ব্যাংক এশিয়ার মাসিক ডিপিএস এর সাথে উপভোগ করুন চার্জ  ফ্রি সেভিংস একাউন্ট | Enjoy Charge Free Savings Account with Bank Asia Monthly DPS

ব্যাংক এশিয়ার মাসিক ডিপিএস এর সাথে উপভোগ করুন চার্জ ফ্রি সেভিংস একাউন্ট | Enjoy Charge Free Savings Account with Bank Asia Monthly DPS

 

ব্যাংক এশিয়ার মাসিক ডিপিএস এর সাথে উপভোগ করুন চার্জ  ফ্রি সেভিংস একাউন্ট | Enjoy Charge Free Savings Account with Bank Asia Monthly DPS

ব্যাংক এশিয়া লিমিটেড এর ডিপিএস “ডিপোজিট পেনশন স্কিম” (Deposit Pension Scheme) একটি মাসিক সঞ্চয় ভিত্তিক ডিপিএস স্কিম। এই স্কিমের আওতায় একজন গ্রাহক প্রতিমাসে ৫০০ টাকা থেকে ১০০০০ টাকা পর্যন্ত ৩, ৫, ৭, ১০ কিংবা ১২ বছরের জন্য হিসাব খুলতে পারবেন। ব্যাংক এশিয়ার এই ডিপিএস স্কিমের প্রতি মাসের কিস্তি ব্যাংকে গিয়ে প্রদানের ঝামেলা নেই । ব্যাংক এশিয়ার সাথে কোন সেভিংস একাউন্ট থাকলেই সেখান থেকে অটোমেটিক ডিপিএস এর টাকা চার্জ করা হবে ও এর জন্য গ্রাহককে কোন অতিরিক্ত ফি দিতে হবে না ।

ব্যাংক এশিয়া লিমিটেড এর কোনো গ্রাহকের একই সাথে সেভিংস একাউন্ট এবং “ডিপোজিট পেনশন স্কিম” ডিপিএসটি চালু থাকে এবং ডিপিএসটি যদি উক্ত সেভিংস একাউন্টের সাথে প্রতিমাসের ইনস্টলমেন্ট গুলো কর্তনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে ও এবং সেভিংস্ একাউন্টটি যদি ডিপিএস এর উদ্দেশ্যে খোলা হয় তাহলে উক্ত গ্রাহক স্কিম চলাকালীন সময়ে কোন প্রকার চার্জ মেনটেনেন্স চার্জ ছাড়াই তার সেভিংস অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন ।

ব্যাংক এশিয়া লিমিটেড এর “ডিপোজিট পেনশন স্কিম” টি মাসিক ইনস্টলমেন্ট ভিত্তিক স্কিম । ব্যাংকের প্রচলিত হার অনুযায়ী এই স্ক্রিমে ইন্টারেস্ট প্রদান করা হয় । স্কিমের জমাকৃত ব্যালেন্স এর উপরে এসওডি (SOD) ঋণ নেওয়ার সুযোগ রয়েছে' । এই স্কিমের মাসিক কিস্তি প্রদানের জন্য কোন অনলাইন চার্জ নেই । এই ডিপিএস স্কিমটি একক ভাবে পরিচালনা করতে হয় এবং এই স্কিমটিতে অদৃশ্য কোনো চার্জ নেই । বিশেষ প্রয়োজনে মেয়াদপূর্তির (Early Encashment) আগে  ডিপিএস স্কিমটি ভেঙে ফেলা যাবে। তবে সেক্ষেত্রে  ইন্টারেস্ট হারে পরিবর্তন দেখা দিতে পারে ।

বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য কল করুন ব্যাংক এশিয়া কল সেন্টারে । ব্যাংক এশিয়া কল সেন্টারের তথ্য পেতে এখানে ক্লিক করুন......

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: