ওয়েবসাইটে ক্রেডিট/ডেবিট কার্ড সংরক্ষণ করা কি নিরাপদ?

ওয়েবসাইটে ক্রেডিট/ডেবিট কার্ড সংরক্ষণ করা কি নিরাপদ?

 

সময়ের সাথে ই-কমার্স লেনদেনের পরিমাণ আমাদের দেশে দিন দিন বাড়ছে। গ্রোসারি কেনাকাটা থেকে বিদ্যুৎ বিল পেমেন্ট পর্যন্ত সবকিছু এখন অনলাইনে। অনলাইনে কেনাকাটা ই-পেমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। ই-কমার্স পেমেন্টে আমরা যে সকল পদ্ধতি ব্যবহার করে তার মধ্যে কার্ড অন্যতম। যেহেতু কার্ডগুলো আমাদের ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এবং ব্যাংকে আমাদের মূল্যবান অর্থ গুচ্ছিত থাকে তাই কার্ডের নিরাপত্তা বলতে আমাদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তাকেই বুঝায়। ইন্টারনেটের মাধ্যমে কোন ওয়েবসাইট থেকে যখন আমাদের ক্রেডিট/ডেবিট কার্ড দিয়ে কোন কেনাকাটা করতে চাই তখন বারবার কার্ডের তথ্য দেওয়ার ঝামেলা এড়ানোর জন্য আমরা সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে আমাদের কার্ডের তথ্য সংরক্ষন করার একটি অপশন লক্ষ্য করে থাকি। যেহেতু কার্ডের তথ্য গোপনীয়,  তাই এটি সংরক্ষণ করা নিরাপদ হবে কিনা এ বিষয়ে অনেকেই বিভ্রান্তিতে রয়েছেন। আমরা আজ বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব।

আমরা আজ একটি প্ল্যাটফরম নিয়ে আলোচনা করব পরবর্তীতে ধারাবাহিকভাবে বাকি গুলো নিয়ে আলোচনা করব । বাংলাদেশে আমরা যেসমস্ত ওয়েবসাইটগুলো থেকে কেনাকাটা করি অধিকাংশ ওয়েবসাইট পেমেন্টর তথ্য তারা নিজেরা সংগ্রহ করে না। এটি সংগ্রহীত হয় তাদের পেমেন্ট গেটওয় কর্তৃক। দেশের বেশির ভাগ ই কমার্স ব্যবসায়ীরা তাদের ওয়েবসাইটগুলোতে যে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে থাকেন সেটি হচ্ছে এসএসএল ওয়ারলেসের অনলাইন পেমেন্ট গেটওয় এসএসএল কমার্জ (SSLCOMMERZ)। এসএসএল কমার্জ (SSLCOMMERZ) কাস্টমারদের কার্ডের তথ্য সংরক্ষণ করার সুবিধা প্রদান করে। আমরা এই পদ্ধতি নিরাপত্তা নিয়ে আলোচনা করব।   

এসএসএল কমার্জ (SSLCOMMERZ) বাংলাদেশ ব্যাংক কর্তৃক পেমেন্ট সিস্টেম অপারেটর (পি.এস.ও.) হিসাবে লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পিসিআই ডিএসএস (PCI DSS) লেভেল-১ দ্বারা সার্টিফাইড একটি প্রতিষ্ঠান। পিসিআই ডিএসএস (PCI DSS) হল একটি কমপ্লায়েন্স স্কিম। এর লক্ষ্য হল ডেটা চুরি এবং জালিয়াতির বিরুদ্ধে ক্রেডিট এবং ডেবিট কার্ড লেনদেন সূমহকে সুরক্ষিত করা। এটি পেমেন্ট কার্ড শিল্পের সবচেয়ে কঠিন ডেটা নিরাপত্তা স্ট্যান্ডার্ড। এই প্রত্যয়ন অর্জন করার জন্য, একটি কোয়ালিফাইড সিক্যুরিটি এসেসর (কিউ.এস.এ.) -এর মাধ্যমে ত্রৈমাসিক পরীক্ষা এবং কঠিন নিরীক্ষার মুখোমুখি হতে হয়। (পিসিআই ডিএসএস (PCI DSS) সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...)

আপনি কেবল  এসএসএল কমার্জ (SSLCOMMERZ) এর মার্চেণ্টদের একজনের জন্য আপনার কার্ড সংরক্ষণ করবেন, পরবর্র্তীতে প্রতিবার ওই মার্চেন্ট থেকে আপনি SSLCOMMERZ এর গেটওয়ে তে আসলে, সেখানে আপনার সংরক্ষণ করা কার্ডগুলো দেখাবে ও আপনাকে লেনদেনের জন্য নতুন করে কার্ডের তথ্য প্রদান করার প্রয়োজন হবে না। তবে অধিকতর নিরাপত্তা যাচাইয়ের জন্য সিভিভি কোডটি প্রদান করতে হতে পারে ।

আপনার কার্ডের তথ্য সংরক্ষণ করার আগে আপনার কার্ডটির মালিকানা নিশ্চিত করতে টু ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) এর মাধ্যমে আপনাকে যাচাই করা হবে। তারপরে আপনার প্রবেশ করানো মোবাইল ফোন নম্বরটি দিয়ে এটি যুক্ত করা হবে। পরবর্তিতে যখনই আপনার মোবাইল ফোন নম্বরটি ব্যবহার করে পেমেন্ট করার চেষ্টা করা হলে SSLCOMMERZ আপনার মোবাইল ফোন নম্বরটি কনফার্মেশন করেই আপনাকে পেমেন্ট করতে হবে। SSLCOMMERZ আপনার লেনদেনের ট্র্যাক রাখব এবং যদি কোন সন্দেহজনক কার্যকলাপ যদি সনাক্ত হয়, তখন আপনাকে সতর্ক করব।

উপরোক্ত বর্ণিত স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি যে ওয়েবসাইট থেকে কেনাকাটা করছেন সেই ওয়েবসাইটটি যদি এসএসএল কমার্জ (SSLCOMMERZ) এর মার্চেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কার্ডের তথ্য SSLCOMMERZ এর গেটওয়েতে সংরক্ষণ করা সম্পূর্ণ নিরাপদ। তবুও আমাদের এখানে সতর্ক থাকার কোনো বিকল্প নেই। কার্ড সংরক্ষণের ক্ষেত্ত্রে অবশ্যই আপনারা আপনাদের বৈধ মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন, যেটি সেটি সবসময় আপনি নিজেই ব্যবহার করেন। উক্ত মোবাইল নাম্বারটি অন্যের নিকট হস্তান্তর করবেন না। কারণ পরবর্তীতে উক্ত মোবাইল নাম্বারটি ওটিপি ভেরিফিকেশনের এর মাধ্যমেই আপনার সংরক্ষিত কার্ড থেকে সরাসরি লেনদেন করতে পারবেন। কার্ড সংরক্ষণের পূর্বে নিশ্চিত হয়ে নিন যে, আপনার কার্ডটি টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) দ্বারা সুরক্ষিত কিনা। যদি না হয়ে থাকে তাহলে কার্ডটি সংরক্ষণ করা থেকে বিরত থাকুন এবং আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করে ফিচারটি চালু করে  পরবর্তীতে সংরক্ষণ করার চেষ্টা করুন। অন্যথায় ঝুকির সম্ভাবনা আছে ।

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন...... 

টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......