ক্রেডিট কার্ড যার মাধ্যমে আপনি ব্যাংকের কাছ থেকে টাকা লোন নিতে বা ধার করে যেকোন পণ্য কিনতে পারবেন। একজন ব্যাক্তি যদি ক্রেডিট কার্ড ব্যাবহারে আগ্রহী হোন তবে তাকে অবশ্যই কার্ড ইস্যুয়ারের যোগ্যতার মানদন্ডে উত্তীর্ণ হতে হবে। ক্রেডিট কার্ড ব্যাবহারে যোগ্যতা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। যদি আমাদের পূর্বের কন্টেন্টটি আপনা না পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করুন.........
সাধারনভাবে যারা ক্রেডিট কার্ড ব্যাবহারের জন্য যোগ্য নন তাদের জন্য ক্রেডিট কার্ড ব্যাবহারের বিকল্প পদ্ধতি হচ্ছে সিকুরেড কার্ড (Secured Card) । অর্থ্যাৎ ব্যাংকে যদি আপনার কোন টার্ম ডিপেটাজিট থেকে থাকে যেমন ডিপিএস, এফডিআর বা অন্যান্য কোন সেভিংস্ স্কিম যা ব্যাংক গ্রহন করে তার মোট ব্যালেন্সের নির্দিষ্ট একটি অংশকে লিমিট হিসাবে নিয়ে ক্রেডিট কার্ড ব্যাবহার করা।
সম্প্রতি সামাজিত যোগাযোগের
মাধ্যমগুলোতে সিকুরেড কার্ড (Secured Card) নিয়ে কেউ আবার ভিন্ন রকম
মন্তব্য করার চেষ্টা করছেন। তারা এটিকে না বুঝেই ইএমআই প্রিপেইড ক্রেডিট কার্ড বলে আখ্যায়িত করছেন। যারা এটি প্রচার করছেন তারা অবশ্য
কিছু যুক্তি দেখাচ্ছেন। তাদের যুক্তিগুলো হলো
·
নিজের টাকা কখনো ফেরত পাবেন না।
·
কার্ডের লিমিট বাড়বে না।
·
আপনার বিশেষ প্রয়োজনে নিজের টাকা ব্যাবহার করতে পারবেন না।
·
বছর বছর আপনার টাকা কমে যাবে।
উপরোক্ত বিষয়সূমহ ছাড়াও আরো বেশ কিছু মন্তব্য রয়েছে।
আসুন আমরা এবার এর যৌক্তিকতা জানা চেষ্টা করি:
ফিক্সড ডিপাজিট (এফডিআর)
বা অন্যান্য সেভিংস্ স্কিম আমরা কেবল লিয়েন করে ক্রেডিট কার্ড করার জন্যই করে থাকিনা,
ব্যাক্তিগত বা পারিবারিক সঞ্চয়ের জন্যও করে থাকি। তবে যারা কেবল ক্রেডিট কার্ড করার
উদ্দেশ্য এগুলো করে থাকেন তাদের ক্ষেত্ত্রে বিষয়টি ভিন্ন।ফিক্সড ডিপাজিট (এফডিআর) বা
অন্যান্য সেভিংস্ স্কিম এর বিপরীতে সিকুরেড কার্ড (Secured Card) গ্রহণ
করলেও সাধারনত এর জন্য উক্ত স্কীমের ইন্টারেস্ট/প্রফিট হারের উপর কোন প্রভাব পরেনা।
তাই আপনার উক্ত স্কীমের ইন্টারেস্ট/প্রফিট গণনা হবে সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের
প্রচলিত ইন্টারেস্ট বা প্রফিট রেট অনুযায়ী। সুতরাং আপনার এফডিআর অথবা সেভিংস স্কিম এর ইন্টারেস্ট বা প্রফিট বৃদ্ধির জন্য ক্রেডিট কার্ড কোনো বাধা নয়। তাই ফিক্সড ডিপোজিট
বা অন্যান্য সেভিংস স্কিম এর বিপরীতে ক্রেডিট কার্ড গ্রহণ করলেই উক্তি স্কীমের টাকা কমবে এটি সত্য নয়।
এটি সত্য যে, বিশেষ কোন প্রক্রিয়ার কারণে ফিক্সড ডিপোজিট বা অন্যান্য সেভিংস স্কিম এর বিপরীতে ক্রেডিট কার্ড গ্রহণ করা হলে তার লিমিট আর বৃদ্ধি পায় না। তবে উক্ত ক্রেডিট কার্ডের সাথে নতুন কোন ফিক্সড ডিপোজিট স্কিম যোগ করা হলে আনুপাতিক হারে লিমিট বৃদ্ধি পায়।
আবার হয়তো অনেকে বলে থাকে বিশেষ প্রয়োজনে আপনার নিজের টাকা আপনি নিজেই ব্যবহার করতে পারবেন না বিষয়টি আসলে এমন নয়। বরং এটি আপনার ভাবনার বিপরিতও হতে পারে। আপনার নিজের টাকা ব্যাংকে সঞ্চিত রয়েছে। এবং গচ্ছিত টাকার নির্দিষ্ট অংশ আপনার ক্রেডিট কার্ডের লিমিট হিসাবে ব্যবহার করছেন। আপনি ইতিমধ্যেই আপনার এফডিআর এর টাকার বড় একটি অংশের অ্যাক্সেস আপনার হাতেই। এবং আপনি সেটি ব্যবহার করতে পারছেন আপনার ইচ্ছে অনুযায়ী। আর যদি কখনো আপনার পুরো টাকাটাই অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি আপনার এফডিআর বা আপনার স্কিমের পুরো টাকাটাই উত্তোলন করতে চাচ্ছেন তখন ব্যাংকের বা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের যথাযথ নিয়ম অনুযায়ী আপনার কার্ডটি সারান্ডার করে আপনার সম্পূর্ণ স্ক্রিমটি উত্তোলন করতে পারবেন।
ক্রেডিট কার্ডের বাৎসরিক ফি, ইন্টারেস্ট হার অন্যান্য ফি আদায় করা হবে আপনি যে ক্যাটাগরির কার্ড ব্যবহার করছেন তার নিয়ম মেনেই। যা কেবল আপনার সিকুরেড ক্রেডিট কার্ডের ক্ষেত্রেই নয় এটি সকল সাধারন ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও আরোপিত হয়ে থাকে। অতএব এ বিষয়ে অভিযোগ বা বাজে মন্তব্য না এনে আমাদের উচিত এই প্রক্রিয়াতে ক্রেডিট কার্ড গ্রহণ করার আগে এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া। যদি আমরা উক্ত খরচগুলো বহন করার সামর্থ্য না রাখি বা এত টাকা ব্যয় করে ক্রেডিট কার্ড ব্যাবহার করতে না চাই তাহলে আমাদের উচিত এই প্রক্রিয়াতে কার্ড গ্রহণ না করা।
ক্রেডিট কার্ডের ব্যবহারের একজন ইউজার কিছু বাড়তি সুবিধা পেয়ে থাকে। যেমনঃ রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক, ডিসকাউন্ট, এয়ার লাউঞ্জ এক্সেস করা, BOGO অফার, EMI এর সুবিধা। এছাড়াও ক্রেডিট কার্ড আপনাকে বাড়তি কিছু নিরাপত্তা দেবে যেমন পণ্যের উপর বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স সুবিধা, হেলথ ইন্স্যুরেন্স সুবিধা, অতিরিক্ত ওয়ারেন্টি পাওয়ার সুবিধা সহ আরো অনেক কিছু যেটি আপনি আসলে ডেবিট কার্ড বা ক্যাশে পেমেন্টে পাবেন না।আর ক্রেডিট কার্ড যে প্রক্রিয়াতেই হোক না কেন আপনি যথারীতি সুবিধা ভোগ করতে পারবেন।
পরিশেষে বলতে চাই, আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করবেন নাকি সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত।
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |