সিটি ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং

সিটি ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং

সিটি ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং

সিটি ব্যাংকের সকল গ্রাহকদের ক্রমাগত স্মার্ট এবং সুবিধাজনক ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে প্রদান করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (এআই) দ্বারা সার্বক্ষণিক ব্যাংকিং পরিষেবা। এই সুবিধার ফলে কাস্টমার বেশকিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাগুলো অনুসন্ধানের জন্য কোন প্রকার ব্রাঞ্চ ভিজিট বা কল সেন্টারে কল করা ছাড়াই নিজে নিজেই জানতে পারবেন। যার ফলে অর্থ শ্রম ও সময় সবকিছুই সাশ্রয় হবে। সিটি ব্যাংকের হোয়াটসঅ্যাপ ব্যাংকিং এর মাধ্যমে সিটি ব্যাংকের একাউন্ট ও ক্রেডিট কার্ড সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনুসন্ধান করা যাবে।

সিটি ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমে যে সমস্ত পরিষেবা গুলো পাওয়া যাবে তা নিম্নরূপ:

·        কারেন্ট/সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্স চেক।

·        কারেন্ট/সেভিংস অ্যাকাউন্টে শেষ ৫টি লেনদেনের তথ্য ।

·        ডেবিট/ ক্রেডিট কার্ডের স্ট্যাটাস ।

·        ক্রেডিট কার্ডের লিমিট চেক।

·        ক্রেডিট কার্ডের মিনিমাম পেমেন্ট ও আউটস্ট্যান্ডিং বিল সংক্রান্ত তথ্য ।

·        ক্রেডিট কার্ডের শেষ ৫টি লেনদেনের তথ্য ।

সিটি ব্যাংকের হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের সেবা উপভোগ করা পদ্ধতি:

·        আপনার মোবাইল কন্টাক্ট লিস্টে “+8801700710144” এই নম্বরটি যোগ করুন বা এখানে ক্লিক করুন......... 

·        সিটি ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ডের সাথে যুক্ত আপনার নিবন্ধিত ফোন নম্বর থেকে "hi" টাইপ করুন।

·        শর্তাবলীতে সাম্মতি দিন।

·        যাচাই করার জন্য আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ৪ সংখ্যার OTP লিখুন।

·        এখন আপনার কাঙ্খিত সেবা কে উপভোগ করুন ।

সিটি ব্যাংকের হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের নিরাপত্তা:

সিটি ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের কোন সেবা গ্রহনের পূর্বে উক্ত কাস্টমারকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর মাধ্যমে ভেরিফাই হয়ে সেবা নিতে হয়। প্রতিবার সেবা গ্রহনের ক্ষেত্রে কাস্টমারের রেজিস্টার্ড মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দেওয়া হবে সেই পাসওয়ার্ডটি ভেরিফাই হয়েই কেবল সেবা নিতে পারবে। যার ফলে এই পরিষেবা টি অত্যন্ত নিরাপদ।

এই পরিষেবা যাদের জন্য প্রযেজ্য:

·        সিটি ব্যাংকের ইস্যুকৃত সকল কনজুমার এবং কর্পোরেট কার্ড মেম্বারগন।

·        একক শিরোনামযুক্ত অ্যাকাউন্ট - এককভাবে পরিচালিত।

·        যৌথ শিরোনামযুক্ত অ্যাকাউন্ট - স্বাক্ষর মোড হয়।

·        কারেন্ট অ্যাকাউন্ট (প্রতিষ্ঠানের নামে) – মালিকানা / এককভাবে পরিচালিত।

বিশেষ দ্রষ্টব্য: সিটি ব্যাংকের  হোয়াটসঅ্যাপ ব্যাংকিং এর জন্য কোন প্রকার সাবস্ক্রিপশন বা শাখায় গিয়ে ফরম পূরণ করার প্রয়োজন নেই। সিটি ব্যাংকের সকল যোগ্য অ্যাকাউন্ট হোল্ডার এবং কার্ড মেম্বারগণ স্বয়ংক্রিয়ভাবেই এই সেবার আওতাভুক্ত। এই সেবাটির জন্য বাৎসরিক বা মাসিক কোন সাবস্ক্রিপশন ফি নেই। সবাইকে আন্তরিক ধন্যবাদ

 

টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে -মেইল করুন  [email protected] এই ঠিকানায়

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে লাইক, ফলো সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......

তথ্যসূত্ত্র: সিটি ব্যাংক ওয়েবসাইট