ব্যাংক চেক ডিজঅনার কি?

ব্যাংক চেক ডিজঅনার কি?

 

ব্যাংক চেক ডিজঅনার কি?

চেক ডিজঅনার হচ্ছে ব্যাংক কাউন্টারে চেক নগদায়ন বা ট্রান্সফারের জন্য উপস্থাপিত চেক ব্যাংক কর্তৃপক্ষ উক্ত চেকে বা সংশ্লিষ্ট একাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্স বা নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিলক্ষিত হওয়ায় উক্ত চেকটিকে পরিশোধের অযোগ্য করাকে বোঝায়। চেক ডিজঅনার কিছু কারন নিচে বর্ণনা করা হলো:

চেক ডিজঅনার হওয়ার কারন
Some Reasons Why Your Cheque Bounced or Dishonoured

·        চেক প্রদানকারীর ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকা।

·        চেকে একাউন্ট হোল্ডারের স্বাক্ষর অনুপস্থিত বা অমিল।

·        অ্যাকাউন্ট নম্বর বা চেক নম্বরে অমিল বা অনুমোদনহীন চেক উপস্থাপন।

·        চেকের তারিখ অগ্রিম/অতিক্রম সংক্রান্ত ইস্যু ।

·        টাকার পরিমান কথায় এবং সংখ্যার পরিমাণে অমিল।

·        বিকৃত বা ক্ষতিগ্রস্ত চেক ।

·        যদি চেক প্রদানকারী উক্ত চেক পরিশোধ না করার জন্য কোন প্রকার স্টপ পেমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া থাকে ।

·        প্রদানকারীর একাউন্ট যদি ডরমেন্ট থাকে। ডরমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.........

·         ক্রেডিট লিমিট বা ওভারড্রাফ্টের ক্রসিং সীমা যদি অতিক্রম করে।

·        চেক প্রদানকারীর ইনোশিয়াল স্বাক্ষর ছাড়াই চেকের উপর ওভাররাইটিং করা হলে।

·        জাল চেক সন্দেহ/প্রমাণিত হলে ।

·        ক্লিয়ারিং চেকের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা অতিক্রম করা সত্ত্বেও যদি পজিটিভ পে ইনস্ট্রাকশন দেওয়া না থাকে।

উপরোক্ত কারণগুলোর সহ অন্যান্য যৈক্তিক কারণগুলো বিবেচনায় নিয়ে ব্যাংক চেক ডিজঅনার করার ক্ষমতা সংরক্ষণ করে। চেক ডিজঅনার করা হলে পরবর্তী করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন..............

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: