আইএফআইসি আমার একাউন্ট

বাংলাদেশে এই প্রথম আইএফআইসি ব্যাংক নিয়ে এলো ‘আমার একাউন্ট, যা সঞ্চয় ও লোন সুবিধা সম্বলিত একটি অনন্য একাউন্ট। এই একাউন্টে এমন সব আকর্ষণীয় সুবিধা রয়েছে যা একাধিক একাউন্ট পরিচালনার খরচ ও ঝামেলা থেকে মুক্ত রেখে আপনার ব্যাংকিং অভিজ্ঞতাকে করবে আরো আনন্দময়। অন্যান্য যেকোনো একাউন্টের চেয়ে এ একাউন্ট পরিচালনা করা সহজ এবং সাশ্রয়ী। এই একাউন্টের সাথে রয়েছে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড সুবিধা।

আইএফআইসি আমার একাউন্ট এর সুবিধাসমূহ
Benefits of IFIC Amar account

·        এক একাউন্টেই সঞ্চয় ও ঋণ (ওভারড্রাফট) সুবিধা ।

·        স্লাব-ভিত্তিক আকর্ষণীয় মুনাফা হার- যত সঞ্চয়, তত আয় ।

·        দৈনিক হিসেবে ইন্টারেস্ট গণনা করা হয় এবং মাসিক প্রদান করা হয় ।

·        একই কার্ড ডেবিট এবং ক্রেডিট কার্ডের সুবিধা

·        যেকোনো এটিএম বুথ থেকে নগদ ফ্রিতে টাকা উত্তোলনের সুবিধা ।

·        এক চেক বই দিয়ে একাউন্টে গচ্ছিত টাকা এবং ওভারড্রাফটের টাকা তোলা যায় ।

·        ক্রেডিট কার্ডের উত্তম বিকল্প কারণ, যেকোনো ক্রেডিট কার্ডের চেয়ে কম ইন্টারেস্টে ঋণ পাওয়া যায় ।

·        ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড সুবিধা।

·        কম ইন্টারেস্ট রেট । (প্রচলিত ক্রেডিট কার্ডের প্রায় এক তৃতীয়াংশ)

·        কোনও হিডেন চার্জ নেই।

·        যেকোন শাখায় নন-স্টপ ব্যাংকিং সুবিধা।

·        ফ্রি ইন্টারনেট ব্যাংকিং ও ই-স্টেটমেন্ট সুবিধা।

·        সার্বক্ষণিক ডেডিকেটেড কল-সেন্টার সেবা।

·        সহজেই একাউন্ট খোলার সুবিধা।  

"আমার একাউন্ট" খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (কেবল হিসাব মেনটেনেন্স এর জন্য)
The required documents to open "Amar Account" (for account maintenance only)

·        আবেদনকারীর ৩ কপি ছবি ।

·        নমিনির ১ কপি ছবি ।

·        আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ।

·        নামিনির জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ।

·        নামিনির আইনগনত অভিভাবকের ফটো আইডি এবং ছবি (যদি মনোনীত ব্যক্তি নাবালক হয়)

·        কোম্পানীর কাছ থেকে পরিচিতিপত্র (কেবল পে-রোল গ্রাহকদের জন্য)

·        জব আইডির ফটোকপি ।

·        উপরে উল্লিখিত সমস্ত বাধ্যতামূলক ডকুমেন্টস, যৌথ অ্যাকাউন্টের প্রতিটি গ্রাহকের জন্য প্রয়োজন হবে।

ওভারড্রাফট সুবিধার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ডকুমেন্টস

Additional Documents required for overdraft facility

·        আবেদনকারীর কপি ছবি ।

·        টিআইএন-এর ফটোকপি ।

·        ব্যাংক স্টেটমেন্ট (বেতনভোগী এবং স্ব-কর্মজীবী ​​ব্যক্তিদের জন্য মাস এবং ব্যবসায়ীদের জন্য ১২ মাস)

·        আইএফআইসি পে-রোল ব্যতীত অন্য সকল বেতনভোগী গ্রাহকের জন্য স্যালারি সার্টিফিকেট/ প্রতিষ্ঠানের পরিচয়পত্র।

·        ব্যাবসার লাইসেন্সের ফটোকপি (কেবল ব্যবসায়ীদের জন্য)

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেকোনো সময় উক্ত প্রোডাক্টে যে কোনো সুবিধা বা অন্যান্য বৈশিষ্ট্যতে পরিবর্তন আনতে পারে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে কল করুন আইএফআইসি ব্যাংকের কল সেন্টারে আইএফআইসি ব্যাংকের কল সেন্টারের যোগাযোগের নম্বর পেতে এখানে ক্লিক করুন.......

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: