দেশেই কৃষিযন্ত্র তৈরির ফ্যাক্টরী স্থাপনের জন্য জাপানকে কৃষিমন্ত্রীর আহ্বান

দেশেই কৃষিযন্ত্র তৈরির ফ্যাক্টরী স্থাপনের জন্য জাপানকে কৃষিমন্ত্রীর আহ্বান

 

দেশেই কৃষিযন্ত্র তৈরির ফ্যাক্টরী স্থাপনের জন্য জাপানকে কৃষিমন্ত্রীর আহ্বান

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। বাংলাদেশের আবহাওয়া, মাটি, পানি, ভৌগোলিক অবস্থান সব মিলিয়ে একটি কৃষিবান্ধব দেশ। সেই পরিপ্রেক্ষিতে বলা যায় কৃষি খাতের উন্নয়ন মানেই এ দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন।

কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরিতে বাংলাদেশ অনেক পিছিয়ে। আমরা যদি লক্ষ্য করি, যেখানে আমাদের দেশের হোম অ্যাপ্লায়েন্স পণ্যের মোট চাহিদার বড় একটি অংশ আমরা নিজেরাই তৈরি করতে সক্ষম হয়েছি অথচ সেখানে কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরিতে উল্লেখযোগ্য কিছু করতে সক্ষম হতে পারিনি। কৃষি যন্ত্রপাতি নির্মাতা জাপানের প্রতিষ্ঠান ইয়ানমারকে বাংলাদেশে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র তৈরির জন্য কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কৃষিমন্ত্রী . মো: আব্দুর রাজ্জাক তিনি বলেন, বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করতে বর্তমান সরকার কৃষিযন্ত্রে ব্যাপক ভর্তুকি দিচ্ছে ফলে, কৃষিকাজে যন্ত্র ব্যবহারে কৃষকের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং কৃষিযন্ত্রের বিশাল বাজার তৈরি হয়েছে জাপানি ইয়ানমার কোম্পানির যন্ত্রেরও চাহিদা অনেক কাজেই, বাংলাদেশে স্থানীয়ভাবে ইয়ানমার কৃষিযন্ত্র তৈরি করতে পারে পরিপ্রেক্ষিতে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি জানান, বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে এদেশে কৃষিযন্ত্র তৈরিতে উদ্যোগ গ্রহণ করা হবে।

দেশে কৃষিযন্ত্র তৈরির ফ্যাক্টরী স্থাপিত হলে একদিকে যেমন কৃষি যন্ত্রপাতি উৎপাদনে বাংলাদেশ প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করার মাধ্যমে এই খাতে দক্ষ জনবল তৈরি করতে সম্ভব হবে, অপরদিকে দেশের কৃষি যন্ত্রপাতির ঘাটতি পূরণ ও সঠিক সময়ে দেশের বাজারে সহজলভ্য কৃষি যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে কৃষিখাতে ব্যাপক উন্নয়ন করতে সহায়ক ভুমিকা রাখতে পারে

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন...... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস