ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড নামে একটি নতুন আইটি ভিত্তিক শরিয়াহ সম্মত পণ্য চালু করেছে। এটি একটি ইসলামিক শরীয়া সম্মত ক্রেডিট কার্ড বা ইনভেস্টমেন্ট কার্ড। আইবিবিএল দেশ বরেণ্য ইসলামিক স্কলারদের সমন্বয়ে গঠিত শক্তিশালী শরীয়া সুপারভাইজারী কমিটি কর্তৃক অনুমোদিত সুদমুক্ত আর্থিক সেবা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ।  

‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড’ এটি একটি নির্দিষ্ট ফি কাঠামোর উপর ভিত্তি করে গ্রাহকদের আর্থিক পরিষেবা প্রদান করে। প্রচলিত ক্রেডিট কার্ডগুলো থেকে ‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড’ বেশ ভিন্ন । যেখানে প্রচলিত ক্রেডিট কার্ডগুলো সুদ ভিত্তিক, সেখানে ‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড’ একটি নির্দিষ্ট ফি কাঠামোর উপর ভিত্তি করে গ্রাহকদের চার্জ করে।

আইবিবিএল এর এই শরীয়াহ সম্মত ইলেকট্রনিক পণ্যটি নগদ অর্থ বহনের ঝুঁকি কমিয়ে আপনাদের প্রতিদিনের ক্রয়-বিক্রয় সহজ করে তুলবে। এই ক্রেডিট কার্ডটি ব্যাংকের জন্য নতুন ব্যবসায়িক যুগ নিয়ে আসবে এবং অভিজাত সমাজের সকল শ্রেণীর লোকদের বিবেচনা করে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ব্যাংকিং খাতে উন্নয়নকে ত্বরান্বিত করবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বর্তমানে তিনটি ক্যাটাগরিতে ক্রেডিট কার্ড প্রদান করছে। আর এই ক্যাটাগরি গুলো হচ্ছে সিলভার, গোল্ড ও প্লাটিনাম। কার্ডের ক্যাটাগরি অনুযায়ী ক্রেডিট লিমিট এর ভিন্নতা রয়েছে। বর্তমানে ‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড’ ভিসা(VISA) কার্ড ইস্যু করছে।‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড’ এর ক্যাটাগরীর উপর ভিত্তি করে সর্বোচ্চ ও সর্বনিম্ন লিমিট নিম্নরুপ:

·        সিলভার কার্ড: সর্বোচ্চ ৫০,০০০/= (পঁঞ্চাশ হাজার) টাকা পর্যন্ত।

·        গোল্ড কার্ড: সর্বোচ্চ ১০০,০০০/= (এক লক্ষ) টাকা পর্যন্ত।

·        প্লাটিনাম কার্ড: সর্বোচ্চ ২০০,০০০/= (দুই লক্ষ) টাকা পর্যন্ত।

‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড’ এর বৈশিষ্ট্য সমূহ:

·        ‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড’ একটি শরিয়াহ সম্মত "উজরাহ ধারণা" বা “নির্ধারিত ফি ভিত্তিক” কার্ড।

·        বিশ্বব্যাপী কার্ড ব্যবহারের সুবিধা ।

·        ঝুকিমুক্ত কেনাকাটার সুবিধা।

·        উক্ত কার্ডের মাধ্যমে গ্যাস, বিদ্যুৎ ও ওয়াসার বিল পরিশোধ করার সুবিধা।

·        ভিসা (VISA) গ্লোবাল অফারের মধ্যে এক্সক্লুসিভ শপিং এবং ট্রাভেল ডিসকাউন্ট।

·        হোটেল ও হাসপাতাল বুকিং, বাস, ট্রেন এবং বিমানের টিকিট ক্রয়ের সুবিধা।

·        সুপারস্টোরে কেনাকাটায় এক্সক্লুসিভ ডিসকাউন্ট।

·        স্বল্প খরচে ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা ‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড’ এর চার্জ ও ফি সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন............

·        প্রইমারী কার্ডের সাথে প্রথম সাপ্লিমেন্টারি কার্ড ফ্রী।

·        কার্ড চেক ও ট্রানজেকশন এলার্ট সুবিধা।

‘ইসলামী ব্যাংক খিদমাহ কার্ড’ এর জন্য আবেদন ও উক্ত কার্ডটি পাওয়ার শর্ত ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন............

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেকোনো তথ্য বা অন্যান্য বৈশিষ্ট্য যেকোনো সময় পরিবর্তন আনতে পারে। বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য কল করুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কল সেন্টারে। আইবিবিএল কল সেন্টারে তথ্য পেতে এখানে ক্লিক করুন........


 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: