স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক পার্সোনাল ফাইন্যান্স

স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক পার্সোনাল ফাইন্যান্স

 

স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক পার্সোনাল ফাইন্যান্স

সাদিক মূলত বাংলাদেশের সর্ববৃহৎ ফরেন কমার্শিয়াল ব্যাংক. বহুজাতিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড এর ইসলামিক ব্যাংকিং উইন্ডো। স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক নিয়ে এলো শরিয়াভিত্তিক "সাদিক পার্সোনাল ফাইন্যান্স" এটি মুরাবাহা ভিত্তিক ফাইন্যান্স কিস্তি সুবিধা। সাদিক পার্সোনাল ফাইন্যান্স প্রোগ্রামে উপভোগ করুন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পার্সোনাল ফাইন্যান্স এবং সর্বোচ্চ বছর পর্যন্ত কিস্তি সুবিধা

সাদিক পার্সোনাল ফাইন্যান্স এর বৈশিষ্ট্য সমূহ:

শরীয়াহ সম্মত ব্যক্তিগত অর্থ

সাদিক পার্সোনাল ফাইন্যান্স "গুডস্ মুরাবাহা" এর শরীয়া কাঠামোর উপর ভিত্তি করে গ্রাহকের প্রয়োজনীয় প্রকৃত পণ্যের জন্য ব্যাংক অর্থায়ন করে প্রক্রিয়াটি ক্রয়-বিক্রয়ের ব্যবস্থার অনুরূপ যেখানে গ্রাহক সম্পদ সনাক্ত করে যা ব্যাংকের দ্বারা ব্যয় মূল্যে কেনা হয় এবং গ্রাহকের কাছে উচ্চ মূল্যে বিক্রি করা হয় এগুলি হল স্থির মূল্যের পণ্য যেগুলির পুনঃমূল্যের  কোন সুযোগ নেই।

সেরা ব্র্যান্ডের পণ্যগুলিতে পান সাদিক পার্সোনাল ফাইন্যান্স 

নিচের ব্র্যান্ডের পণ্যের জন্য সাদিক পার্সোনাল ফাইন্যান্স দেওয়া হয়:

·        ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড

·        হাতিল ফার্নিচার

·        ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড

·        গ্যাজেট এবং গিয়ার

সাদিক পার্সোনাল ফাইন্যান্সের জন্য অগ্রাধিকার, প্রিমিয়াম  ব্যাংকিং সুবিধা

ক্লায়েন্ট এর যোগ্যতার মানদণ্ড পূরণ করে অগ্রাধিকার, প্রিমিয়াম বা এমপ্লয়ী ব্যাংকিং সুবিধা পেতে পারেন উদাহরণস্বরূপ, বিভিন্ন এমপ্লয়ী ব্যাংক গ্রাহকদের জন্য তাদের বিভাগের উপর ভিত্তি করে বিশেষ ছাড়

এমপ্লয়ী ব্যাংকিং বিশেষাধিকার

কোন ব্যক্তির যদি স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাথে সেলারি একাউন্ট থেকে থাকে তাহলে আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাদিক পার্সোনাল ফাইন্যান্সে অগ্রাধিকারমূলক চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন আমরা এখানে বাজারে দ্রুততম প্রক্রিয়াকরণ অফার করে থাকি।

ভ্যালু প্যাক সুবিধা

সাদিক পার্সোনাল ফাইন্যান্সের জন্য আবেদন করার সময় আপনি সাদিক ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন কিন্তু একজন গ্রাহক সাদিক ভ্যালু প্যাকে প্রচলিত পণ্য নিতে পারবেন না

আবেদনের যোগ্যতা:

·        আবেদনের জন্য নূন্যতম বয়স হতে হবে কর্মজীবীদের  ২১ বছর ব্যবসায়ীদের জন্য ২৫ বছর।

·        ন্যূনতম মাসিক ইনকাম হতে হবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ইবি গ্রাহকদের জন্য মাসিক ১৮,০০০/=, অন্য কোন ব্যাংকের মাধ্যমে বেতন হয় সেক্ষেত্রে ৩৫,০০০ ও ব্যবসায়ী এবং স্বনির্ভর পেশাজীবীদের জন্য মাসিক সর্বনিম্ন আয় হতে হবে ৫৫,০০০/= টাকা।

·        আবেদনকারীদের অবশ্যই চাকরি/ব্যবসা/স্ব-কর্মসংস্থান কার্যকলাপ থেকে আয়ের একটি স্থির উৎস থাকতে হবে

·        ক্লায়েন্টকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে, বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন

·        গ্রাহকের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে

·        কাস্টমার লোকেশন অবশ্যই ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মধ্যে হতে হবে।

·        অন্যান্য এলাকার ক্ষেত্রে যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শাখার নিয়ন্ত্রণাধীন হয় তাহলে সেটি  বিবেচনা করা হতে পারে।

যে সমস্ত ক্লায়েন্টের যোগ্য বলে বিবেচিত হবেন:

·        বেতনভোগী কর্মকর্তারা

·        ব্যবসায়ী ব্যক্তিবর্গ

·        স্বনির্ভর পেশাদার

·        ডাক্তারগন

প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ সকলের জন্য বাধ্যতামূলক:

·        জাতীয় পরিচয় পত্র

·        টিন সার্টিফিকেট

·        পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ

·        ৫ লক্ষ্ টাকা বা তদূর্ধ্ব ফাইন্যান্স গ্রহণের জন্য ব্যক্তিগত গ্যারান্টি প্রয়োজন হবে

·        সেলারি সার্টিফিকেট, পে স্লিপ, জব আইডি (চাকরিজীবীদের জন্য)

·        গত ছয় মাসের ব্যাংক হিসাব বিবরণী (চাকরিজীবীদের জন্য)

·        গত বছরের ব্যবসায়িক অভিজ্ঞতার প্রমাণ সহ আপডেট করা ট্রেড লাইসেন্স (ব্যবসায়ী ও স্বনির্ভরদের জন্য)

·        পার্টনারশিপ ডিড, ফর্ম ১ সহ আরজেএফ সার্টিফাইড (ব্যবসায়ী ও স্বনির্ভরদের জন্য)

·        আরজেএসসি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন  MOA / AOA, form X / XII / 117 (প্রযোজ্য হিসাবে)(ব্যবসায়ী ও স্বনির্ভরদের জন্য)

·        অন্যান্য ব্যবসায়িক সহায়ক নথি (ব্যবসায়ী ও স্বনির্ভরদের জন্য)

প্রয়োজনে ব্যাংক অতিরিক্ত সহায়ক নথি চাইতে পারে

স্ট্যান্ডার্ড চাটার্ড ইসলামিক ফাইন্যান্স সম্পর্কিত আপনার অন্যান্য যাবতীয় জিজ্ঞাসা ও কোয়ারীর জন্য কল করুন স্ট্যান্ডার্ড চার্টার্ডের সার্বক্ষণিক কল সেন্টারে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের কল সেন্টারের তথ্য পেতে এখানে ক্লিক করুন..........

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


তথ্যসূত্র: স্ট্যান্ডার্ড চাটার্ড বাংলাদেশ অফিশিয়াল ওয়েবসাইট