সেলফিন কি?

সেলফিন (Cellfine) বাংলাদেশের সর্ববৃহৎ শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এর স্মার্টফোন ভিত্তিক ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম। এক কথায় বলতে গেলে সেলফিন ইসলামী ব্যাংকের একটি ডিজিটাল ওয়ালেট ও স্মার্টফোন ব্যবহারকারীরা এই সেবার মাধ্যমে ইসলামী ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সুবিধা গ্রহণ করতে পারবেনসেলফিন ব্যবহার করার জন্য ইসলামী ব্যাংকের সাথে কোন অ্যাকাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই।  

ইসলামী ব্যাংক ডিজিটাল ওয়ালেটসেলফিন দিয়ে যে সকল সেবা উপভোগ করা যাবে তা নিম্নরুপ:

·         সেলফিন একাউন্ট খুলতে পারবেন নিজে নিজেই ও উপভোগ করতে পারবেন বিভিন্ন আকর্ষণীয় ফিচারস্

·        সেলফিন টু সেলফিন ফান্ড ট্রান্সফার এর সুবিধা।

·        জরুরী প্রয়োজনে সেলফিন থেকে সেলফিন রিকোয়েস্ট মানি করার সুযোগ রয়েছে। যার মাধ্যমে সেলফিন আছে এমন কারো কাছে ফান্ডের জন্য রিকোয়েস্ট করা যাবে।

·        যে কোন ভিসা/মাস্টার কার্ড দিয়ে সেলফিন একাউন্টে অ্যাড মানি বা ডিপোজিট করার সুযোগ রয়েছে।

·        আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কোন প্রকার চার্জ ব্যতীত সেলফিন একাউন্টে টাকা অ্যাড করা যাবে।

·        দেশব্যাপী বিস্তৃত ইসলামী ব্যাংকের সকল সিআরএম মেশিন থেকে সেলফিন একাউন্টে ক্যাশ ডিপোজিট করা যাবে।

·        সেলফিন টু এমক্যাশ/ এমক্যাশ টু সেলফিন টাকা এড এবং টাকা ট্রান্সফার সুবিধা

·        রেমিট্যান্স / স্পট ক্যাশ এর টাকা সরাসরি গ্রহণ করা যাবে

·        যে মোবাইল অপারেটরের টপ আপ সুবিধা গ্রহণ

·        -কমার্স পেমেন্ট সুবিধা (কিউ আর কোড/ অনলাইন গেটওয়ে)

·        ইন্সট্যান্ট ব্যাংক স্টেটমেন্ট ও ব্যালেন্স অনুসন্ধান এর সুবিধা ইন্টারনেট ব্যাংকিং এর মত

·        ইউটিলিটি বিল পরিশোধ করার সুবিধা

·         যে ব্যাংকের মাস্টার/ভিসা কার্ডের বিল পরিশোধ

·        স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি পরিশোধ ও যে কোন প্রতিষ্ঠানের বেতন-ভাতা প্রদান কিংবা গ্রহণ করা যাবে সহজেই

·        ভার্চুয়াল/ কার্ডবিহীন টাকা উত্তোলন করা যাবে

·        এটিএম বুথ, এজেন্ট ব্যাংকিং আউটলেট, মোবাইল ব্যাংকিং আউটলেট কিংবা যে কোন ব্রাঞ্চ অথবা সাবব্যাঞ্চ থেকে টাকা উত্তোলন সুবিধা পাওয়া যাবে

·        পার্সোনাল বিকাশ একাউন্টে মানি ট্রান্সফার সুবিধা

·        সেলফিন মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো কিংবা গ্রহণ করতে পারেন তাৎক্ষণিকভাবে

·        তালিকাভুক্ত অনলাইন শপিং কিংবা অনলাইনে কেনাকাটা করতে পারবেন

সেলফিন (Cellfine) অ্যপা ইনস্টলেশন ও ব্যবহার:

সেলফিন এপ্লিকেশন টি এন্ড্রোয়েড ব্যবহারকারীরা গুগল প্লে অ্যাপটি খুলে “Cellfin” লিখে সার্চ যথারীতি ইন্সটল করুন। আপনি যদি সেলফিনে নেয়ার রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে রেজিস্টার্ডকৃত মোবাইল নাম্বার ও ছয় ডিজিটের পিন নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাইয়ের লগইন করুন। অথবা যদি আপনি এখানে রেজিস্টার্ড না হয়ে থাকেন তাহলে আপনার জাতীয় পরিচয় পত্র (ভোটার আইডি কার্ড) ও কিছু ব্যাক্তিগত তথ্যাদি প্রদান করে মুহূর্তেই খুলে ফেলুন আপনার সেলফিন একাউন্ট।

বিস্তারিত জানতে ব্যাংকের যে কোন শাখায় কিংবা এজেন্ট ব্যাংকিং/ বুথ ব্যাংকিং যোগাযোগ করুন অথবা কাস্টমার কেয়ার ফোন করে জেনে নিতে পারেন । ইসলামী ব্যাংক কাস্টমার কেয়ারে তথ্য পেতে এখানে ক্লিক করুন......

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন...... 

টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......