
ইসলামী ব্যাংক খিদমাহ্ কার্ডের চার্জ ও ফি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড’ নামে একটি নতুন আইটি ভিত্তিক শরিয়াহ সম্মত পণ্য চালু করেছে। এটি একটি ইসলামিক শরীয়া সম্মত ক্রেডিট কার্ড বা ইনভেস্টমেন্ট কার্ড। ‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড’ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন........
‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড’ এর ফি সূমহ:
·
বাৎসরিক ফি প্রাইমারি কার্ডের জন্য: সিলভার ১০০০/=,
গোল্ড ১৫০০/= ও প্লাটিনাম ২০০০/=
·
বাৎসরিক ফি প্রথম সাপ্লিমেন্টারি কার্ডের জন্য
কার্ডের জন্য: ফ্রি (যেকোন কার্ডের জন্য)
·
বাৎসরিক ফি দ্বিতীয় ও পরবর্তী প্রতিটি সাপ্লিমেন্টারি
কার্ডের জন্য কার্ডের জন্য: ৫০০ টাকা (যেকোন কার্ডের জন্য)
·
মাসিক মেইনটেন্যান্স ফি: সিলভার - ৫০০/=, গোল্ড-
১০০০/= ও প্লাটিনাম- ১৫০০/=।
·
মাসিক ওভার লিমিট চার্জ: ৫০০ টাকা (যেকোন কার্ডের
জন্য)
·
লেট পেমেন্ট চার্জ: ৫০০ টাকা (যেকোন কার্ডের জন্য)
·
কার্ড রিপ্লেসমেন্ট ফি: ৫০০ টাকা (যেকোন কার্ডের
জন্য)
·
ক্যাশ উত্তোলন ফি: ১৫০ টাকা প্রতিটি ট্রানজেকশনের ক্ষেত্রে
। (যেকোন কার্ডের জন্য)
·
ডুপ্লিকেট স্টেটমেন্ট ফি: ৩০০ টাকা, ৬ মাসের জন্য
।(যেকোন কার্ডের জন্য)
·
কার্ড চেক বই ফি: ১৫০ টাকা, দ্বিতীয় এবং পরবর্তী
প্রতি ২০ পাতা চেকের জন্য।
·
কার্ড চেক ট্রানজেকশন ফি: ৩০০ টাকা প্রতি লেনদেনের
জন্য যেকোনো কার্ডের ক্ষেত্রে।
·
রিটার্ন চেক ফি: ৩০০ টাকা যেকোনো কার্ডের ক্ষেত্রে।
·
অউটস্টেশন চেক প্রসেসিং ফি: ৫০ টাকা যেকোনো কার্ডের
ক্ষেত্রে।
·
সেলস্ ভাউচার পুনরুদ্ধার ফি: ৫০০ টাকা, ৬ মাসের
জন্য ।(যেকোন কার্ডের জন্য)
·
মাসিক অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফি: ১০০ টাকা, দ্বিতীয়
এবং পরবর্তী ।
·
সিআইবি প্রসেসিং ফি: ১০০ টাকা যেকোনো কার্ডের ক্ষেত্রে।
· ইন্টারনেট ব্যাংকিং ফি: ফ্রি, যেকোনো কার্ডের ক্ষেত্রে।
পেমেন্ট সম্পর্কিত অন্যান্য তথ্য:
·
পরিশোধযোগ্য তারিখ: স্টেটমেন্ট তারিখ থেকে ১৫ দিন।
·
ন্যূনতম পরিমাণ পরিশোধ করতে হবে: ব্যবহৃত অর্থের
৫% বা সিলভার কার্ডের জন্য: ১২০০/- টাকা, গোল্ড কার্ডের জন্য: ২৪০০/- এবং প্ল্যাটিনাম
কার্ডের জন্য: ৪০০০/- (যেটা সর্বাধিক) বা বিলের মোট পরিমাণ।
· তৃতীয় পক্ষের আউটলেটে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট: প্রকৃত চার্জ অনুযায়ী + টাকা ১০/- পর্যন্ত।
· প্রতিটি লেনদেনের সাথে বিধি মোতাবেক ভ্যাট সংযুক্ত করা হবে।
· লেট পেমেন্ট ফি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........
· ওভার লিমিট ফি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........
· সিআইবি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........
‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড’ এর জন্য আবেদন ও উক্ত কার্ডটি পাওয়ার শর্ত ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন............
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেকোনো তথ্য বা অন্যান্য বৈশিষ্ট্য যেকোনো
সময় পরিবর্তন আনতে পারে। বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য কল করুন ইসলামী ব্যাংক বাংলাদেশ
লিমিটেডের কল সেন্টারে। আইবিবিএল কল সেন্টারে তথ্য পেতে এখানে ক্লিক করুন........
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: