সেভিংস একাউন্ট ও স্টুডেন্ট একাউন্ট এর মধ্যে পার্থক্য কী?

সেভিংস একাউন্ট ও স্টুডেন্ট একাউন্ট এর মধ্যে পার্থক্য কী?

 

সেভিংস একাউন্ট ও স্টুডেন্ট একাউন্ট এর মধ্যে পার্থক্য কী?

ব্যক্তিগত লেনদেনের জন্য সেভিংস একাউন্ট খুলবেন নাকি স্টুডেন্ট একাউন্ট খুলবেন? অনেকেই বিষয়টি নিয়ে কনফিউশনে থাকেন। প্রথমেই বলে রাখি আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট একাউন্ট আপনার জন্য নয়। অপরদিকে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট একাউন্ট বা সাধারণ সেভিংস একাউন্ট যেটা ইচ্ছে খুলতে পারবেন, যদি ব্যাংকে একাউন্ট খোলার জন্য যে যোগ্যতার মানদণ্ড সেখানে আপনি উত্তীর্ণ হয়ে থাকেন।

স্টুডেন্ট একাউন্ট বা অন্যান্য রেগুলার সেভিংস অ্যাকাউন্ট গুলোর সাধারণ বৈশিষ্ট্যগুলো প্রায় একই রকম হয়ে থাকে। আপনার চাহিদা, সামর্থ্য ও যোগ্যতার উপর ভিত্তি করে আপনার জন্য উপযুক্ত অ্যাকাউন্টটি নির্বাচন করাই শ্রেয়।

রেগুলার সেভিংস একাউন্ট ও স্টুডেন্ট একাউন্ট এর মধ্যে পার্থক্য (The difference between regular savings account and student account):

সাধারণভাবে লক্ষ্য করা যায় স্টুডেন্ট একাউন্ট গুলোতে সাধারণ বা রেগুলার সেভিংস একাউন্ট গুলোর বৈশিষ্ট্যসমূহ সীমিত আকারে প্রদান করা হয়ে থাকে। নিচে রেগুলার সেভিংস একাউন্ট এর সাথে স্টুডেন্ট একাউন্ট সীমাবদ্ধতা সূমহ উল্লেখ করা হলো:

·        অধিক পরিমাণ বা হাইভ্যালু ট্রানজেকশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে।

·        রেগুলার অ্যাকাউন্টগুলোর কিছু ফিচারস ব্যবহারের সীমাবদ্ধতা থাকতে পারে।

·        লেনদেনের অনুমতি মাত্রা তুলনামূলক কম হয়ে থাকে।

·        ডেবিট কার্ডের ফরেন পার্ট ব্যবহারে বাধা আসতে পারে।

·        স্টুডেন্ট পিরিয়ড শেষ হলে একাউন্ট ক্লোজ করার প্রয়োজন হতে পারে বা লেনদেন করার অনুপোযোগী হতে পারে।

স্টুডেন্টগন যদি উপরোক্ত সীমাবদ্ধতাগুলোর সাথে অ্যাকাউন্ট পরিচালনা করতে কোন অসুবিধা বোধ না করেন তাহলে তার জন্য স্টুডেন্ট একাউন্ট খোলা যেতে পারে। স্টুডেন্ট একাউন্ট এর বিশেষ কিছু সুবিধা রয়েছে। স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা গুলো নিম্নরূপ:

·        কম খরচের হিসাব পরিচালনা করা যায়।

·        রেগুলার সেভিংস একাউন্ট গুলোর চেয়ে মেনটেনেন্স ফি ও অন্যান্য ফি তুলনামূলক কম হয়ে থাকে।

·        অপ্রাপ্ত বয়স্করাও স্টুডেন্ট আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারে। যা রেগুলার একাউন্টগুলোর ক্ষেত্রে অনেকটাই দুরহ ব্যাপার।

·        স্টুডেন্ট একাউন্ট গুলোতেও সংশ্লিষ্ট ব্যাংকের প্রোডাক্টের ধরনের উপর ভিত্তি করে রেগুলার সেভিংস একাউন্ট এর মতো ইন্টারেস্ট/মুনাফা প্রদান করা হয়ে থাকে।

·        প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ব্যাংকিং চার্জ/ফি মওকুফ পাওয়া যেতে পারে।

·        সোর্স অফ ইনকাম ও টিন সার্টিফিকেট সংক্রান্ত ঝামেলো নেই।

·        ডকুমেন্টস এর ঝামেলা রেগুলার সেভিংস একাউন্ট গুলোর চেয়ে তুলনামূলক কম।

স্টুডেন্ট অ্যাকাউন্ট নাকি রেগুলার সেভিংস একাউন্ট? এটি সম্পূর্ণ নির্ভর করছে আপনার প্রয়োজন চাহিদা এবং যোগ্যতার উপর। উপরোক্ত সুবিধা ও অসুবিধা গুলো বিচার-বিবেচনা করে নির্ধারণ করুন কোন একাউন্টটি আপনার প্রয়োজন!

 

সবাইকে আন্তরিক ধন্যবাদ ।

এস এম শামীম হাসান
জনসংযোগ কর্মকর্তা – ব্যাংকিং টাচ্
ফলো করুন: facebook.com/smhamimhasanbd

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: