পেওনিয়ার কী?
পেওনিয়ার বিশ্বব্যাপী অনলাইন সেলার ও ফ্রিল্যান্সারদের নিকট অন্যতম একটি পেমেন্ট মাধ্যম ও পরিচিত নাম। পেওনিয়ার (নাসডাক: পেও) হলো বিশ্বের সর্বত্র ডিজিটাল কমার্সের গো-টু পার্টনার। বর্ডারলেস পেমেন্ট থেকে শুরু করে অবারিত সমৃদ্ধি- নতুন বৈশ্বিক অর্থনীতিতে অংশগ্রহণ ও বিকাশ লাভের জন্য পেওনিয়ার যেকোনো ব্যবসায়, যেকোনো মার্কেটে প্রযুক্তি, সংযোগ ও আস্থার প্রতিশ্রুতি দেয়। পেওনিয়ার ২০০৫ সাল থেকে গ্লোবাল ইকোসিস্টেমের ভাবনা নিয়ে কাজ করছে যাতে পুরো বিশ্ব তার সম্ভাবনাকে উপলব্ধি করতে পারে। বিকাশমান বাজারের উদ্যমী উদ্যোক্তা থেকে শুরু করে এয়ারবিএনবি, অ্যামাজন, গুগল, আপওয়ার্ক, ওয়ালমার্ট -এর মতো বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল ব্র্যান্ডের জন্য পেওনিয়ার আরো বিকশিত হবার শক্তি জোগাচ্ছে, দিচ্ছে অবারিত সম্ভাবনার সুযোগ।

পেওনিয়ার আপনার উপার্জিত অর্থ বিভিন্ন ভাবে ব্যবহারের উপায় প্রদান করে যেমন:

·        আপনার লোকাল ব্যাংক একাউন্টে ফান্ড ট্রানস্ফার

·        আপনার একাউন্ট থেকে কন্ট্রাক্টর এবং সাপ্লায়ারের কাজের অর্থপ্রদান করার সুবিধা

·        বিনামূল্যে ভ্যাট প্রদান করার সুবিধা

·        এটিএম থেকে ক্যাশ অর্থ উত্তোলন করার সুবিধা

·        শপিং, ডাইনিং,রেস্টুরেন্ট, ইউটিলিটি বিল পেমেন্ট অনলাইন পেমেন্ট এর জন্য ব্যবহার করার সুবিধা

পেওনিয়ার ব্যবহার করে খুব সহজেই একজন ফ্রীল্যান্সার এবং সেবা প্রদানকারী তার কাজের পেমেন্ট গ্লোবাল ক্লায়েন্ট এবং মার্কেটপ্লেস থেকে আদান প্রদান করতে পারেন বিভিন্ন ফ্রীল্যান্স মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক, ফাইভার থেকে পেমেন্ট যেমন নেয়া যাবে তেমনি সরাসরি ক্লায়েন্ট এর কাছ থেকেও পেমেন্ট গ্রহণ করতে পারবেন একজন ফ্রীল্যান্সার

অনলাইন উদ্যোক্তাদের তাদের -কমার্স ব্যবসার জন্য পেওনিয়ার সহজ পেমেন্ট সলিউশন দিয়ে থাকে গ্লোবাল মার্কেটপ্লেস এর বিক্রেতাগণ, যারা অ্যামাজন, ওয়ালমার্ট এবং উইশ এর মত মার্কেটপ্লেসে বিক্রি করছেন, পেওনিয়ার ব্যবহার করে সহজেই তারা এই মার্কেটপ্লেসগুলো থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন, অনেকটাই লোকাল পেমেন্ট গ্রহণ করার মত

বিদেশি টুরিস্টদের কাছে বাড়ি ভাড়া দিয়ে তার অর্থ গ্রহণ করা সবসময় চ্যালেঞ্জিং ছিল কিন্তু পেওনিয়ার পেমেন্ট সলিউশন পুরো ব্যাপারটিকেই সহজ করে দিয়েছে এখন সহজেই পেওনিয়ার ব্যবহার করে আপনি এয়ারবিএনবি, হোমএওয়ে প্লাটফর্ম থেকে ভাড়ার অর্থ গ্রহণ করতে পারবেন

পেওনিয়ারের বিশ্বব্যাপী রয়েছে এক শক্তিশালী নেটওয়ার্ক বর্তমানে পেওনিয়ারের কার্যক্রম চলছে বিশ্বের ২০০টি দেশে মোট ৩৫ টি বৈদেশিক মুদ্রায় পেওনিয়ারের রয়েছে (চার) মিলিয়ন ইউজারইউজারদের সুবিধার্থে রয়েছে ৩৫+ ভাষা ২৪/ কাস্টমার সাপোর্ট

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......



তথ্যসূত্রwww. payoneer.com

klkl;;l;l;l;l;l;l;l;l;lll;l