এমটিবি গ্রামীনফোন ভিসা সিগনেচার কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড

এমটিবি গ্রামীনফোন ভিসা সিগনেচার কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড

এমটিবি গ্রামীনফোন ভিসা সিগনেচার কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়ে এলো গ্রামীণফোনের সম্মানীত স্টার গ্রাহকদের জন্য অসাধারণ সুযোগ-সুবিধা সমৃদ্ধ ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড। এমটিবি ও জিপির এই কো-ব্রান্ডেড কার্ড দিয়ে পান শপিং, ডাইনিং কিংবা ট্রাভেলে দারুন সব সুবিধা।  

এমটিবি জিপি কো-ব্রান্ডেড ভিসা সিগনেচার কার্ডের সুবিধাসমূহঃ

·        প্রথম বছরের বাৎসরিক চার্জ ১০০% ছাড়!

·        কো-ব্র্যান্ডেড: কার্ডটি একটি কো-ব্র্যান্ডেড কার্ড হবে, যেখানে MTB এবং গ্রামীণফোনের লোগোর ছাপ থাকবে

·        জিরো রিনিউয়াল ফি: একজন কার্ডহোল্ডার পরবর্তী কার্ড অ্যানিভার্সারি তারিখের আগে কমপক্ষে ১৫টি লেনদেন করলে পরবর্তী বছরের অ্যানুয়েল ফি মওকুফ করা হবে সংশ্লিষ্ট সময়ের মধ্যে কোনো লেট পেমেন্ট এবং ওভার লিমিট চার্জের ক্ষেত্রে এই ওয়েভার প্রযোজ্য হবে না( যেকোনো পরিমাণ, যে কোন ধরনের লেনদেন)

·        এয়ারপোর্টে পিক এন্ড ড্রপ সার্ভিসঃ  এমটিবির সম্মানিত গ্রাহকগণ ঢাকার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া-আসার সুবিধার জন্য কমপ্লিমেন্টারি পিক এন্ড ড্রপ সেবা উপভোগ করতে পারবেন আপনার ভ্রমণকে আরও স্বাচ্ছ্যন্দময় করার লক্ষ্যে বাংলাদেশে এই প্রথম ক্রেডিট কার্ডের গ্রাহকদেরকে সেবাটি দিতে পেরে এমটিবি গর্বিত এই সেবাটি শুধুমাত্র আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রযোজ্য এই সার্ভিসটি পেতে অনুগ্রহপূর্বক আপনার ভ্রমণের ৪৮ ঘন্টা পুর্বে কন্টাক্ট সেন্টারে  জানাবেন

·        ফ্রি গ্লোবাল লাউঞ্জে ব্যবহার সুবিধা :  আগে এই সুবিধা উপভোগ করার জন্য পাইরোটি পাস হিসাবে একটি কার্ড দেওয়া হতো এখন থেকে এই বাড়তি কার্ডের ঝামেলা পোহাতে হবে না এখন  #LoungeKey মাধ্যমে  দেশের বাহিরের বিশ্বের ১১০০+ এয়ারপোর্টে বছরে ১০ বার ফ্রিতে ব্যবহারের সুবিধা

·        আপনার ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে এমটিবি কার্ড দিচ্ছে পৃথিবীব্যাপী ১১০০+ এরও বেশি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কমপ্লিমেন্টারি প্রবেশ সুবিধা আপনি যে এয়ারলাইন্স কিংবা যে ক্লাসেই ভ্রমণ করুন না কেন 'Lounge key'  মাধ্যমে আপনি এর পার্টনার লাউঞ্জসমূহে প্রবেশের সুবিধা উপভোগ করতে পারবেন অনুগ্রহ করে মনে রাখবেন, সঙ্গে কোন অতিথি থাকলে সেটিও এই ১০টি ফ্রি প্রবেশ সুবিধার সাথে গণনা করা হবে

·        Unlimited MTB Air lounge:  দেশের সবচেয়ে বড় এয়ার লাউঞ্জ নেটওয়ার্ক এখন এমটিবির ঢাকা, চিটাগং,  সিলেট কক্সবাজার সহ মোট টি বিমানবন্দরে ফ্রি এয়ার লাউঞ্জের সেবা বিদ্যমান এবং খুব শীগ্রই সৈয়দপুর বিমানবন্দরে লাউঞ্জ উদ্বোধন হচ্ছে  এমটিবির সিগনেচার কার্ড হোল্ডার হিসেবে প্রাইমারি কার্ড হোল্ডার সাথে একজন প্রাপ্ত বয়স্ক ১২ বছরের নিচে জন বাচ্চা এই সুবিধা পাবেন

·        MTB ফ্রি এয়ারলাউঞ্জ সুবিধা সাপ্লিমেন্টারী কার্ডের জন্যঃ সিগনেচার কার্ড এর  সাপ্লিমেন্টারী কার্ড হোল্ডার এর সাথে একজন গেস্ট  ফ্রি Access পাবে,  এমটিবি এয়ার লাউঞ্জে সাপ্লিমেন্টারী কার্ড হোল্ডার

·        মিট অ্যান্ড গ্রিট সার্ভিস: কার্ডহোল্ডারগণ সর্বোচ্চ তিনজন সঙ্গীসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস পাবেন

·        এমরিওয়ার্ডসঃ  ভিসা সিগনেচার কার্ডের প্রতি ৫০ টাকা বা এক ডলারের জন্য  রিওয়ার্ড পয়েন্টস পাবে পয়েন্ট! ১০০টাকা/ ডলারের  জন্য পয়েন্ট  গিফট ভাউচার নিলে প্রতি রিওয়ার্ড পয়েন্টের  মূল্য ৫০ পয়সা বাৎসরিক চার্জ পয়েন্ট = টাকা,  গিফট কার্ডের ক্ষেত্রে পয়েন্ট ৪০ পয়সা মূল্য যা  বাংলাদেশে যে কোন ব্যাংক থেকে সবচেয়ে বেশি মূল্য রিওয়ার্ড পয়েন্ট

·        ফ্রি এড মানিঃ বিকাশ /নগদ /ওকে / উপায় সহ মোবাইল ব্যাংকিং - ফ্রি এড মানি করার সুবিধা

·        BOGO offer: দেশের নামি-দামি হোটেল রেস্টুরেন্টে BOGO offer. সিগনেচার  কার্ডে এই সুবিধা সবচেয়ে বেশি

·        ২টি ফ্রি সাপ্লমেন্টারী কার্ডঃ ভিসা সিগনেচার কার্ডের সাথে টি সাপ্লিমেন্টারী কার্ড ফ্রি! কোন SMS চার্জও নেই!

·        সর্বোচ্চ ৫০দিন পর্যন্ত ইন্টারেস্ট  Free Period, তার মানে কেনাকাটা বা খরচের পরে সর্বোচ্চ ৫০ দিন পর্যন্ত সময় পাবেন ইন্টারেস্ট ছাড়া পরিশোধ করতে, সর্বনিম্ন ২০ দিন!

·        ফ্লেক্সি পেঃ  0 % ইন্টারেস্ট নামি-দামি কোম্পানির ইলেকট্রনিকস, ফার্নিচার,  জুয়েলারি,  -কমার্স,  হোটেল এন্ড রিসোর্ট,  লাইফ স্টাইল, হেলথ কেয়ার সহ বিভিন্ন কেনাকাটায় সহজেই 0% EMI করার সুবিধা

·        ডুয়েল কারেন্সি ডায়নামিক কার্ড, একই কার্ডে দেশ-বিদেশে সর্বত্র  ব্যবহার করার সুবিধা অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের ন্যায় আলাদা ভাবে লিমিট ডলার পার্ট হোল্ড রাখা হয় না, ফলে আপনার কার্ড লিমিট বিডিটি বা ইউএসডি ফুল খরচ করতে পারবেন

·        এমটিবি ডিলাইটঃ এটি এমন একটি প্লাটফর্ম, যা আপনাকে অর্থ সঞ্চয়ের পাশাপাশি আরও বেশি কেনাকাটার সুযোগও করে দেয় কার্ড ব্যবহারের সময় গ্রাহক যেন সেরা অভিজ্ঞতা লাভ করেন, আমরা সবসময় তা নিশ্চিত করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায়, এমটিবির গ্রাহকদের  খুশিকে আরও দ্বিগুণ করতে এমটিবি  লাইফস্টাইল, হোটেল, রেস্টুরেন্টস, এয়ারলাইনসসহ আরও নানান বিভাগে শতশত মার্চেন্টদের সাথে অংশীদারিত্বে গিয়েছি; যেখানে এমটিবি কার্ড ব্যবহারের মাধ্যমে  আকর্ষণীয় সব ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন তাই আপনার এমটিবি কার্ডটি আপনাকে এনে দেবে জীবনে দারুণ সব অভিজ্ঞতা

·        এমটিবি প্রোটেকশন প্ল্যান এমপিপিঃ  ফ্রি ইন্সুরেন্স কভারেজ!!!  ইন্সুরেন্স কভারেজ পাবেন কিন্তু কোন চার্জ কাটবে না মাসে মাসেএমটিবি প্রোটেকশন প্ল্যান (এমপিপি), বাংলাদেশের প্রসিদ্ধ বীমা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গার্ডিয়ান ইনস্যুরেন্স লিমিটেডের অধীনে কার্ড গ্রাহকদের জন্যে একটি বীমা সুবিধা এই সুবিধার অধীনে একজন ক্রেডিট কার্ড গ্রাহক যদি মৃত্যুবরণ করেন বা স্থায়ীভাবে সম্পূর্ণ শারীরিক সক্ষমতা হারান, তবে তার বকেয়ার (সর্বোচ্চ ৪০ লাখ/ মিলিয়ন টাকা) চারগুণ পর্যন্ত বীমা কভারেজ পেতে পারবেন সেক্ষেত্রে, কার্ডের গ্রাহকের বকেয়াগুলো নিস্পত্তি হবে এবং তার মনোনীত সুবিধাভোগীরা (এক বা অধিক) বাকি অর্থ পাবেন

·        বিভিন্ন ফাইভ স্টার  হোটেল রেস্টুরেন্টগুলোতে আছে আকর্ষণীয়  ডিস্কাউন্ট অফার

·        ফ্রি চেকবই ইন্টারনেট ব্যাংকিং

·        ফ্রি এস.এম.এস এলার্ট সব কার্ডে এস.এম.এস এলার্ট এর জন্য চার্জ কাটলেও সিগনেচার কার্ডের জন্য কোন চার্জ কাটা হবে না

প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

·        ন্যাশনাল আইডি কার্ড কপি

·        -টিন কপি

·        ফটো কপি

·        অফিস আইডি কার্ড / ভিজিটিং কার্ড

·        কো-ব্র্যান্ডেড ভিসা সিগনেচার পেতে যে যোগ্যতা প্রয়োজন (অবশ্যই GP star গ্রাহক হতে হবে)

·        সরকারী কর্মকর্তা (৯ম -১ম গ্রেডের) 

·        আপডেট পে-স্লিপের কপি/সেলারী সার্টিফিকেট

·        বেসরকারি চাকুরিজীবী (যাদের নূন্যতম মাসিক বেতন লাখ বা তার বেশি)

·         আপডেট সেলারী সার্টিফিকেট

·        ব্যাংক স্টেটমেন্ট শেষ মাসের

·        সরকারি বা বেসরকারি চাকুরিজীবী  ডাক্তারদের বিএমডিসির রেজিষ্ট্রেশন বয়স বছর বা তার অধিক

·        বিএমডিসি কপি

·        সেলারী সার্টিফিকেট /পে স্লিপ/ সেলফ ডিক্লেয়ারেশন

·        উপরের উল্লেখ্য যোগ্যতা ছাড়াও  যে কেউ .৩৫ লাখ টাকা নূন্যতম এফডিআর করেও নিতে পারেন কো-ব্রান্ডেড ভিসা সিগনেচার

 

কার্ড -সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে কার্ডের জন্য আবেদন এবং পূর্ণাঙ্গ সহায়তা পেতে যোগাযোগ করুন:

ফেরদৌস

কার্ড ডিভিশন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড

মোবাইলঃ 01672037113


 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......