আইবিবিএল ডুয়েল কারেন্সি ভিসা প্রিপেইড কার্ড
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এর ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড দিয়ে যেকোন দেশে ভিসা (VISA) লোগোযুক্ত এটিএম থেকে ক্যাশ তোলা যাবে। টাকা বা বিদেশী মুদ্রায় ই-কমার্স লেনদেন করা যাবে। কোন অ্যাকাউন্ট ছাড়াই এই প্রিপেইড কার্ড গ্রহণ করা যায়। কাছাকাছি শাখা থেকে যেকেউ এটি নিতে পারেন। প্রিপেইড কার্ডের কোন ইস্যু ফি বা বাৎসরিক চার্জ নেই। প্রাথমিক জমা ১,০০০/- টাকা এবং ৫ লাখ টাকা পর্যন্ত ব্যালান্স রাখা যাবে।
আইবিবিএল ডুয়েল কারেন্সি প্রিপেইড
কার্ডের বৈশিষ্ট্য
Features of
IBBL Dual Currency Prepaid Card
·
এটি একটি ইনস্ট্যান্ট কার্ড। তাই আবেদন করার সাথে
সাথেই তাৎক্ষণিক এটি পাওয়া যাবে । যার ফলে দীর্ঘ সময় অপেক্ষা করার কোন প্রয়োজন নেই
।
·
কার্ডের মেয়াদ ৩ বছর পর্যন্ত ।
·
আইবিবিএল ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ডটি একটি
ভিসা কার্ড । যার ফলে বিশ্বজুড়ে ভিাসার বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে শপিং, রেস্তোরাঁ ও বিদেশে কেনাকাটা সহজ করার মাধ্যমে আন্তঃদেশীয় লেনদেন করা যাবে সহজেই।
·
এই কার্ডটি নেওয়ার জন্য কোন একাউন্ট বা পরিচয়দানকারী
প্রয়োজন নেই ।
·
ভ্রমণের সময় বিদেশি মুদ্রা বহনের ঝামেলা একদম নেই ।
·
আইবিবিএল ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ডটি ডুয়েল কারেন্সি কার্ডগুলোতে “টু-ফ্যাক্টর অথেনটিকেশন”দ্বারা সুরক্ষিত ।
·
প্রতিবার অনলাইন পেমেন্টের
ক্ষেত্রে কার্ডহোল্ডারগন তাদের লেনদেন নিশ্চিত করতে একটি "ওয়ান টাইম পাসওয়ার্ড” (ওটিপি) পাবেন । এর ফলে লেনদেনের ক্ষেত্রে অর্থ জালিয়াতির সুযোগ কমে যাবে।
·
আইবিবিএল ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড দিয়ে
সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টাই দেশে-বিদেশের এটিএম বুথ থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।
·
এই কন্ট্যাক্টলেস কার্ডটি নিরাপদ ইএমভি-এনাবেলড চিপ যুক্ত।
·
ইএমভি কার্ড সাধারণত সমন্বিত সার্কিটে ডেটা সংরক্ষণ করে থাকে, যেখানে একজন কার্ডহোল্ডার যতবার অর্থ লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করবেন, প্রতিবারই “ডাইনামিক ডেটা” তৈরি হয়। তাই এটি ক্লোন বা ডুপ্লিকেট করা প্রতারকদের জন্য প্রায় অসম্ভবই বলা চলে।
·
কার্ডহোল্ডাররা যেকোনো সমর্থিত পেমেন্ট টার্মিনাল অথবা পয়েন্ট-অব-সেল (পিওএস) মেশিন থেকে নিরাপদ ও স্পর্শহীন লেনদেন করতে পারবেন।
·
বিদেশী মুদ্রায় লেনদেন করতে হলে পাসপোর্ট এনডর্সমেন্ট করতে হবে।
· আইবিবিএল ও ভিসার বিভিন্ন বিভিন্ন ডিসকাউন্ট ও প্রমোশনাল ক্যাম্পেইনে অংশগ্রহণ করার সুবিধা ।
আইবিবিএল ডুয়েল কারেন্সি প্রিপেইড
কার্ডের সুবিধা
Benefits of IBBL
Dual Currency Prepaid Card
·
ইনস্ট্যান্ট কার্ড প্রাপ্তির সুবিধা ।
·
নিকটস্থ যেকোন শাখা থেকে কার্ডটি সংগ্রহ করা যাবে
।
·
এই কার্ডটি পাওয়ার জন্য ইসলামী ব্যাংকের সাথে কোন
অ্যাকাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই ।
·
মাত্র ১,০০০/- টাকা প্রাথমিক জমা করেই কার্ডটি সংগ্রহ করা যাবে ।
·
কার্ডের কোন আবেদন ফি নেই ।
·
কার্ডের বাৎসরিক কোন ফি নেই ।
·
দেশব্যাপী বিস্তৃত ইসলামী ব্যাংকের এটিএম থেকে
বিনামূল্যে ক্যাশ উত্তোলনের সুবিধা ।
·
আইবিবিএল ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ডে সহজে
টাকা রিচার্জের জন্য দেশব্যাপী ইসলামী ব্যাংকের বিস্তৃত সিআরএম বুথ ব্যবহার করা যাবে
।
·
ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ অ্যাপ্লিকেশনে কার্ডটি
যোগ করে সেখান থেকে অতিরিক্ত কিছু ব্যাংকিং সুবিধা নেওয়া যাবে ।
· ইসলামী ব্যাংকের সার্বক্ষণিক কল সেন্টার থেকে কার্ড সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা পাওয়া যাবে ।
আইবিবিএল ডুয়েল কারেন্সি প্রিপেইড
কার্ডের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
Documents
Required for IBBL Dual Currency Prepaid Card
·
আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি ।
·
আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ।
·
নমিনির ছবি ও জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি ।
·
ঠিকানার যাচাইয়ের জন্য ইউটিলিটি বিলের কপি ।
·
আবেদনকারীর সক্রিয় মোবাইল নাম্বার ।
·
বৈদেশিক মুদ্রায় ব্যবহারের ক্ষেত্রে পাসপোর্ট
এর প্রয়োজন হবে ।
উল্লেখিত ডকুমেন্ট সমূহ নিয়ে ইসলামী ব্যাংকের নিকটস্থ যে কোন শাখার নির্ধারিত ডেক্সে আবেদন করে কার্ডটি নেওয়া যাবে।
বিশেষ দ্রষ্টব্য:
১। বৈদেশিক মুদ্রায় লেনদেন করার জন্য অবশ্যই কার্ডটি ব্যবহারকারীর বৈধ পাসপোর্ট এর বাৎসরিক ট্রাভেল কোটার বিপরীতে এন্ড্রোসমেন্ট করে নিতে হবে। এন্ড্রোসমেন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন............
২। বাংলাদেশি টাকা ও ইউএসডলার ব্যতীত অন্য কোন মুদ্রায় লেনদেনের ক্ষেত্রে মার্ক-আপ ফি প্রযোজ্য হবে। মার্ক-আপ সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন............
আইবিবিএল
ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে ইসলামী ব্যাংক
বাংলাদেশ লিমিটেডের কল সেন্টারে কল করুন। আইবিবিএল কল সেন্টারের কন্টাক্ট ইনফর্মেশন
পেতে এখানে ক্লিক করুন.......
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: