টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (Two factor authentication-2FA) একটি সাইবার নিরাপত্তা কর্মসূচি। এটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (One Time Password) বা ডাইনামিক পাসওয়ার্ড (dynamic password) নামেও পরিচিত। এটি একটি পাসওয়ার্ড যা নির্দিষ্ট কোন কম্পিউটার সিস্টেমে বা অন্য ডিজিটাল ডিভাইসে কোন অনলাইন ভিত্তিক একাউন্ট বা ভার্চুয়াল একাউন্টে শুধুমাত্র একটি লগইন বা সেশনের লেনদেনের জন্য বৈধ ।
টু-ফ্যাক্টর অথেন্টিকেশনস্ কি?
What is two-factor authentication?
টু-ফ্যাক্টর অথেন্টিকেশনস্ পদ্ধতিটি সম্পর্কে যদি আমরা আরো সহজ করে জানতে চাই তাহলে বলতে হয়ে, যখন আমরা অনলাইনভিত্তিক কোন একাউন্ট যেমন. ফেসবুক, টুইটার, গুগল, বিভিন্ন ব্যাংকের ইন্টারন্টে ব্যাংকিং চ্যানেল বা মোবাইল অ্যাপ্লিকেশন ইত্যাদি সূমহে লগইন করি তখন আমাদের যাচাইকরনের জন্য উক্ত একাউন্টের সাথে থাকা রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়, যা তাৎক্ষণিকভাবে প্রদান করে ভেরিফাইড হয়ে পরবর্তী অপশনে যেতে হয়। এই প্রক্রিয়াটি মূলত টু-ফ্যাক্টর অথেন্টিকেশনস্ (Two-factor authentications) এবং যাচাই করনের জন্য আমরা যে কোডটি পেয়েছিলাম সেটি হচ্ছে ওয়ান-টাইম পাসওয়ার্ড (One Time Password) বা ডায়নামিক পাসওয়ার্ড (dynamic password)। ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) সাধারণত একবারের জন্য বৈধ ও এটি একাধিকবার ব্যবহার যোগ্য নয় ও নির্দিষ্ট সময় অতিক্রম করার পর এটি আর কোন কাজ করবে না ।
ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রাপ্তির মাধ্যম
সমূহ
How to generate one-time password (OTP)
একজন শনাক্তকারী ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রেরণের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশ ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি)প্রেরণের জন্য সবচাইতে জনপ্রিয় এবং বহুল প্রচলিত পদ্ধতি হচ্ছে মুঠোফোনে ক্ষুদে বার্তা প্রেরণ । মোবাইলের টেক্সট এসএমএস ছাড়াও আরও বিভিন্ন পদ্ধতিতে ওটিপি প্রেরণ করা যায় । যেমন ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন কোড প্রদান, সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা থার্ড পার্টি প্রতিষ্ঠানের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন থেকে ওটিপি জেনারেট করা, হার্ডওয়ার টোকেন ব্যবহার করে ওটিপি জেনারেট করা ইত্যাদি।
আর্থিক নিরাপত্তায় ওয়ান-টাইম পাসওয়ার্ড
One time password (OTP) in financial security
ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) একটি এক্সট্রা লেয়ার সিকিউরিটি হিসেবে ব্যাংকিং ও আর্থিক খাতের নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের আইবিএফটি বা ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (Internet Banking Fund Transfer), ই-কমার্স ট্রানজেকশন (E-commerce transactions) সহ ইন্টারনেট ভিত্তিক মাধ্যমগুলো থেকে আরও বিভিন্ন প্রকার ব্যাংকিং সেবা গ্রহণকালে টু-ফ্যাক্টর অথেন্টিকেশনস্ পদ্ধতিতে যাচাইকরণের মাধ্যমে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের কাস্টমারদের ভেরিফাই করছে ও বৈধতা প্রমাণসাপেক্ষ উক্ত লেনদেনের জন্য কাস্টমারকে অনুমোদন (authorization) দিচ্ছে ।
বর্তমানে প্রধান প্রধান কার্ড নেটওয়ার্ক প্রোভাইডার ও কার্ড ইস্যুয়ারগন তাদের কার্ড হোল্ডারদের বাড়তি নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কার্ড দিয়ে লেনদেন করার জন্য তাদেরকে ভেরিফাই করছে। বিশ্বের বহুল ব্যবহৃত কার্ড নেটওয়ার্ক ভিসা তাদের কাস্টমারদের কে ভেরিফিকেশনের জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশন হিসেবে চালু করেছে ভেরিফাইড বাই ভিসা (Verified by Visa)। অপর একটি জনপ্রিয় কার্ড নেটওয়ার্ক প্রোভাইডার মাস্টারকার্ড চালু করেছে মাস্টার কার্ড সিকিউর কোড (MasterCard Secure Code) । বিশ্বের অন্যতম ভ্যালুয়েবল নেটওয়ার্ক প্রোভাইডার ও কার্ড ইস্যুয়ার আমেরিকান এক্সপ্রেস ও তাদের মূল্যবান গ্রাহকদের ই-কমার্স লেনদেনর সুরক্ষায় টু-ফ্যাক্টর অথেন্টিকেশন হিসেবে চালু করেছে আমেরিকান এক্সপ্রেস সেফকি (American Express Sefkey)। উক্ত সবগুলো নিরাপত্তামূলক পদ্ধতি কেবল গ্রাহকদের অনলাইন লেনদেনে সুরক্ষা প্রদানের লক্ষ্যে।
পরিশেষে, OTP বা 2FA
আপনার যেকোন অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেয়। কেবল ব্যাংকিং
বা আর্থিক ক্ষেত্রেই নয় যে সকল অনলাইন ভিত্তিক একাউন্ট সমূহে ওয়ান টাইম
পাসওয়ার্ড ব্যবহার করা সম্ভব সেখানে সেটি ব্যবহার করুন এবং কখনো কোনো অবস্থাতেই
আপনার ওটিপি অন্য কারো সাথে শেয়ার করবেন না।
আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ।
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: