ক্রেডিট কার্ডের গ্রেস পিরিয়ড কি?

ক্রেডিট কার্ডের গ্রেস পিরিয়ড কি?

ক্রেডিট কার্ডের গ্রেস পিরিয়ড কি?

গ্রেস পিরিয়ড কি? ক্রেডিট কার্ডের গ্রেস পিরিয়ড সম্পের্কে বিস্তারিত জানতে চাই।

ক্রেডিট কার্ডের গ্রেস পিরিয়ড সম্পূর্ণ নির্ভর করছে আপনার বিলিং সাইকেলের উপর। ক্রেডিট কার্ডের বিল সাধারনত তিন ভাবে পরিশোধ করা যায় । সেগুলো হচ্ছে, টোটাল আউটস্ট্যান্ডিং বা সর্ম্পর্ণ বিল, মিনিমাম ডিউ বা সর্বনিম্ন পরিশোধ যোগ্য বিল ও স্টেটমেন্ট বিল।

টোটাল আউটস্ট্যান্ডিং: টোটাল আউটস্ট্যান্ডিং বা সর্ম্পর্ণ বিল হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের সর্বোমোট বকেয়া বিল। যেটি পরিশোধ করার পার আপনার কাছে ব্যাংকের আর কোন পাওনা থাকবেনা। যেহেতু এখানে আপনার পুরো বিল এখানে পরিশোধ হয়ে যাবে, তাই এটি পরিশোধের পর আর পূর্ববতী বকেয়ার জন্য কোন ইনস্টারেস্ট আরোপ হবেনা।

মিনিমাম বিল: মিনিমাম বিল হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের সম্পূর্ণ বিল পেমেন্টে যদি ব্যার্থ হোন বা দিতে না চান তাহলে কেবল এই অংশটুকু পেমেন্ট করার মাধ্যমে আপনার কার্ডটি সচল রাখতে পারবেন ও আপনাকে লেট পেমেন্ট ফি প্রদান, ঋণখেলাপী হওয়া ঝুকি থেকে মুক্তি দেবে। তবে বিল পেমেন্টর শেষের দিন থেকে প্রজেয্য হারে ইন্টারেস্ট চার্জ হবে। বাংলাদেশে বর্তমানে ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ইন্টারেস্ট বাৎসরিক ২০%। মিনিমাম বিল সাধারেন ১ থেকে ৫% হয়ে থাকে ।

স্টেটমেন্ট বিল:  স্টেটমেন্ট বিল হচ্ছে আপনার সর্বশেষ বিলিং পিরিয়ডের জেনারেটকৃত স্টেটমেন্ট অনুযায়ী মোট পরিশোধ যোগ্য বিল । এই অংশটুকু যথা সময়ে পেমেন্ট করা হলেও কোন ইনস্টারেস্ট আরোপ হবেনা। তবে চলতি মাসের খরচগুলো পরবর্তী বিলিং সাইকেলের সাথে অর্ন্তভূক্ত হবে।

আমরা এখন জানার চেষ্টা করছি গ্রেস পিরিয়ড কোন সময়টিকে বলে:

গ্রাহকের ক্রেডিট কার্ডের স্টেটমেন্টের তারিখ এবং বিল প্রদানের শেষ দিন যার মধ্যে কোন ইন্টারেস্ট আদায় হয় না এই সময়টি গ্রেস পিরিয়ড সময়কাল । এখানে কোনও গ্রাহক ক্রেডিট কার্ড ইস্যুয়ার কতৃপক্ষের কাছে সর্বশেষ বিলিং চক্র চলাকালীন নতুন ক্রয়ের জন্য অর্থ পাওনা হয় তবে ইন্টারেস্ট চার্জ হয় না। এই সুবিধা কেবল তখনই প্রযোজ্য যদি গ্রাহক তার শেষ ক্রেডিট কার্ড বিল পুরো এবং সময়মতো প্রদান করে এবং পূর্বের বিলিং চক্রের কোনও অংশের জন্য ভারসাম্য বহন করে না। বিলিং চক্রের ইন্টারেস্ট ফ্রি এই সময়টিকেই আমরা গ্রেস পিরিয়ড বলে থাকি।

সবাই কে আন্তরিক ধন্যবাদ ।


 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন...... 

টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......