সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্রিপেইড কার্ড

সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্রিপেইড কার্ড

 

সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্রিপেইড কার্ড

বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেস কার্ডের একমাত্র ইস্যুকারী সিটি ব্যাংক নিয়ে এলো আমেরিকান এক্সপ্রেস প্রিপেইড কার্ড। এই কার্ডটি দিয়ে আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে সহজে অর্থপ্রদান করার পাশাপশি প্রতিটি লেনদেনের সাথে ১% ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এই কার্ডটি পেতে সিটি ব্যাংকের সাথে কোন অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই। এই কাডর্টি পজ, ই-কমার্স এবং এটিএম লেনেদেনের জন্য  ব্যবহারযোগ্য। এটি একটি ডুয়েল ক্যারেন্সি প্রিপেইড কার্ড। তাই আপনি আমেরিকান এক্সপ্রেস সমর্থিত বাংলাদেশ ছাড়াও বিশ্বের যে কোনো জায়গায় নগদ টাকা উত্তোলন, কেনাকাটা এবং ই-কমার্স পেমেন্ট করতে পারবেন সহজেই ।

সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্রিপেইড কার্ডের সুবিধা::

·        সারা দেশে সিটি ব্যাংকের যেকোনো শাখা থেকে সহজ ইস্যু প্রক্রিয়া এবং কার্ড ইস্যু ফি মাত্ত্র ৫০০ টাকা ।

·         আমেরিকান এক্সপ্রেস কার্ডগুলি যেখানে গৃহীত হয় সেসব পিওএস, ই-কমার্স, এটিএম লেনদেনের জন্য ব্যবহারযোগ্য ।

·        এটি একটি ডুয়েল ক্যারেন্সি প্রিপেইড কার্ড।

·        সহজ এবং সুবিধাজনক ফান্ড লোড/রিলোডিং সুবিধা।

·        প্রতিটি লেনদেনের জন্য এসএমএস বার্তা প্রাপ্তির সুবিধা ।

·        কার্ড দিয়ে করা যেকোনো স্থানীয় লেনদেনের জন্য ১% ক্যাশব্যাক অফার ।

·        আমেরিকান এক্সপ্রেস SELECTS ® প্রোগ্রামের মাধ্যমে মার্চেন্টদের বিস্তৃত পরিসরে সেভিংস অফার উপভোগ করুন।

·        এসএমএসের মাধ্যমে সহজে ব্যালেন্স ট্রান্সফার সুবিধা।

·        প্রিপেইড কার্ডের সাথেও পাচ্ছেন কর্পোরেট সমাধান। এ বিষয়ে আরও বিশদ জানতে অনুগ্রহ করে নিকটস্থ্য সিটি ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজারের সাথে যোগাযোগ করুন।

·        কার্ডের মাধ্যমে হওয়া সমস্ত স্থানীয় লেনদেনের (পিওএস/ই-কমার্স) উপর ১% ক্যাশব্যাক।

লেনদেনের সীমা:

 

দৈনিক

মাসিক

কার্ড লিমিটি

৳ ১০০,০০০

পিওএস/ই-কমার্স লেনদেন

১০

৪০

৳ ৫০,০০০

৳ ১০০,০০০

এটিএম উত্তোলন

১০

৪০

৳ ৫০,০০০

৳ ১০০,০০০

প্রতিবার এটিএম থেকে উত্তোলনের সর্বোচ্চ পরিমান

৳ ২০,০০০

লোড/রিলোড লিমিটি

৳৫০,০০০

৳ ১০০,০০০

রিলোডের সংখ্যা

 

 


ফি এবং চার্জ:

নং

বিবরণ

চার্জ

Issuance fee (one time)

৳৫০০/=

লোড ফি

প্রযেজ্য নয়

রিলোড ফি

প্রযেজ্য নয়

মার্ক-আপ ফি

২.৫%

কার্ড রিপ্লেসমেন্ট /রি- ইস্যু ফি (হারানো/চুরি/ক্ষতিগ্রস্তের জন্য)

৳৫০০/=

সিটি ব্যাংক এটিএম থেকে ক্যাশ উত্তোলন

ফ্রি

অ্যানান্য ব্যাংকের এটিএম থেকে ক্যাশ উত্তোলন

প্রচলিত নীতি অনুযায়ী

বিবরনী পুনরুদ্ধার ফি (ই-স্টেটমেন্ট ফরম্যাটে)

৳১০০/= প্রতি মাস

এসএমএস নোটিফিকেশন ফি/বছর

৳২০০/=

১০

ক্যাশ উত্তোলন ফি (আন্তর্জাতিক)

$ ৪ বা ২.৫%

(যেটা বেশি)

* বিধি মোতাবেক ভ্যাট প্রযোজ্য।

কার্ড গ্রহনের যোগ্যতা:

·        বাংলাদেশি নাগরিক হতে হবে ।

·        সর্বনিম্ন ১৮ বছর বয়স হতে হবে।

·        নির্ধারিত আবেদন ফর্ম পূরন করতে হবে।

·        বৈধ জাতীয় পরিচয়পত্র এর কপি

·        ২ কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ছবি

·        বৈদেশিক মুদ্রা অনুমোদনের জন্য বৈধ পাসপোর্ট

·        পূর্ণাঙ্গ কেওয়াইসি ফর্ম পূরন করতে হবে।

উল্লেখিত কাগজপত্র সহ দি সিটি ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে এই কার্ডটি নেওয়া যাবে। এটি একটি রেডি কার্ড, তাই আবেদনের সাথে সাথেই কার্ডটি পাওয়া যাবে৷ আপনি যদি ফরেন পার্টটি ব্যবহার করতে চান তবে আপনাকে অবশ্যই আপনার ট্রাভেল কোটার বিপরীতে আপনার বৈধ পাসপোর্ট দিয়ে ডলারে এন্ড্রোসমেন্ট করে নিতে হবে। এন্ড্রোসমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…...

সিটি ব্যাংকের এই কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে সিটি ব্যাংকের ২৪/৭ কল সেন্টারে কল করুন। সিটি ব্যাংক কল সেন্টার তথ্য পেতে এখানে ক্লিক করুন…….


 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


 

উৎস: সিটি ব্যাংকের ওয়েবসাইট