
সিকিউর ক্রেডিট কার্ড হল এক ধরনের ক্রেডিট কার্ড যা কার্ডধারীর কাছ থেকে জামানত (এফডিআর, ডিপিএস, অন্যান্য সেভিংস স্কিম) রেখে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট কার্ড ইস্যু করে । এই ডিপোজিট সিকিউরিটি ডিপোজিট হিসাবে কাজ করে। কার্ড মেম্বার যদি স্থায়ীভাবে কার্ডের বিল প্রদানে ব্যর্থ হন বা না করেন, সেক্ষেত্রে ব্যাংক তার এই ডিপোজিট বাজেয়াপ্ত করে পাওনা আদায় করে থাকে।
এফডিআর, ডিপিএস বা অন্যান্য সেভিংস স্কিমের বিপরীতে যদি ক্রেডিট কার্ড নেওয়া হয় তাহলে উক্ত স্কিমটি লিয়েন হয়ে যায় এবং উক্ত স্কীমের লিয়েনকৃত অর্থ কার্ড ব্যবহারকালীন সময়ে আর উত্তোলন করা যাবে না । আপনি যে স্কিমটি লিয়েন করে ক্রেডিট কার্ড গ্রহণ করেছেন, সেই ক্রেডিট কার্ডটি যথাযথভাবে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সারেন্ডার করে তারপর স্ক্রিমটি আপনি চাইলে আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। কোন স্কিম লিয়েন করা থাকলেও তার ইন্টারেস্ট/প্রফিট অর্জনের সুযোগ সাধারনত চালু থাকে। এফডিআর, ডিপিএস বা অন্যান্য সেভিংস স্কিমের বিপরীতে ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষেত্রে আমাদের দেশের ব্যাংকগুলো সাধারনত ৮০ থেকে ৯০% পর্যন্ত ক্রেডিট লিমিট প্রদান করে থাকে।
উল্লেখ্য যে, বেশিরভাগ ক্রেডিট কার্ডই সিকিউর ক্রেডিট কার্ড নয়। কেবল যারা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্রেডিট কার্ড প্রদানের শর্তগুলো ও যোগ্যতার মাপকাঠিতে অযোগ্য বলে বিবেচিত হন বা সেখান থেকে প্রাপ্ত লিমিটে অসন্তুষ্ট নয় মূলত তারাই সিকিউর ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন।
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: