ইউসিবি ভিসা ইন্টারন্যাশনাল কার্ড

ইউসিবি ভিসা ইন্টারন্যাশনাল কার্ড

 

ইউসিবি ভিসা ইন্টারন্যাশনাল কার্ড
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড নিয়ে এলো ইউসিবি ভিসা ইন্টারন্যাশনাল কার্ড। এটি একটি ভিসা ব্রান্ডের প্রিপেইড কার্ড। এটি ডয়ানমিক ক্যারেন্সি সুবিধা সম্বলিত একটি কার্ড। কেবল বাংলাদেশী টাকা লোড করেই সকল লেনদেন করা যাবে। BDT থেকে USD এ সীমা রূপান্তর করার প্রয়োজন নেই। এই কার্ডে থাকছে সকল ইন্টারন্যাশনাল অনলাইন পেমেন্টের সাথে ১% ক্যাশব্যাক অফার। ইউসিবি ভিসা ইন্টারন্যাশনাল কার্ড এর অন্যান্য সুবিধাগুলো নিচে বর্ণনা উল্ল্যেখ করা হলো।

ইউসিবি আন্তর্জাতিক প্রিপেইড কার্ডের বৈশিষ্ট্য সুবিধা:

·        কোন ব্যাংক অ্যাকাউন্ট খোলার দরকার নেই

·        বৈদেশিক মুদ্রায় লেনদেনের পরিমান সময়সীমা বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত হবে বর্তমানে বৈদেশিক মুদ্রায় সর্বোচ্চ সীমা বার্ষিক $ ১২,০০০/=

·        সকল প্রকার বৈদেশিক মুদ্রায় লেনেদেনর পূর্বে কার্ডটি অবশ্যই বৈধ পাসপোর্ট দ্বারা ট্রাভেল কোটার বীপরিতে এন্ড্রোসমেন্ট করে নিতে হবে এন্ড্রোসমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন……… 

·        ডয়ানমিক ক্যারেন্সি সুবিধা কেবল বাংলাদেশী টাকা লোড করেই সকল লেনদেন করা যাবে BDT থেকে USD সীমা রূপান্তর করার প্রয়োজন নেই

·        এটি একটি রিলোডেবল কার্ড এবং এর মেয়াদ ইস্যুর তারিখ থেকে পাঁচ বছর

·        বাংলাদেশের বাইরে মার্চেন্ট আউটলেট এবং অনলাইন স্টোরে কেনাকাটা করার জন্য কার্ড অনায়েসে ব্যবহার করতে পারবেন

·        বিশ্বব্যাপী সকল ভিসা লগো সম্বলিত এটিএম খেকে নগদ টাকা উত্তোলনের সুবিধা

·        থ্রিডি (3D) বা টুফ্যাক্টর অথেন্টিকেশন্স এর মাধ্যমে নিরাপত্তা সহ -কমার্স লেনদেনের সুবিধা টুফ্যাক্টর অথেন্টিকেশন্স সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন….

·        মোবাইল এবং -মেইলে প্রতিটি লেনদেনের পরে তাত্ক্ষণিক লেনদেনের সতর্কতা বার্তা প্রপ্তির সুবিধা

শর্তাবলী সূমহ:

·        আবেদনকারীকে একজন বাংলাদেশী নাগরিক হতে হবে

·        ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে

·        বৈধ পাসপোর্ট থাকতে হবে (এন্ড্রসমেন্টের জন্য বাধ্যতামূলক)

প্রয়োজনীয় ডকুমেন্টস্ সূমহ:

·        নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে

·        পাসপোর্ট সাইজের রঙিন ছবি

·        বৈধ ফটো আইডি/ জাতীয় পরিচয় পত্ত্র (এনআইডি)

·        বৈধ পাসপোর্ট

ফি সূমহ:

·        কার্ড ইস্যু ফি৫০০ টাকা

·        বার্ষিক ফি/বছর৫০০ টাকা

·        মার্ক-আপ ফি%*

·        কার্ড রিপ্লেসমেন্ট/ রি-ইস্যু ফি (হারানো/চুরি/ক্ষতিগ্রস্ত) – ৩০০ টাকা

·        পিন রি-ইস্যু ফী (পেপার পিন) – ১৫০ টাকা

·        UCB ATM- নগদ উত্তোলন ফি  - প্রজেয্য নয়

·        NPSB নগদ উত্তোলন ফি  - ১৫ টাকা

·        ভিসা/মাস্টারকার্ড নেটওয়ার্ক এটিএম নগদ উত্তোলন ফি: ২০ টাকা স্থানীয় % আন্তজার্তিক এটিএম এটিএম বুথ থেকে 

·        এসএমএস নোটিফিকেশন ফী/বছর  -২০০ টাকা

নোট:

·        সকল চার্জের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য

·        ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড উপরে বর্ণিত শর্তাবলী, শর্ত বা হার সংশোধন করার অধিকার সংরক্ষণ করে

·        মার্ক-আপ ফি কেবল BDT USD ব্যাতীত অন্যান্য কারেন্সিতে লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে মার্কআপ সম্পর্কিত বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন………

কার্ড আবেদনের প্রক্রিয়া:

এই কার্ডটি প্রাপ্তির জন্য ইউসিবি ব্যাংক নিকটস্থ শাখা ভিজিট করুন এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ব্যাংকের নির্ধারিত ফরমে আবেদন করুন   পরবর্তী নির্দেশনা অনুস্বরন করে কার্ডটি রিসিভ করুন

 ইউসিবি ভিসা ইন্টারন্যাশনাল কার্ড সম্পর্কে আরো বিস্তারিত জানতে কল করুন ইউসিবি এর ২৪/ কল সেন্টারে কল সেন্টরের তথ্য পেতে এখানে ক্লিক করুন………



 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......