ইসলামী ব্যাংক খিদমাহ কার্ডের আবদনের পদ্ধতি

ইসলামী ব্যাংক খিদমাহ কার্ডের আবদনের পদ্ধতি

 

ইসলামী ব্যাংক খিদমাহ কার্ডের আবদনের পদ্ধতি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) ‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড নামে একটি নতুন আইটি ভিত্তিক শরিয়াহ সম্মত পণ্য চালু করেছে। এটি একটি ইসলামী শরীয়া সম্মত ক্রেডিট কার্ড বা ইনভেস্টমেন্ট কার্ড। আইবিবিএল দেশ বরেণ্য ইসলামিক স্কলারদের সমন্বয়ে গঠিত শক্তিশালী শরীয়া সুপারভাইজারী কমিটি কর্তৃক অনুমোদিত সুদমুক্ত আর্থিক সেবা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ।

‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ডএর জন্য আবেদনের পূর্বে জেনে নিন উক্ত কার্ডের খরচ সূমহ । ‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ডএর খরচ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন........

‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ডপ্রাপ্তির যোগ্যতা
Eligibility to get ‘Islami Bank Khidmah Card’

·        সরকারি কর্মচারীদের (মাসিক ন্যূনতম আয়  ২০,০০০/- সিলভার কার্ডের জন্য, ৫০,০০০/- গোল্ড কার্ডের জন্য এবং ১০০,০০০/- প্লাটিনাম কার্ডের জন্য) হতে হবে।

·        স্বনামধন্য প্রাইভেট কোম্পানির চাকুরীরত কর্মকর্তাগন ((মাসিক ন্যূনতম আয়  ২০,০০০/- সিলভার কার্ডের জন্য, ৫০,০০০/- গোল্ড কার্ডের জন্য এবং ১০০,০০০/- প্লাটিনাম কার্ডের জন্য) হতে হবে।

·        সন্তোষজনক লেনদেন এবং ব্যালেন্স সহ আইবিবিএল এর আমানতকারীরা।

·        বিদেশী প্রেরক/সুবিধাভোগী যারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ঘন ঘন বিদেশী রেমিট্যান্স পাঠান/গ্রহণ করেন।

·        যেকোনো বাণিজ্যিক ব্যাংকে সন্তোষজনক ব্যালেন্স সহ গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে।

·        TIN দ্বারা সন্তোষজনক টার্নওভার প্রমাণ সহ ব্যবসায়ীরা (মাসিক আয়ের স্তর সিলভার কার্ডের জন্য টাকা ৫০,০০০/-, গোল্ড কার্ডের জন্য ১০০,০০০/- টাকা এবং প্ল্যাটিনাম কার্ডের জন্য ১৫০,০০০/-)।

·        শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী এবং অন্যান্য পেশাজীবীগন।

·        অন্য কোন ব্যাংকের ক্রেডিট কার্ড থাকা গ্রাহকদের কিন্তু ০১(এক) এর অধিক নয়।

·        পর্যটন, ব্যবসা, এবং বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণকারীরা।

·        বিদেশী ফার্মের সাথে চুক্তিবদ্ধ বাংলাদেশী নাগরিক।

ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ:

·        খিদমাহ কার্ডের আবেদনকারীকে আইবিবিএল  এর সাথে একাউন্ট থাকতে হবে।

·        আবেদনপত্রের দ্রুত প্রক্রিয়াকরণের জন্য, ক্যাপিটাল লেটার্স ব্যবহার করা যেতে পারে।

·        প্রাথমিক কার্ডের আবেদনকারীর বয়স ২১ (একুশ) বছরের বেশি হতে হবে।

·        সাপ্লিমেন্টারি কার্ডের আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ (আঠারো) বছর হতে হবে।

·        ভিসার সাথে বৈধ পাসপোর্টের ফটোকপি বাধ্যতামূলক যারা পরিদর্শন/চিকিৎসা/ব্যবসায়িক উদ্দেশ্যে বিদেশে যেতে চান।

·        স্ব-কর্মসংস্থানের ক্ষেত্রে, বৈধ ট্রেড লাইসেন্সের অনুলিপি এবং গত ৬ মাসের ব্যক্তিগত/কোম্পানীর ব্যাংক স্টেটমেন্ট।

·        সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট।

·        ডিপি নোট, ডিপি নোট ডেলিভারি লেটার এবং ব্যক্তিগত গ্যারান্টি।

আবেদনকারীর পেপার ডকুমেন্টস্:

·        0২(দুই) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

·        জাতীয় পরিচয়পত্রের অনুলিপি/পাসপোর্টের অনুলিপি (প্রথম ৭ পৃষ্ঠা এবং নবায়ন পৃষ্ঠা)/ড্রাইভিং লাইসেন্স এর অনুলিপি।

·        জন্ম তারিখ প্রমাণ জব আইডি কার্ড এর ফটোকাপ বা ওয়ার্ড মেম্বার/কমিশনারের প্রশংসাপত্রের অনুলিপি (যদি NID/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স উপলব্ধ না হয়)।

·        আপ টু ডেট ই-টিআইএন সার্টিফিকেট/সর্বশেষ ট্যাক্স রিটার্ন স্বীকৃতি স্লিপের কপি।

·        গত ৬ (ছয়) মাসের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট আবেদনকারীর দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা সত্যায়িত।

·        সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিল ও স্বাক্ষর সহ সর্বশেষ মূল স্যালারী সার্টিফিকেট।

·        ভিজিটিং কার্ড (যদি থাকে)।

·        ক্লিন সিআইবি রিপোর্ট।

ব্যবসায়ী/ব্যক্তি/পেশাদারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

·        0২(দুই) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

·        জাতীয় পরিচয়পত্রের অনুলিপি/পাসপোর্টের অনুলিপি (প্রথম ৭ পৃষ্ঠা এবং নবায়ন পৃষ্ঠা)/ড্রাইভিং লাইসেন্স এর অনুলিপি।

·        আপ টু ডেট ই-টিআইএন সার্টিফিকেট/সর্বশেষ ট্যাক্স রিটার্ন স্বীকৃতি স্লিপের কপি।

·        গত ৬ (ছয়) মাসের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট আবেদনকারীর দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা সত্যায়িত।

·        বৈধ ট্রেড লাইসেন্সের কপি (সর্বশেষ/নবায়ন)।

·        বিজনেস কার্ড।

·        ক্লিন সিআইবি রিপোর্ট।

·        বসবাসের প্রমাণ (অর্থাৎ হোল্ডিং ট্যাক্স পেমেন্ট রসিদ বা বিদ্যুৎ/গ্যাস/ওয়াসা/বিটিটিবি টেলিফোন বিলের মতো যেকোনো ইউটিলিটি বিলের পেমেন্টের একটি সত্যায়িত কপি)।

 

উল্লেখিত ডকুমেন্টস ছাড়াও প্রয়োজনের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ অন্যান্য ডকুমেন্ট চাইতে পারে এবং তা আবেদনকারীকে সরবরাহ করার প্রয়োজন হতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেকোনো তথ্য বা অন্যান্য বৈশিষ্ট্য যেকোনো সময় পরিবর্তন আনতে পারে। বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য কল করুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কল সেন্টারে। আইবিবিএল কল সেন্টারে তথ্য পেতে এখানে ক্লিক করুন........

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: