ডিবিবিএল একাউন্টের সাথে রকেট একাউন্ট লিংক করার পদ্ধতি

ডিবিবিএল একাউন্টের সাথে রকেট একাউন্ট লিংক করার পদ্ধতি

 

ডিবিবিএল একাউন্টের সাথে রকেট একাউন্ট লিংক করার পদ্ধতি

ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেট ব্যবহারকারীগণদের মধ্যে যদি কারো ডাচ-বাংলা ব্যাংকের সাথে কোন সঞ্চয়ী বা চলতি হিসাব থেকে থাকে তাহলে সেটি তার রকেট একাউন্টের সাথে লিংক করে কিছু অতিরিক্ত সুবিধা ভোগ করতে পারবেন। সেভিংস বা কারেন্ট একাউন্টের সাথে রকেট একাউন্ট লিঙ্ক করার সুবিধাগুলো হচ্ছে:

·        ডিবিবিএল অ্যাকাউন্ট থেকে কোন প্রকার চার্জ ব্যতীত রকেট একাউন্টে ফান্ড অ্যাড করা যাবে।

·        রকেট একাউন্ট থেকে স্বল্প খরচে ডিবিবিএল একাউন্টে ফান্ড ট্রান্সফার করা যাবে।

·        কোন প্রকার ইন্টারনেট বা অ্যাপ্লিকেশন ইনস্টল ছাড়াই কেবল রকেট ইউএসএসডি মেনু *322# ডায়াল করার মাধ্যমেই খুব সহজেই অর্থ আদান-প্রদান করা যাবে।

·        রকেট অ্যাপ থেকেও এই পরিষেবাটি উপভোগ্য।

·        ডিবিবিএল একাউন্ট থেকে রকেট একাউন্টে বা রকেট একাউন্ট থেকে ডিবিবিএল একাউন্টে অর্থ আদান-প্রদান সবকিছু হবে রিয়েল টাইমে।

·        প্রতিবার লেনদেনের জন্য একাউন্ট ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হবে না, কেবল কয়েকটি সহজ ধাপের মাধ্যমেই লিংককৃত অ্যাকাউন্ট থেকে অর্থ আদান-প্রদান করা যাবে।

রকেট একাউন্টের সাথে ডিবিবিএল একাউন্ট লিংক করার পদ্ধতি
How to link DBBL account with Rocket account

১। রকেট একাউন্ট ডিবিবিএল এর অন্যান্য একাউন্টের সাথে লিংক করার জন্য অবশ্যই সবগুলো একাউন্ট একই ব্যক্তি একই নামে হতে হবে।

২। লিঙ্ক করার জন্য ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন হবে।

৩। উপরোক্ত ডকুমেন্ট সহ ডাচ বাংলা ব্যাংকের যেকোন শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন সাবমিট করতে হবে।

৪। ছবি, স্বাক্ষর ও অন্যান্য তথ্য ঠিকঠাক থাকলে খুব দ্রুত সার্ভিসটি চালু হয়ে যাবে এবং আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে।

৫। সার্ভিসটির সক্রিয় হতে বেশ কিছু কর্মদিবস সময় প্রয়োজন হতে পারে।

৬। সার্ভিসটি নিষ্ক্রিয় করতে হলে একই পদ্ধতি অবলম্বন করে নিষ্ক্রিয় করার জন্য আবেদন করতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ডাচ-বাংলা ব্যাংক কাস্টমার কেয়ারে। ডাচ বাংলা ব্যাংক কাস্টমার কেয়ারের কন্টাক্ট ইনফর্মেশন পেতে এখানে ক্লিক করুন.........

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: