গুগলের কাছে পাসওয়ার্ড সংরক্ষণ কি নিরাপদ?

গুগলের কাছে পাসওয়ার্ড সংরক্ষণ কি নিরাপদ?

গুগলের কাছে পাসওয়ার্ড সংরক্ষণ কি নিরাপদ?
 
ইন্টারনেট জগতে কোন অনলাইন অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য পাসওয়ার্ড বা পিন হচ্ছে প্রাথমিক ঘরের চাবি। আমাদের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখন ভার্চুয়ালি সংরক্ষিত হয়ে থাকে। এখন আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যম, স্কুল,কলেজ ও ইউনিভার্সিটি ভর্তি ও অনলাইন ক্লাস, চাকুরী, স্বাস্থ্য সেবা, ব্যবসা-বাণিজ্য এমনকি ফিনান্সিয়াল সেবা সহ প্রায় সকল সেবা অনলাইন নির্ভর।

অনলাইন একাউন্ট গুলোতে প্রবেশের জন্য প্রয়োজন হয় একটি পাসওয়ার্ড। ফিজিক্যালি আমরা যেমন আমাদের মূল্যবান সম্পদ সংরক্ষণের জন্য নিরাপত্তা কর্মী নিয়োগ করি, ঠিক তেমনি ভার্চুয়াল জগতে পাসওয়ার্ডকে আমাদের উক্ত অনলাইন একাউন্টের সিকিউরিটি গার্ড বলতে পারি। এই সিকিউরিটি গার্ড যদি দুর্বল হয় তাহলে যেকেউ এখানে প্রবেশ করে মূল্যবান সম্পদ গুলো ছিনিয়ে নিতে পারে। যার কারণে আমাদের পাসওয়ার্ডগুলোর গোপনীয়তা রক্ষা করার কোনো বিকল্প নেই ।

এখন আমরা জানার চেষ্টা করবো আমাদের এই মূল্যবান পাসওয়ার্ড আমরা কি আমাদের গুগল একাউন্টে সংরক্ষণ করে রাখতে পারব কিনা? এখানে আমাদের নিরাপত্তা ঝুঁকি কতটুকু?

আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আপনি যে গুগল একাউন্ট বা গুগল ক্রমে পাসওয়ার্ডগুলি সংরক্ষণ করবেন সেই ডিভাইস সুরক্ষিত আছে কিনা৷ স্বাভাবিকভাবে আপনি যদি আপনার ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন তাহলে গুগল একাউন্ট বা গুগল ক্রমে পাসওয়ার্ডগুলি নিরাপদ থাকবে। তবে কখনই পাবলিক কম্পিউটার ব্যবহার করে গুগল একাউন্ট বা গুগল ক্রমে কোনো পাসওয়ার্ড সংরক্ষণ করা উচিৎ নয়। কারন এত আপনার তথ্যের অ্যাকসেস অন্য কারো কাছে থেকে যেতে পারে।

ডিজিটাল ডিভাইস সুরক্ষা নীতি নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.....

গুগল আমাদের পাসওয়ার্ড জানলে তাতে কি কোন ক্ষতির সম্ভাবনা আছে?

আমি বা আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আপনাকে এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারব না যে, আপনি আসলেও গুগলে পাসওয়ার্ড সংরক্ষণ করলে গুগল দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন কিনা? প্রশ্নটি অনেক সময় এমন হয় যে, গুগল তো আমাদের বিভিন্ন অনলাইন একাউন্টের আইডি ও পাসওয়ার্ড জেনেই যাচ্ছে, তাহলে সে কি আমাদের কোনো অনলাইন অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে আমাদের কি কোন ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে? এই প্রশ্নটির উত্তর হ্যাঁ কিংবা না কোনোটাই দেওয়া না গেলেও এখানে চমৎকার একটা বিশ্লেষণ রয়েছে।

আমাদের প্রায় অনলাইন একাউন্টের এক্টিভিটিস এর তথ্য গুগলের কাছে রয়েছে।ধরুন আপনি একটি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড রিসেট করতে চাচ্ছেন। সেখানে আপনার একাউন্ট সংক্রান্ত কিছু তথ্য দেওয়ার পর আপনার পাসওয়ার্ড পরিবর্তন এর লিংক অথবা ওটিপি কিন্তু আপনার এই গুগলের এই কোন জিমেইল একাউন্টে হয়তো আসবে যদি আপনি ইমেইল হিসেবে জিমেইল ব্যবহার করে থাকেন। এখন আপনি চিন্তা করে দেখুন, হয়তবা আপনি গুগল বা গুগল ক্রোমের কাছে আপনার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড সংরক্ষণ করেননি, কিন্তু গুগল এরপরেও রিসেট করে নেওয়ার সুযোগ্ কিন্তু তার রয়েছে। এক কথায় আমরা গুগলের একটি ইকোসিস্টেমের মধ্যে বসবাস করছি। আমার সম্পর্কে আপনার সম্পর্কে অনেক তথ্যই গুগলের কাছে সংরক্ষিত রয়ে গিয়েছে।

ইন্টারনেটে পাসওয়ার্ড সংরক্ষণে কিছু ঝুকি রয়েছে সেগুলো নিয়ে নিচে সংক্ষেপে আলোচনা করা হলো:

একজন ব্যাক্তি চাইলে একটি গুগল একাউন্টে হাজার হাজার অনলাইন একাউন্ট এর পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে পারে। দেখা যাচ্ছে গুগল একাউন্টে পাসওয়ার্ড গুলো সংরক্ষন করার ফলে আমরা সেগুলো আর ফিজিক্যালি কোথাও স্টোর করে রাখার প্রয়োজন মনে করছি না। এমতবস্থায় যদি আপনার গুগল একাউন্টের অ্যাক্সেস হারিয়ে ফেলেন বা হ্যাকিংয়ের কবলে পরেন তাহলে কিন্তু হ্যাকার বা প্রতারক চক্র সেখানে সংরক্ষিত আপনার যাবতীয় অনলাইন একাউন্ট সূমহের পাসওয়ার্ড লুফে নিতে পারবে। এর ফলে এমনও হতে পারে আপনি সবকিছু হারিয়ে ফেলতে পারেন।

আপনার ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনার ডিভাইসের কোন ত্রুটি লক্ষ্য করে যেন কেউ আপনার কোন তথ্যের অ্যাক্সেস নিতে না পারে সেদিকে নজর রাখতে হবে।

ডিভাইস হারিয়ে,চুরি বা ছিনতাই হয়ে গেলে যদি সেটি অন্য কারো নিয়ন্ত্রণে চলে যায় তাহলে আপনার বিভিন্ন অনলাইন একাউন্টে লগইন আইডি এবং পাসওয়ার্ড এর তথ্য অন্য কারও হাতে চলে যেতে পারে।

সম্মানীত সুধী, আমাদের এই আলোচনা সারমর্ম হল, গুগলের কাছে পাসওয়ার্ড সংরক্ষণ রাখা বা না রাখার মধ্যেই সকল নিরাপত্তা নির্ভর করে না। কারণ আপনার বিভিন্ন অনলাইন একাউন্টের পাসওয়ার্ড ছাড়াও আরো অনেক ক্রেডেনশিয়াল ইনফর্মেশন গুগলের কাছে রয়েছে যা দ্বারা আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অনায়েসেই নেওয়া সম্ভব। আসলে গুগল কখনো এমনটি করে না, বরং ব্যবহারকারীদের ডেটা নিরাপত্তায় গুগলের অনেক বড় বড় প্রজেক্ট রয়েছে। আমার আপনাকে গুগল একাউন্ট বা গুগল ক্রমে পাসওয়ার্ড সংরক্ষণ রাখার ব্যাপারে উৎসাহিত বা নিরুৎসাহিত করছিনা। আমরা কেবল পক্ষে-বিপক্ষে তথ্যগুলো উপস্থাপন করেছি মাত্র এখন সিদ্ধান্ত আপনার।

সবাইকে আন্তরিক ধন্যবাদ।


এস এম শামীম হাসান

জনসংযোগ কর্মকর্তা, ব্যাংকিং টাচ্

ফেসবুক: www.fb.me/shaikshamimhasan

ই-মেইল: [email protected]

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......