নগদ থেকে যেকোন ব্যাংকের ভিসা ডেবিট কার্ডে টাকা পাঠানোর পদ্ধতি
বাংলাদেশের স্থানীয় ব্যাংকগুলোর ইস্যু করা ডেবিট কার্ডের মাধ্যমে এই ফান্ড ট্রান্সফারের সেবাটি প্রদান করা হচ্ছে। এই সুবিধাটি ব্যবহার করতে হলে একজন নগদ একাউন্ট হোল্ডারকে অবশ্যই স্মার্টফোন এবং নগদ অ্যাপ্লিকেশন সচল থাকতে হবে।
নগদ থেকে ভিসা ডেবিট কার্ড এবং ট্রান্সফারের পদ্ধতি
How can I transfer money from Nagad to Visa
·
নগদ
থেকে ভিসা ডেবিট কার্ড এবং ট্রান্সফারেরন জন্য প্রথমে স্মার্টফোন থেকে নগদ একাউন্টে লগইন করুন।
·
এরপর
ট্রানস্ফার মেনুতে প্রবেশ করুন ।
·
ভিসা
লোগো সম্বলিত ভিসা ডেবিট কার্ড (VISA Debit Card) মেনুতে প্রবেশ করুন ।
·
আপনার
১৬ সংখ্যার ভিসা ডেবিট কার্ড নাম্বারটি প্রদান করুন ।
·
পরবর্তী
অপশনে যথাক্রমে টাকার পরিমান ও পিন নাম্বার
দিন এবং লেনদেন সম্পন্ন করার জন্য ট্যাপ করুন।
· পরবর্তী লেনদেনের জন্য কার্ডটি সংরক্ষণ করতে চাইলে নির্দিষ্ট বক্সে (Remember) টিক মার্ক করুন ।
এই প্রক্রিয়ায় সফলভাবে ফান্ড ট্রান্সফার এর সাথে সাথে ডেবিট কার্ডের সাথে ট্যাগকৃত প্রাইমারি একাউন্টে ফান্ড ডিপোজিট হয়ে যাবে ।বিশেষ ক্ষেত্রে ফান্ড ট্রান্সফার এক্সিকিউট (execute) হওয়ার জন্য পরবর্তী কর্মদিবস সময় প্রয়োজন হতে পারে । বর্তমানে নগদ থেকে ভিসা ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফারের ১.৫% হারে বা প্রতি হাজারে ১৫ টাকা করে চার্জ নেওয়া হচ্ছে।
লেনদেনের লিমিট ও অন্যান্য বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য কল করুন নগদ কল সেন্টারে। নগদ কল সেন্টারের তথ্য জানতে এখানে কল করুন.........
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন...... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: