
সিটিটাচ কেন এত জনপ্রিয়?
“সিটিটাচ” (Citytouch) সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং চ্যানেল । বাংলাদেশে বর্তমানে যে সমস্ত ব্যাংকগুলো এখন ইন্টারনেট ব্যাংকিং সুবিধা প্রদান করছে তার মধ্যে সিটিটাচ অন্যতম এবং বেশ জনপ্রিয় একটি সেবা । “সিটিটাচ”গ্রাহকদের নিকট এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারন হচ্ছে সিটি ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সেবা “সিটিটাচ” এর প্ল্যাটফর্ম থেকে পাওয়া যাচ্ছে । স্মুথলী পারফরম্যান্স ও নিরাপত্তার দিক দিয়ে “সিটিটাচ” বরাবরই এগিয়ে। সর্বস্তরের গ্রাহকের ব্যবহারের সুবিধা “সিটিটাচ” গুগল প্লে ও অ্যাপ স্টোর ছাড়াও সরাসরি ডেস্কটপ বা ব্রাউজার থেকেও অ্যাক্সেস করার সুবিধা রয়েছে ।
“সিটিটাচ” এর রয়েছে ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন (Real time online registration) করার সুবিধা । যার ফলে সিটি ব্যাংকের গ্রাহকগণ তাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা একাউন্ট নম্বর ব্যবহার করে যেকোনো সময় “সিটিটাচ” এ নিবন্ধন করে ইনস্ট্যান্ট অ্যাক্সেস নিতে পারেন । এই সুবিধার ফলে ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করার জন্য প্রচলিত পদ্ধতিতে ব্যাংকে আবেদন করা বা বিভিন্ন জটিল প্রক্রিয়া অনুসরণ করার একদমই প্রয়োজন নেই ।
“সিটিটাচ” এর উল্লেখযোগ্য কিছু সুবিধা:
·
সিটি ব্যাংকের যে কোন একাউন্টে ট্রান্সফার করার
সুবিধা ।
·
বিইএফটিএন এর মাধ্যমে যে কোন ব্যাংকে ট্রান্সফার
করার সুবিধা ।
·
এনপিএসবি এর আওতায় সমর্থিত ব্যাংকগুলোতে ইনস্ট্যান্ট
ট্রান্সফার করার সুবিধা ।
·
আরটিজিএস এর আওতায় সমর্থিত ব্যাংকগুলোতে ইনস্ট্যান্ট
ফান্ড ট্রান্সফার করার সুবিধা ।
·
ভিসা ডিরেক্ট এর আওতায় সমর্থিত ভিসা কার্ডে ফান্ড
ট্রান্সফার করার সুবিধা ।
·
বিকাশ ও নগদ পার্সোনাল একাউন্টে ফান্ড ট্রান্সফার
করার সুবিধা ।
·
ক্যাশ বাই কোড ও ইমেইল ট্রান্সফারের মতো ডিজিটাল
ফান্ড ট্রান্সফারের সুবিধা ।
·
একাউন্ট ব্যালেন্স ও স্টেটমেন্ট অনুসন্ধান ও ডাউনলোড
করার সুবিধা ।
·
লোন একাউন্টের বিভিন্ন তথ্য দেখার সুবিধা ।
·
ডিপিএস, এফডিআর ও অন্যান্য ট্রাম ডিপজিটের হিস্টরি দেখার সুবিধা ।
·
ব্রাঞ্চ ভিজিট না করেই নিজে নিজেই ডিপিএস, এফডিআর
হিসাব খোলার সুবিধা ।
·
যে কোন অপারেটরের প্রিপেইড ও পোস্টপেইড নাম্বারে
রিচার্জ বা বিল পেমেন্ট সুবিধা ।
·
ক্রেডিট কার্ড এবং ইউটিলিটি বিল পরিশোধ করার সুবিধা
।
·
ক্রেডিট কার্ড একাউন্ট পর্যবেক্ষণের সুবিধা ।
·
ডেবিট এবং ক্রেডিট কার্ড নিজে নিজেই সক্রিয় বা
ব্লক করার সুবিধা ।
·
ডেবিট এবং ক্রেডিট কার্ডের পিন নম্বর নিজে নিজেই
পরিবর্তন করার সুবিধা ।
·
চেক বই ইস্যু,চেক স্টপ সহ চেক সংক্রান্ত অন্যান্য
সেবা ।
·
পজিটিভ পে ইনস্ট্রাকশন রাখার সুবিধা ।
·
একাউন্ট হোল্ডার এর মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস
নিজে নিজেই ইনস্ট্যান্ট পরিবর্তন করার সুবিধা ।
·
“সিটিটাচ” এর ওটিপি লক এবং আনলক দুটোই নিজে নিজে অ্যাক্সেস
করার সুবিধা ।
· বিমানের অভ্যন্তরীন রুটের টিকিট, সিনেমার টিকিট এবং আরও অনেক কিছু কেনাকাটার সুবিধা ।
উপরে বর্ণিত সুবিধাগুলো ছাড়াও “সিটিটাচ” এর আরো অনেক অনেক সুবিধা রয়েছে যা “সিটিটাচ” কে সকলের কাছে জনপ্রিয় করতে সহায়তা করেছে ।
“সিটিটাচ” ব্যবহারের জন্য বাৎসরিক কোন সাবস্ক্রিপশন ফি নেই । “সিটিটাচ” এর প্রতিটি লেনদেন ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্বারা ভেরিফাইড । বেনিফিশিয়ারী যোগ করতেওে রয়েছে এক্সট্রা লেয়ার সিকিউরিটি । অর্থাৎ কোন ব্যবহারকারী যদি নতুন কোনো বেনিফিশিয়ারী যোগ করতে চায় তাহলে অবশ্যই তাকে কোন সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নাম্বার ভেরিফাই করার মাধ্যমে সেটি সম্পূর্ণ করতে হবে। যার ফলে “সিটিটাচ”ব্যবহারকারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে অধিক সহায়ক ভূমিকা রেখে থাকে।
“সিটিটাচ” এ লগইন বা রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন.........
বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য কল করুন সিটি ব্যাংক কল সেন্টারে। সিটি ব্যাংক
কল সেন্টারের কন্টাক্ট ইনফর্মেশন পেতে এখানে ক্লিক করুন........
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: