সেলফিন ভার্চুয়াল ভিসা কার্ড কি? | What is CellFin virtual VISA card?

সেলফিন ভার্চুয়াল ভিসা কার্ড কি? | What is CellFin virtual VISA card?

 

সেলফিন ভার্চুয়াল ভিসা কার্ড কি?

সেলফিন (Cellfine) বাংলাদেশের সর্ববৃহৎ শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এর স্মার্টফোন ভিত্তিক ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম। এক কথায় বলতে গেলে সেলফিন ইসলামী ব্যাংকের একটি ডিজিটাল ওয়ালেট ও স্মার্টফোন ব্যবহারকারীরা এই সেবার মাধ্যমে ইসলামী ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সুবিধা গ্রহণ করতে পারবেন। সেলফিন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন........

সেলফিন ভার্চুয়াল ভিসা কার্ড কি?
What is CellFin virtual VISA card?

সেলফিন ভার্চুয়াল ভিসা কার্ড ভিসা ব্র্যান্ডের ভার্চুয়াল কার্ড । ইসলামী ব্যাংকের সেলফিন ওয়ালেট ব্যবহারকারীরা ডিফল্ট ভাবে এই ভার্চুয়াল কার্ডটি পেয়ে থাকেন । এটি একটি ভার্চুয়াল কার্ড তাই কেবল এই কার্ডের নম্বর টি এবং সিকিউরিটি কোড গুলো সংগ্রহ করে বিভিন্ন ই-কমার্স লেনদেন সহ অন্যান্য অনলাইন বা ভার্চুয়াল লেনদেনগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে ।

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ্লিকেশনে বর্তমানে যে ভার্চুয়াল কার্ড ইস্যু করা হচ্ছে সেটি লেকাল ক্যারেন্সীর কার্ড, তাই এই কার্ড দিয়ে কেবল স্থানীয় লেনদেনগুলো করা যাবে। তবে পরবর্তীতে যদি সেলফিন কর্তৃপক্ষ ডুয়েল কারেন্সি সুবিধা প্রদান করে সেক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বাৎসরিক ট্রাভেল কোটার বিপরীতে এন্ড্রোসমেন্ট করে ফরেন কারেন্সিতে  কার্ডটি ব্যবহার করা যেতে পারে ।

আইবিবিএল সেলফিনের ভিসা কার্ডটি উক্ত সেলফিন একাউন্টের সাথে সরাসরি লিঙ্ক করা। যার ফলে গ্রাহকের সেলফিন একাউন্টে ব্যালেন্স থাকলেই সেটি তার কার্ড দিয়ে খরচ করতে পারবেন । সেলফিন ভার্চুয়াল ভিসা কার্ডটি টু-ফ্যাক্টর অথেন্টিকেশন দ্বারা সুরক্ষিত । যার ফলে প্রতিবার লেনদেনের সময় গ্রাহকরা রেজিস্টার্ড মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে যে টি ভেরিফাই করার মাধ্যমে লেনদেন কি নিশ্চিত হবে । টু-ফ্যাক্টর অথেন্টিকেশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন........   

সেলফিন ভার্চুয়াল ভিসা কার্ড এর জন্য এখন পর্যন্ত কোন বাৎসরিক সাবস্ক্রিপশন ফি নেই । কার্ডটির দিয়ে যথারীতি ই-কমার্স লেনদেন, মোবাইল ব্যাংকিং গুলোতে অ্যাড মানে সহ ভার্চুয়াল লেনদেনগুলো অনায়াসে করা যাবে।

সেলফিন ভার্চুয়াল ভিসা কার্ড সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কল সেন্টারে কল করুন। আইবিবিএল কল সেন্টারের কন্টাক্ট ইনফর্মেশন পেতে এখানে ক্লিক করুন.......

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: