কর্পোরেট জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই হন্যে হয়ে পরি। এটি স্বাভাবিক যে সবাই চাই ভাল কিছু করতে। কর্পোরেট জগতের এই বিশাল প্রতিযোগিতায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কৌশল ও গুণাবলী অত্যন্ত প্রয়োজনীয় । একজন ব্যাক্তির পেশা চাকুরী বা ব্যবসা যাই হোক না কেন, তার কর্পোরেট জগতে কাঙ্খিত অগ্রগতি পেতে হলে তাকে অবশ্যই হা ব্যতিক্রম কিছু গুণাবলীর অধিকারী হতে হবে, যা তাকে অন্য সবার থেকে আলাদা করে দেখাবে এবং তার কর্পোরেট ক্যারিয়ার আরো ত্বরান্বিত করতে সহায়তা করবে।
How do you grow in the corporate world?
আমরা এখন জানার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের কর্পোরেট জীবনের প্রতিনিয়ত ঘটে যাওয়া কিছু ছোটখাটো কিছু সমস্যা গুলোকে এরিয়ে কিভাবে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি (How can we move forward) সেই সম্পর্কে নিচে ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব।
·
আপনার চাকুরীর বা ব্যাবসা প্রতিষ্ঠানের পন্য বা
সেবা যাই হোক না কেন তার উপর অবহেলা না করে পূর্ণ সম্মান রাখুন। এটি আপনাকে সামনে এগিয়ে যেতে অনেক সহায়তা করবে ।
·
একটি কোম্পানিতে ২ বছরেরও বেশি সময় ধরে থাকার পরে পদোন্নতির আশা করুন৷ অন্যথায় আপনি কর্পোরেট জগতের প্রতিযোগিতামূলক
দৌড়ে অনেকটাই পিছিয়ে থাকবেন।
·
অতি সুবিধাভোগী বন্ধু আত্মীয়দের সাথে সাথে ব্যবসা করা থেকে বিরত থাকুন।
·
কর্মস্থলে ম্যানেজারকে অন্ধের মতো বিশ্বাস করবেন না । বেশিরভাগই তাদের প্রয়োজনে আপনাকে শোষণ করবে।
·
যদি আপনি কোম্পানির সেরা কর্মী হন, মনে রাখবেন আরও একটি কোম্পানি আপনার জন্য অপেক্ষা করছে এবং আরও ভাল সম্মান এবং ভাল অবস্থান রয়েছে৷
·
বস্/ সিনিয়র ম্যানেজমেন্ট/ ব্যবসায় অধিক মুনাফা আয়ের উদ্দেশ্যে নিম্ন শ্রেনীর কর্মকর্তা কর্মচারীদের উপর জুলুম বা অনিয়মতান্ত্রিকভাবে কোন কাজ আদায় করার চেষ্টা করবেন না।
·
নিজের নেতৃত্বে টিম তৈরি করতে শিখুন এবং নেতৃত্বের গুণাবলী সম্পর্কে চর্চা করুন ।
·
কর্পোরেট জগতে কাউকে অধিক পরিমাণে বিশ্বাস বা সন্দেহ করবেন না। কারণ
দুটোই আপনার ক্যারিয়ারের উপর প্রভাব ফেলতে পারে।
·
ক্লায়েন্ট, বস এবং অন্যান্য উর্ধ্বতনদের সাথে যোগাযোগের দক্ষতা অর্জন করুন।
·
সবার সাথে আন্তরিক ও বিনয়ী হন। তবে নিজকে সবার মাঝে এতটা সস্তা করবেন
না যাতে যে কেউ চাইলেই আপনাকে শোষণ করতে পারে।
·
অন্যকে বা নির্দিষ্ট কাউকে যদি আপনার বিরক্তিকর
বলে মনে হয় তাহলে আপনি তা কৌশলে এড়িয়ে যান। যাদেরকে আপনার কাছে বিরক্তিকর মনে হয়, তাদের সম্পর্কে কাউকে বলবেন না।
·
একই অফিসের কোন ব্যক্তি বা কারও কাজের সমালোচনা করবেন না । তবে তার উপস্থিতিতে গঠনমূলক সমালোচনা করা
যেতে পারে।
·
আপনার বসেরও বস্ হতে শিখুন, তার ভেড়া হবেন না। আপনি যদি তাকে ঘৃণা করেন, কোম্পানি ছেড়ে দিন।
·
উচ্চপদস্থ ব্যক্তি ভুল করলে সেটা বলে ফেলুন। তবে পরিবশে পরিস্তিতি বুঝে।
·
অত্যাধিক ভাল এবং ভদ্রলোক হওয়া আপনাকে সর্বদা কর্পোরেট জগতে সফল করবে না।
·
ভালো পোশাক পরুন, জিমে যান, দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হিসেবে নিজেকে প্রেজেন্ট করুন।
·
কখনো সমস্যা নিয়ে আলোচনা করবেন না, শুধু সমাধান নিয়ে আলোচনা করুন ।
·
বসদের কথার উত্তর যথাসম্ভব ইতিবাচক ভঙ্গিতে দেওয়ার চেষ্টা করুন।
·
নিজের স্কিল ডেভলপমেন্ট করার চেষ্টা করুন।
·
বিভিন্ন ভাষা শিক্ষা নিন ও কথা বলার সময় উচ্চারণ ও বাচনভঙ্গির শুদ্ধভাবে করার চেষ্টা করুন।
· যদি সম্ভব হয় অল্প কথায় সমাধান করার চেষ্টা করুন অযথা কথা বাড়ানোর কোন প্রয়োজন নেই।
কর্পোরেট জগতে নিজেকে সফল ভাবে প্রতিষ্ঠিত করতে হলে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। তবে তা সব সময় উল্লেখ করা সম্ভব হয়না বা সবকিছুই উল্লেখ করার মত নয়। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আপনাকে সর্বোত্তম সিদ্ধান্তটি গ্রহণ করতে হবে। আপনার নিজের ক্যারিয়ারকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে সর্বদা চোখ কান খোলা রেখে কর্পোরেট জগতের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
Don't trust or suspect anyone too much in the corporate world. Because both can affect your career
আপনার কর্পোরেট ক্যারিয়ারের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি ।
এস এম শামীম হাসান
জনসংযোগ কর্মকর্তা, ব্যাংকিং টাচ
ই-মেইল: [email protected]
ফেসবুক: fb.me/smshamimhasanbd/
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: