জিপে ওয়ালেট

জিপে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীনফোনের একটি মোবাইল ওয়ালেট সার্ভিস। গ্রামীনফোনের জিপে ব্যবহার করে গ্রাহকগণ নিজের ও অন্যের গ্রামীণফোন নাম্বার রিচার্জ, পোস্টপেইড বিল পেমেন্ট সহ বিভিন্ন প্রকার ইউটিলিটি বিল সহজেই পরিশোধ করতে পারেন। এখন আর লাইনে দাঁড়িয়ে লম্বা সময় অপেক্ষা করতে হবে না। এখন যেকোনো জায়গা থেকে যেকোনো সময় আপনার ইউটিলিটি মিটার রিচার্জ করুন GPAY ব্যবহার করে। সকল গ্রামীণফোন গ্রাহক এখন স্মার্ট মিটার বা প্রিপেইড মিটারে গ্রামীণফোন বিল পরিশোধ সেবা ব্যবহার করে রিচার্জ করতে পারবেন । পাশাপাশি, মোবাইল ব্যবহার করেন না যারা তারাও তাদের বিল অনুমোদিত " GPAY " লোগো চিহ্নিত এজেন্ট পয়েন্ট থেকে পরিশোধ করতে পারবেন। তবে, এই ক্ষেত্রে, এজেন্ট গ্রাহকদের পক্ষে বিল পরিশোধ করবে। এজেন্ট এবং গ্রাহক উভয়ই এই ধরনের পেমেন্টের জন্য কনফার্মেশন এসএমএস পাবেন। গ্রাহকদের কনফার্মেশন এসএমএস দিয়ে পেমেন্ট নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

গ্রামীনফোনের গ্রাহকগন গুগল প্লে স্টোর/অ্যাপ স্টোর থেকে জিপে অ্যাপটি ইনস্টল করে সহজেই জিপে ব্যবহার করতে পারবেন। এছাড়াও *৭৭৭# ডয়াল করেও গ্রামীনফোনের গ্রাহকগন জিপে সেবা উপভোগ করতে পারবেন।

জিপে’এর সুবিধা সূমহ

·        যেকোনো জায়গা থেকে সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টা বিল পরিশোধ করুন

·        এটি গ্রামীণফোন এবং অংশীদার ইউটিলিটি সেবাদাতা কতৃক প্রদানকৃত একটি সুরক্ষিত সেবা

·        GPAY মনোনীত এজেন্ট এবং জিপি সেন্টার এই সেবা সরবরাহ করছে

·        অ্যাপে থাকছে তাৎক্ষণিক লেনদেনের নোটিফিকেশন এবং বিবৃতি ডাউনলোডের অপশন

·        ডিপিডিসি বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা। 

·        ডেসকো বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা।

·        পিডিবি (চট্টগ্রাম, সিলেট, রংপুর, দিনাজপুর) ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (WZPDCL) বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা।

·         আকাশ ডিটিএইচ এর বিল পরিশোধের সুবিধা।

·        পল্লী বিদ্যুৎ পোস্টপেইড বিল পরিশোধের সুবিধা।

·        পল্লী বিদ্যুৎ প্রিপেইড বিল পরিশোধের সুবিধা।

·        গ্রামীনফোনের রেট কাটার, মিনিট বান্ডেলও ইন্টারন্টে প্যাকেজ ক্রয়ের সুবিধা।

·        স্কিটো নম্বরে রিচার্জ করার সুবিধা।

·        বিভিন্ন অঞ্চলের গ্যাস বিল পরিশোধের সুবিধা।

·        বিভিন্ন ওয়াসার পানির বিল পরিশোধের সুবিধা।

·        ডোজ ও কিউবি ইন্টারনেট বিল পরিশোধের সুবিধা।

·        *777# ডায়াল করে গ্রাহক আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় মাধ্যমেই GPAY অ্যাপ ব্যবহার করতে পারবেন।

উল্লেখিত সুবিধার পাশাপাশী আরো বেশ কিছু বিল পরিশোধের সুযোগ রয়েছে জিপে-তে।

জিপে ওয়ালেটে ফান্ড অ্যাড করার পদ্ধতি

·        জিপে ওয়ালেটে ফান্ড অ্যাড করার জন্য নিকটস্থ্য গ্রামীনফোন সেন্টার (জিপিসি) অথবা জিপে এজেন্ট এর মাধ্যমে জিপে ওয়ালেটে ফান্ড অ্যাড করতে পারবেন।

·        রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও ফ্রিতে জিপে ওয়ালেটে ফান্ড অ্যাড করতে পারবেন।

·        ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: (আইবিবিএল) এর ইন্টারন্ট ব্যাংকিং চ্যানেল থেকেও জিপে ওয়ালেটে ফান্ড অ্যাড করতে পারবেন।

·        জিপে অ্যাপ ব্যবহার করে আপনার অ্যামেক্স,ভিসা, মস্টারকার্ড ব্যবহার করেও কোনপ্রকার চার্জ ছাড়াই জিপে ওয়ালেটে ফান্ড অ্যাড করতে পারবেন।

·        আপনার নিকটবর্তী MobiCash আউটলেটের মাধ্যমে আপনার GPAY ওয়ালেট রিফিল করুন এবং আপনার দৈনন্দিন প্রয়োজইনীয় অর্থ পরিশোধ করুন।

·        ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: (আইবিবিএল) এর মোবাইল ব্যাংকিং সেবা থেকেও জিপে ওয়ালেটে ফান্ড অ্যাড করতে পারবেন।

·        এবি ব্যাংক অ্যাকাউন্ট থেকে GPAY (নিজস্ব) ওয়ালেটে ক্যাশ ইন পারবেন।

জিপে ওয়ালেট খোলার পদ্ধতি

জিপে ওয়ালেট খোলার জন্য গ্রামীনফোনের গ্রাহকদের কোন বাড়তি ঝামেলা পোহেতে হবে না। *৭৭৭# বা জিপে অ্যাপ থেকে কয়েকটি সহজ ধাপের মধ্য দিয়ে ১ মিনিটেরও কমে সময়ের মধ্যেই জিপে ওয়ালেট খোলা সম্ভব।

GPAY সম্পর্কে বিস্তরিত জানতে আপনার গ্রামীনফোন নম্বরে থেকে কলে করুন (21200) এই নম্বরে যেকোন সময়।

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......