
ব্যাংক থেকে কোন ডেবিট/ক্রেডিট কার্ড পরিষেবা গ্রহণ করা হলে তার জন্য ব্যাংকে বাৎসরিক/ অর্ধ-বাৎসরিক একটি ফি প্রদান করতে হয়। এই ফি মূলত কার্ড মেনটেনেন্স ফি। একাউন্ট এর বিপরীতে একটি ডেবিট কার্ডের জন্য আমরা কেন ব্যাংকে এই ফি প্রদান করি?
একাউন্টের সাথে কোন ডেবিট কার্ড ইস্যু করা হলে তার জন্য সংশ্বিলষ্ট ব্যাংক কে একটি ফি আমাদের প্রদান করতে হয়। কারণ ব্যাংক আমাদের জন্য একটি কার্ড ইস্যু করে, আমাদের এটিএম নেটওয়ার্ক প্রোভাইড করে, আমাদের আর্থিক প্রয়োজনে যেকোন সময় টাকা উত্তোলন নিশ্চত করার লক্ষ্যে এটিএম বুথগুলোতে সার্বক্ষণিক অর্থ সংরক্ষণ করে, ব্যাংকের কাছে আমাদের গচ্ছিত মূল্যবান অর্থ ও তথ্যের কঠোর নিরাপত্তা প্রদান করা সহ কেবল কার্ড ও এটিএম পরিচালনায় প্রধান ব্যাংকগুলো অনেক বড় অম্যাউন্ট খরচ করে থাকে। ফলশ্রুতিতে আমরা কার্ড ব্যবহারের জন্য ব্যাংকে একটি বাৎসরিক চার্জ প্রদান করি। এটি খুবই স্বাভাবিক।
ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড ব্যবহারকারীদের কার্ডের রিনিউয়াল ফি দুটি ধাপে আদায় করা হয়। সাধারণ সঞ্চয়ী/চলতি হিসাবের বিপরীতে ইস্যুকৃত কার্ড রিনিউয়াল ফি আদায় করা হয় ৪০০ টাকা এবং এজেন্ট ব্যাংকিং একাউন্টের ক্ষেত্ত্রে ২০০ টাকা। এই চার্জটি খুবই স্বাভাবিক একটি চার্জ, আমরা উপরে যেটি বর্ণনা করছিলাম। কিন্তু ডাচ বাংলা ব্যাংক কেবল কার্ডের বিপরীতেই আরো একটি চার্জ আদায় করে যা সচরাচর অন্য কোন ব্যাংক এখন পর্যন্ত করে না। সেই চার্জটির নাম হচ্ছে নেক্সাস এটিএম নেটওয়ার্ক ফি। আমরা আজ নেক্সাস এটিএম নেটওয়ার্ক ফি নিয়ে বিশ্লেষণ করব।
নেক্সাস এটিএম নেটওয়ার্ক ফি কি?
What is the Nexus ATM network fee?
আমাদের দেশের প্রায় সকল ব্যাংক কার্ড ইস্যু করার ক্ষেত্রে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ইউনিয়ন পে ইত্যাদি কার্ড এর নেটওয়ার্ক ব্যবহার করে ইস্যু করে থাকে। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড তারমধ্যে ব্যতিক্রম। কার্ড পরিষেবায় তারা ইন্টারন্যাশনাল ব্রান্ড ভিসা, মাস্টারকার্ডের পাশাপাশি তারা তাদের নিজস্ব কার্ড নেটওয়ার্ক বাজারে এনেছে। ডাচ বাংলা ব্যাংকের এই কার্ড নেটওয়ার্ক “নেক্সাস” নামে আত্মপ্রকাশ করেছে। দেশের মোট ডেবিট কার্ড হোল্ডারদের উল্লেখযোগ্য একটি অংশ দখল করে আছে ডাচ বাংলা ব্যাংকের ব্যাংকের এই নেক্সাস কার্ড। দেশব্যাপী ব্যাংকের ব্যাংকের বিস্তৃত এটিএম বুথ ও ফার্স্ট ট্রেকের এর কারণে কার্ডটি ইউজারদের কাছে বেশ জনপ্রিয়। নেক্সাস কার্ড ইউজারদের মধ্যে অনেকেরই ক্ষোভের বিষয় এটিএম নেটওয়ার্ক ফি নিয়ে।
যদি একেবারে সাবলীলভাবে প্রশ্ন করি ব্যাংক আমাদের কাছ থেকে কার্ডের জন্য বাৎসরিক/ অর্ধ-বাৎসরিক একটি রিনিউয়াল ফি কেন আদায় করে? সহজভাবেই এর উত্তর আসবে আমাদের এটিএম নেটওয়ার্ক প্রোভাইড করে, আমাদের আর্থিক প্রয়োজনে যেকোন সময় টাকা উত্তোলন নিশ্চত করার লক্ষ্যে এটিএম বুথগুলোতে সার্বক্ষণিক অর্থ সংরক্ষণ করে ইত্যাদি ইত্যাদি যা আমরা উপরে বর্ণনা করেছি তাই। তাহলে আলাদা করে “নেক্সাস এটিএম নেটওয়ার্ক ফি” আদায় করছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড যার পরিমান একাউন্ট/কার্ডের ধরন অনুযায়ী ১০০ থেকে ২০০ টাকা এটি কেন? অর্থাৎ ব্যাংক ডেবিট কার্ডের জন্য দুটি ধাপে সাধারণ সঞ্চয়ী/ চলতি হিসাবধারীদের জন্য মোট ৬০০ টাকা করে চার্জ করছে।
আবার প্রশ্নটি এমনও হতে পারে যেহেতু আমি একজন কার্ডহোল্ডার হিসাবে “নেক্সাস এটিএম নেটওয়ার্ক ফি” নামে একটি ফি প্রদান করছি, তাহলে কার্ডের জন্য আবার বাৎসরিক রিনিউয়াল ফি কেন প্রদান করব? কার্ড রিনিউয়াল ফি ও এটিএম নেটওয়ার্ক ফি দুটি কোন কোন কারনে আদায় হচ্ছে?
দুঃখিত, আপনাদের আশাহত করছি যে এর কোন উত্তর আমাদের কাছে নেই। কিংবা এর উত্তর দেওয়ার কর্তৃপক্ষ আমরা নই। আমরা আমাদের ক্ষুদ্র অনুসন্ধানে কার্ড রিনিউয়াল ফি এর সাথে এটিএম নেটওয়ার্ক নামে বাড়তি কোনো চার্জ করা হয় এমন কোন ব্যাংকও খুঁজে পাইনি।
এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে, যদি ডাচ বাংলা ব্যাংক সাধারণ সঞ্চয়ী/ চলতি হিসাবের জন্য “নেক্সাস এটিএম নেটওয়ার্ক ফি” নামে কোন চার্জ না করে সরাসরি ডেবিট কার্ডের রিনিউয়াল ফি ৬০০ টাকা ধার্য করত তাহলেও আমরা এটি ব্যবহার করতাম। সেক্ষেত্রে আমরা এখন যে প্রশ্নটি উত্থাপন করছি হয়তো বা সেটি করতাম না বা করার কোনো সুযোগ বা জায়গা কোনটিই থাকতনা।
ব্যাংকিং টাচের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক
ধন্যবাদ।
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |