে কোনো গ্রাহক ৩০০০ টাকার জন্য আবেদন করলে অনুমোদনের পর প্রসেসিং ফি বাবদ ৮১০ টাকা রেখে গ্রাহককে মাত্র ২১৯০ টাকা দেওয়া হয় সাতদিন শেষে গ্রাহককে পরিশোধ করতে হয় মোট হাজার ১৮ টাকা মেয়াদ শেষে অনাদায়ে প্রতিদিন হিসাবে গ্রাহককে উচ্চহারে সুদ দিতে হয় এছাড়া, অ্যাপ ফি বাবদ ১২০ টাকা, ডাটা অ্যানালাইসিস ফি ১৮০ টাকা, মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ টাকা এবং সুদ বাবদ পাঁচ টাকা কেটে রাখার যুক্তি দেখায় ঋণের পরিমাণ যতো বেশি হবে টাকা কেটে রাখার প্রবণতাও বেশি ঋণের টাকা গ্রাহককে বিকাশ অথবা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হয় অর্থ লেনদেনের ক্ষেত্রে কোনো ব্যক্তির সরাসরি সম্পৃক্ততা নেই লোভনীয় ঋণের ফাঁদে পরে অনেকে সর্বস্ব হারান

চক্রটি তাদের অপারেশন পরিচালনা করে চীন থেকে কিছু চীনা নাগরিক বাংলাদেশি নাগরিকের সহায়তায় এসব অ্যাপের মাধ্যমে রমরমা সুদের ব্যবসা চালিয়ে আসছিল ফেইবুক, ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বল্প সুদে ঋণ প্রদানের নামে বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে ক্রটি Tkala– Personal Loans Online (Tkala. Thala-0430 ), Cashman (Cashman-0514, Cashman-0326), RapidCash- Quick Online eLoans App, AmarCash-Personal Loans Online, Cashkash-Fast Loans Online, CashCash নামে কিছু অ্যাপ পরিচালনার মাধ্যমে জামানতবিহীন লোন দেওয়ার নামে মাত্রাতিরিক্ত সুদের কারবার চালিয়ে আসছিল  চক্রটি সরকারি অনুমোদন ছাড়া থান্ডার লাইট টেকনোলজি লিমিটেড, নিউভিশন ফিনটেক লিমিটেড বেসিক ডেভেলপমেন্ট সোসাইটির নামে অ্যাপভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা করছিল আইনগত অনুমোদন ছাড়াই তারা গ্রাহকের তথ্য সংগ্রহ করছে

সম্মানীত সুধী, আমরা সব সাধারন মানুষের কথা ভেবে থাকি তাদের নিয়ে চিন্তা করিও তা আমাদের কন্টেন্টে এর মাধ্যমে আপনাদের নিকট প্রকাশ করি আপনার মূল্যবান তথ্য কখনোই বাজারের সস্তা পণ্যের ন্যায় ডেকে ডকে ফেরি করে বিক্রি করার চেষ্টা করবেন না আপনার ব্যাক্তিগত তথ্য অনেক মূল্যবান আমরা আজ দেশের স্বনামধন্য কিছু গনমাধ্যমের উদ্ধৃতি এই জন্যই পেশ করলাম যাতে করে আপনারা জানতে পারনে বুঝতে পারেন তা থেকে শিক্ষা নিতে পারেন অল্প কিছু টাকা ঋণের জন্য কখনোই আপনার মূল্যবান তথ্য যেখানে সেখানে সাবমিট করবেন না আমরা সর্বদা যেকোনো অ্যাপ ইনস্টল করার পর অথবা কোনো লিংকে প্রবেশ করার পর ব্যক্তিগত তথ্যাদি দেওয়ার আগে নিরাপত্তার বিষয়টি ভালোভাবে নিশ্চিত হতে হবে ব্যক্তিগত তথ্য যেখানে-সেখানে শেয়ার না করার প্রতি অনুরোধ করি

একজন সাধারন গ্রাহক অ্যাপ ইনস্টল করার মাধ্যমে অ্যাপে গ্রাহকের অজান্তে ক্যালেন্ডারের, ইভেন্ট পড়া, মোবাইল ক্যামেরা ব্যবহার করে ছবি ভিডিও ধারণ, মোবাইলের কন্টাক্টস পড়াসহ মোবাইলের এক্সাক্ট লাইভ লোকেশন নির্ণয়, ফোনের স্ট্যাটাস এবং তথ্য সংগ্রহ, ফোনে সংরক্ষিত মেসেজ পড়া, পরিবর্তন করার অনুমতি নিয়ে নেয় ক্ষেত্রে গ্রাহকের পারসোনাল ডাটা সিকিউরিটি চরম হুমকিতে পরতে হতে পারে


ইনফো সোর্সবাংলা নিউজ ২৪ ডট কম

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......