‘উপায়’এটিএম ক্যাশ আউটের পদ্ধতি

‘উপায়’এটিএম ক্যাশ আউটের পদ্ধতি

 

‘উপায়’এটিএম ক্যাশ আউটের পদ্ধতি

‘উপায়বাংলাদেশের অন্যতম একটি প্রাইভেট ব্যাংক “ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের” সাবসিডিয়ারি মোবাইল ব্যাংকিং সেবা। বর্তমানে ‘উপায় দিয়ে দেশব্যপী ইউসিবিএল-এর  ৫০০টিরও বেশি এটিএম বুথ হতে ‘উপায়গ্রাহকগন তাদের একাউন্টে রক্ষিত টাকা ‘উপায় অ্যাপ অথবা মেনু ব্যাবহার করে এই সাশ্রয়ী খরচে উত্তোলন করতে পারবেন। বর্তমানে এটিএম বুথ ব্যবহার করে প্রতি হাজারে মাত্র ৮ টাকা খরচে ক্যাশ আউট করা যাচ্ছে । সরকারি কর এবং ভ্যাটসহ মোবাইল ব্যাংকিং হতে এটিএমে এটিই হচ্ছে বাজারের সবচেয়ে কম রেট।

‘উপায়অ্যাপ ব্যবহার করে ইউসিবি ব্যাংকের এটিএম বুথ হতে ক্যাশ আউটের পদ্ধতি:

·        প্রথমে ‘উপায়অ্যাপে লগইন করুন।

·        ক্যাশ আউট আইকনে ক্লিক করুন ।

·        টাকার পরিমান প্রদান করুন । ৫০০ টাকা বা তার গুণিতক অনুযায়ী।

·        এটিএম (From ATM) অপশটি নির্বাচন করুন।

·        আপনার পিন নম্বরটি প্রদান করুন ।

উপরোক্ত ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন করার পর আপনার মোবাইলে ওটিপি সহ একটি মেসেজ রিসিভ করবেন এবং মেসেজে পাওয়ার পরবর্তী ২০ মিনিটের মধ্যে নিকটস্থ ইউসিবি ব্যাংকের এটিএম বুথ ভিজিট করুন এবং নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ করুন:

·        ইউসিবি এটিএম/সিআরএম মেশিনের স্ক্রিণে লক্ষ্য করে উপায় ক্যাশ আউট বা (Cardless Transaction)এর পাশে থাকা বাটনটি চাপুন।

·        তারপর কিউআর আইডি (Enter QR ID) এর স্থানে আপনার উপায় একাউন্ট নম্বরটি প্রদান করুন ও এন্টার (Enter) চাপুন।

·        পরবর্তী দুটি ধাপে ক্রমান্বয়ে টাকার পরিমাণ ও আপনার মোবাইলে আসা চার সংখ্যার ওটিপি প্রদান করুন ।

·        এবার আপনার টাকা ও রিসিভ অবিলম্বে গ্রহণ করুন ।

লক্ষনীয় যে, মোবাইলে ওটিপি পাওয়ার পরবর্তী ২০ মিনিটের মধ্যেই আপনাকে নিকটস্থ ইউসিবি ব্যাংকের এটিএম থেকে ক্যাশ আউট করতে হবে। যদি কোনো কারণে এই সময়ের ভিতর ক্যাশ আউট করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট “উপায় একাউন্টে ক্যাশ আউটকৃত টাকা স্বয়ংক্রিয়ভাবে রিভার্স হয়ে যাবে।

‘উপায়মেনু ব্যবহার করে ইউসিবি ব্যাংকের এটিএম বুথ হতে ক্যাশ আউটের পদ্ধতি:

·        ডয়াল করুন *২৬৮#

·        ক্যাশ আউট অপশন নির্বাচন করুন।

·        ক্যাশ আউটের অপশন হিসাবে এটিএম (From ATM) অপশটি নির্বাচন করুন।

·        টাকার পরিমান প্রদান করুন । ৫০০ টাকা বা তার গুণিতক অনুযায়ী।

·        আপনার পিন নম্বরটি প্রদান করুন ।

উপরোক্ত ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন করার পর আপনার মোবাইলে ওটিপি সহ একটি মেসেজ রিসিভ করবেন এবং মেসেজে পাওয়ার পরবর্তী ২০ মিনিটের মধ্যে নিকটস্থ ইউসিবি ব্যাংকের এটিএম বুথ অথবা ভিজিট করুন এবং নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ করুন:

·        ইউসিবি এটিএম/সিআরএম মেশিনের স্ক্রিণে লক্ষ্য করে উপায় ক্যাশ আউট বা (Cardless Transaction)এর পাশে থাকা বাটনটি চাপুন।

·        তারপর কিউআর আইডি (Enter QR ID) এর স্থানে আপনার উপায় একাউন্ট নম্বরটি প্রদান করুন ও এন্টার (Enter) চাপুন।

·        পরবর্তী দুটি ধাপে ক্রমান্বয়ে টাকার পরিমাণ ও আপনার মোবাইলে আসা চার সংখ্যার ওটিপি প্রদান করুন ।

·        এবার আপনার টাকা ও রিসিভ অবিলম্বে গ্রহণ করুন ।

লক্ষনীয় যে, মোবাইলে ওটিপি পাওয়ার পরবর্তী ২০ মিনিটের মধ্যেই আপনাকে নিকটস্থ ইউসিবি ব্যাংকের এটিএম থেকে ক্যাশ আউট করতে হবে। যদি কোনো কারণে এই সময়ের ভিতর ক্যাশ আউট করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট “উপায় একাউন্টে ক্যাশ আউটকৃত টাকা স্বয়ংক্রিয়ভাবে রিভার্স হয়ে যাবে।

সম্মানিত সুধী, চার্জ বা অন্যান্য প্রসেস যেকোনো সময় পরিবর্তন হতে পারে। বিস্তারিত জানতে কল করুন ‘উপায়হেল্প লাইনে। ‘উপায়হেল্প লাইন নম্বর হচ্ছে 16268 এই নম্বরে।

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: