সেলফিন বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক, বাংলাদেশ লিমিটেডর একটি স্মার্টফোন ভিত্তিক ডিজিটাল ওয়ালেট অ্যাপস। দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা এই সেবার মাধ্যমে ইসলামী ব্যাংকের ডিজিটাল সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন সহজেই।
সেলফিন
এর সুবিধা:
·
অন্যান্য ওয়ালেটের তুলনা অধিক সুবিধা সম্বলিত ডিজিটাল ওয়ালেট সার্ভিস।
·
সেলফিন অ্যাকাউন্টে যেকোন ভিসা/মাস্টার/ক্রেডিট/ডেবিট
কার্ড থেকে ব্যালেন্স অ্যাড ও ট্রান্সফারের
সুবিধা রয়েছে।
·
সেলফিন একাউন্ট সচল হওয়ার সাথে সাথে একটি ভার্চূয়াল
ডেবিট কার্ড ইস্যু হবে। যা দিয়ে দেশের অভ্যন্তরে কেনাকাটা সহ ভিসা ডিরেক্টের মাধ্যমে
রেমিটেন্স গ্রহন করা যাবে।
·
সেলফিন ওয়ালেট টু সেলফিন ওয়ালেট মানি রিকোয়েস্ট
পাঠানোর সুবিধা রয়েছে।
·
ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এমক্যাশ থেকে
সেলফিন ওয়ালেট/সেলফিন ওয়ালেট থেকে এমক্যাশ ওয়ালেটে ব্যালেন্স অ্যাড ও ট্রান্সফার সুবিধা।
·
IBFT/BEFTN/NPSB/RTGS ফান্ড ট্রান্সফারের সুবিধা।
·
সেলফিনে সরাসরি রেমিট্যান্স/স্পট ক্যাশ এর টাকা
গ্রহণ করা সম্ভব।
·
দিন-রাত ২৪ ঘন্টা যেকোন মোবাইল অপারেটরে মোবাইল
রিচার্জ সুবিধা
·
ই-কমার্স পেমেন্ট সুবিধা
·
তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট ও ব্যালেন্স অনুসন্ধান।
·
ইউটিলিটি বিল পরিশোধ
·
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর টিউশন ফি প্রদান
·
ভার্চুয়াল/কার্ডবিহীন টাকা উত্তোলন
·
এটিএম, এজেন্ট ব্যাংকিং আউটলেট, মোবাইল ব্যাংকিং
আউটলেট, ব্রাঞ্চ এবং সাব-ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন সুবিধা।
·
ঘরে বসেই সেলফিন থেকে এমক্যাশ একাউন্ট খোলার সুবিধা।
· ইসলামী ব্যাংকের বিভিন্ন ধরনের একাউন্ট ঘরে বসেই খুলতে পারবেন ও এর জন্য কোন প্রকার শাখা-উপশাখা ভিজিট করার কোন প্রয়োজন নেই।
সেলফিন
একাউন্ট খুলতে যা প্রয়োজনঃ
·
ন্যাশনাল আইডি কার্ড
·
সক্রিয় মোবাইল নাম্বার
·
একটি স্মার্টফোন
· একাউন্ট হোল্ডারের সেলফি
সেলফিন
একাউন্ট খোলার ধাপ সূমহ:
ধাপ-১: প্রথমে প্লে স্টোর থেকে CellFin অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।
ধাপ-২: অ্যাপটি ওপেন করলেই রেজিস্ট্রার /লগইন ইন্টারফেস আসবে। আপনি রেজিস্টার্ড গ্রাহক না হয়ে থাকলে রেজিস্ট্রার বাটনে ট্যাপ করে আপনার সক্রিয় মোবাইল নাম্বার এবং ইচ্ছেমতো ৬ ডিজিটের পিন দিয়ে রেজিস্ট্রারে ট্যাপ করলেই মোবাইলে ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে। সঠিক ভাবে ভেরিফিকেশন সাবমিট করে সেলফিন একাউন্ট খোলার প্রাথমিক পর্ব শেষ করুন।
ধাপ-৩: পরবতীতে আপনার মোবাইল নম্বর ও পিন নম্বর দিয়ে লগইন করার পর আপনার ন্যাশনাল আইডি এর দুই পাশের ছবি আপলোড বা ইনস্ট্যান্ট ছবি তুলে সাবমিট করে অনলাইন ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে করুন। ন্যাশনাল আইডি ভেরিফিকেশন হয়ে গেলে অটোফিলাপ হয়ে নতুন ফর্মে নিজের ছবি আপলোড করুন। কংগ্রাচুলেশনস আসলেই আপনার কাজ শেষ। এবার কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে একাউন্ট অনুমোদনের জন্য।
এবার স্বাচ্ছন্দে আপনার সেলফিন একাউন্ট ব্যবহার করুন।
সেলফিন
সম্পর্কে আরো বিস্তরিত জানতে যেকোন সময় কল করুন ইসলামী ব্যাংকের সার্বক্ষণিক কল-সেন্টারে।
ইসলামী ব্যাংকের কল-সেন্টরেরর তথ্য পেতে এখানে
ক্লিক করুন…..
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |