বিকাশ রিওয়ার্ডস
বিকাশ প্রতিনিয়ত তার গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বিকাশ নিয়ে এসেছে বিকাশ রিওয়ার্ডস। এই সুবিধার অধীনে বিকাশ গ্রাহকগণ পাচ্ছেন বিকাশ সার্ভিসগুলো নিয়মিত ব্যবহার করে বিকাশ পয়েন্ট অর্জন করার সুবিধা। এক কথায় বলতে গেলে বিকাশ রিওয়ার্ড বিকাশ দ্বারা পরিচালিত বিকাশের একটি নতুন ফিচার যার সাহায্যে আপনি ক্যাশব্যাকের মতো দুর্দান্ত অফার পেতে পারেন। আপনি নিয়মিত বিকাশ অ্যাপের ব্যবহার করলে আপনি কিছু পয়েন্ট পাবেন যার বিনিময়ে বিকাশ আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা ক্যাশব্যাক করবে। বিকাশ রিওয়ার্ড প্রগ্রামে পয়েন্ট অর্জনের মাধ্যমে একজন গ্রাহক একটি নির্দিষ্ট রিওয়ার্ড লেভেলে অবস্থান করবেন। গ্রাহক যত বেশি পয়েন্ট অর্জন করবেন তত উচ্চ লেভেলে পৌঁছে যাবেন এবং উপভোগ করতে পারবেন দারুণ সব রিওয়ার্ড।

বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট অর্জন করার উপায়:

বিকাশ গ্রাহকগন বিভিন্ন বিকাশ সার্ভিস যেমন ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পে বিল, পেমেন্ট, ট্রান্সফার মানি, মোবাইল রিচার্জ ইত্যাদি নিয়মিত ব্যবহার  করে "বিকাশ পয়েন্ট" অর্জন করতে পারবেন। এখন পর্যন্ত পয়েন্ট অর্জনের পরিমান বিকাশ হতে জানা যায়নি তবে, গ্রাহকের প্রতিটি লেনদেনের বিপরীতে রিওয়ার্ড পয়েন্ট নির্ধারণের অধিকার বিকাশ সংরক্ষণ করে। পাশাপাশী রিওয়ার্ড পয়েন্ট ন্যূনতম অথবা সর্বাধিক লেনদেনের পরিমাণ নির্ধারণ করার অধিকার বিকাশ সংরক্ষণ করে। তবে তা বিকাশ গ্রাহকের বিদ্যমান লেনদেনের লিমিটে প্রভাব ফেলবে না। নিয়মিত বিকাশ সার্ভিস ব্যবহার করে আপনি বেশি বেশি পয়েন্ট অর্জন করে পরবর্তী লেভেল যেতে পারেন। উচ্চতর লেভেলে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পয়েন্ট অর্জন হলেই স্বয়ংক্রিয় ভাবে আপনি সেই লেভেলে পৌঁছে যাবেন। আপনি বিকাশ অ্যাপের "বিকাশ রিওয়ার্ডস" সেকশনে লেভেল অগ্রগতি বারে আপনার পয়েন্ট অর্জনের অগ্রগতি দেখতে পাবেন। তবে এখন পর্যন্ত ইউএসএসডি মেনু ব্যবহার করে পয়েন্ট চেক করার কোনো সুবিধা বিকাশ চালু করেনি।

লেভেল আপগ্রেশন:

বিকাশ গ্রাহকগন নিয়মিত বিকাশ সার্ভিস ব্যবহার করে পয়েন্ট অর্জন করার মাধ্যমে পরবর্তী লেভেলে যেতে পারবেন। উচ্চতর লেভেলে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পয়েন্ট অর্জন হলেই স্বয়ংক্রিয় ভাবে সেই আপগ্রেশন হয়ে যাবে।বিকাশ বর্তমানে নির্দিষ্ট পয়েন্টের ভিত্তিতে গ্রাহকদেরকে ৬ টি ভিন্ন ভিন্ন লেভেলে আপগ্রেড হওয়ার সুযোগ প্রদান করছে। লেভেলগুলি হচ্ছে, ব্রোঞ্জ, সিলভার, টাইটেনিয়াম, গোল্ড, প্লাটিনাম ও ডায়মন্ড। প্রতিটি লেভেলের জন্য রয়েছে কিছু ভিন্ন ভিন্ন সুবিধা সম্বলিত অফার। বিকাশ গ্রাহকগণ বর্তমানে স্বয়ংক্রিয়ভাবে এই প্রোগ্রামের অন্তর্ভুক্ত হবে এর জন্য কোন প্রকার সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই।

বিস্তারিত তথ্য ও পরামর্শ জন্য কল করুন বিকাশ হেল্পলাইলে। বিকাশ হেল্পলাইন এর কন্টাক্ট ইনফর্মেশন পেতে এখানেক্লিক করুন.........

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


তথ্য ও আলোকচিত্ত্র: বিকাশ ওয়েবসাইট