অফলাইন ও অনলাইন ডেটা ব্যাকআপ-এর মধ্যে পার্থক্য

অফলাইন ও অনলাইন ডেটা ব্যাকআপ-এর মধ্যে পার্থক্য

 

অফলাইন ও অনলাইন ডেটা ব্যাকআপ-এর মধ্যে পার্থক্য

অল্প কিছুদিন আগেও আমরা আমাদের মূল্যবান ডেটা সংরক্ষণের জন্য ডায়রী, খাতা, নোটবুক ইত্যাদি ব্যবহার করতাম। এখনো আমরা এ পদ্ধতি গুলো অনেকেই ব্যবহার করছি। তবে যুগের সাথে তাল মিলিয়ে বিশ্ব যেমন এগিয়ে চলছে ঠিক তেমনি আমাদের দৈনন্দিন জীবনেও তার একটি বিশাল প্রভাব রয়েছে। অল্প কিছুদিন আগেও আমরা আমাদের প্রয়োজনীয় কোন ফোন নাম্বার মোবাইলের ফোনবুকে অথবা সিম কার্ডে সংরক্ষণ করতাম অথচ এখন আমরা অনেকেই এখন আমাদের ফোনের ক্লাউড স্টোরে অনলাইনে সংরক্ষণ করছি। ডেটা স্টোর করার জন্য অমরা গুগোল কন্টাক্ট, আই ক্লাউড এর মতো মাধ্যমগুলো ব্যবহার করছি।

আমরা সহজে বুঝার জন্য কেবল ফোন নম্বর সংরক্ষণ করাকে উদাহরণ হিসেবে ব্যবহার করেছি। কিন্তু অনলাইনে বর্তমানে অনেকেই গুরুত্বপূর্ণ এমনকি গোপনীয় তথ্য সংরক্ষণ করে থাকে। অনলাইন ব্যাকআপ কীভাবে প্রতিষ্ঠানগুলিকে তাদের ডেটা নিরাপদ, সুরক্ষিত এবং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, সে সম্পর্কে আজকাল অনেক আলোচনা হচ্ছে আর অন্যান্য ক্ষেত্রের মতো শিক্ষাখাত,চিকিৎসা খাত সহ ক্ষুদ্র ও মাঝারি থেকে শুরু করে বৃহত্তর পর্যায়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণে এখন ক্লাউড স্টোরেজ ভূমিকা রাখছে ।

একজন উদ্যোক্তা যদি কোনো প্রতিষ্ঠানের আইটি বিভাগ পরিচালনা করে থাকেন, তাহলে এই ক্লাউড ডেটা ব্যাকআপই তার প্রতিষ্ঠানের দরকারি ডেটা হারানোর দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র সমাধানকারণ, যতক্ষণ পর্যন্ত ডেটা অফলাইনে সংরক্ষণ করা হবে, তার নষ্ট হওয়ার বা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকবে অনেক বেশি যার জন্য ক্লাউড ব্যাকআপের সবচেয়ে ভালো ব্যবহার নিশ্চিত করার জন্য সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা জরুরী । আর একজন উদ্যোক্তা তার ব্যবসা যদি অনলাইন ভিত্তিক হয় যেমন ই-কমার্স তাহলে তো অনলাইন ব্যাকআপ এর কোনো বিকল্প নেই তার জন্য। কারন তারপক্ষে সব সময় সকল ডেটা অফলাইনে সংরক্ষণ করা বেশ কষ্টসাধ্য।

অফলাইনে ডাটা ব্যাকআপ এর তুলনায় অনলাইন ডাটা ব্যাকআপে যেসব সুবিধা গুলো রয়েছে তা নিম্নরূপ:

·        ক্লাউডে সংরক্ষিত ডেটা সহজে নষ্ট হয় না

·        অফলাইনে সংরক্ষিত ডাটা নষ্ট হওয়ার ঝুঁকিতে থাকে এবং ডেটা রিকভারি করা বেশ জটিল, অথচ ক্লাউডে সংরক্ষিত ডেটা অধিক নিরাপদ এবং রিকভারি করা তুলনামূলক সহজ।

·        ক্লাউড সার্ভিস যারা দেয়, তারা ইউজারদের ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত শক্তিশালী নির্ভরযোগ্য অ্যানক্রিপশন পদ্ধতি কাজে লাগায়

·        যেখানে অফলাইনে সংরক্ষিত ডেটায় অ্যাক্সেস নেয়াটা ব্যবহারকারীর জন্যে বরাবরই ঝামেলাপূর্ণ একটি কাজ, সেখানে ক্লাউডে থাকা বা অনলাইনে থাকা ডেটার এক্সেস নেওয়া অত্যন্ত সহজ।

·        যখনই অফলাইনে থাকা ডেটায় অ্যাক্সেস নেয়ার প্রয়োজন হয়, তখন আপনাকে হয় অফিসে অথবা যে ডিভাইসে ডেটা রেখেছেন, তার সামনে থাকতে হয়, কিন্তু ক্লাউডে থাকা বা অনলাইনে থাকা ডেটার এক্সেস যেকোনো স্থান থেকে নেওয়া যায়।

·        কেবল একটি ইন্টারনেট সংযোগ বিশিষ্ট স্মার্টফোনই এক্ষেত্রে আপনার কাজ চালিয়ে নেয়ার জন্য যথেষ্ট।

·        একবার যেকোনো ক্লাউড সার্ভিসে সাবস্ক্রিপশন নিলে পরবর্তীতে যেকোনো সময় প্রতিষ্ঠানের পলিসির সাথে মিল রেখে প্রয়োজনমতো স্টোরেজ স্পেস বাড়াতে বা কমাতে পারবেন অফলাইন ডেটা ব্যাকআপের ক্ষেত্রে এতটা ফ্লেক্সিবিলিটি আপনি কখনোই পাওয়া সম্ভব নয়।

·        অনলাইন ব্যাকআপের ক্ষেত্ত্রে যে ডিভাইসে ডেটা সংরক্ষণ করা হয়েছে সেটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও সম্পূর্ণ ডেটা সংরক্ষিত থাকে যা পরবর্তীতে নতুন ডিভাইসে ব্যবহার করা যায়। অথচ অফলাইন ব্যাকআপ এর ক্ষেত্রে এটি সম্ভব নয়।

·        অনলাইনে ডাটা ব্যাকআপ রাখার ফলে তার সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়।

তবে দুঃখের বিষয় যে, বেশিরভাগ মানুষেরই এই ক্লাউড সার্ভিস ব্যবহারের খরচ সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই। ক্লাউড প্রযুক্তি সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলির মধ্যে এটি অন্যতম। তবে এটি অস্বীকার করার উপায় নেই যে, ক্লাউড সার্ভিস গ্রহণ করতে হলে ইউজারকে বেশ কিছু টাকা খরচ করতে হয় তবে এই টাকার পরিমাণ অফলাইন ডেটা স্টোরেজের খরচের চেয়ে তুলনামূলক কোনো অংশেই বেশি নয়। তবে আনন্দের বিষয় এই যে, অনেক স্বনামধন্য ক্লাউড সার্ভিস প্রোভাইডারগণ নির্দিষ্ট একটি স্পেস পর্যন্ত বিনামূল্যে নিষ্ঠার সাথে সেবা দিয়ে থাকেন। যেমন, গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপবক্স, আই ক্লাউড ইত্যাদি।

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......