
বিদেশ গমনের পূর্বে আর্থিক নিরাপত্তায় করণীয় | Financial Safety Tips for Travelers
অর্থ উপার্জনের জন্য বা দেশে রেমিটেন্স প্রেরণের জন্য যেসব রেমিটেন্স যোদ্ধাগণ দেশের বাহিরে যান তারা অনেক সময়ই প্রিয়জনকে ভালো রাখার জন্য নিজের অক্লান্ত পরিশ্রমের অর্থ তাদের হাতে ছেড়ে দিলেও নিজের পার্সোনাল ক্রেডিট বলতে শেষ পর্যন্ত তেমন কিছু থাকে না । আমরা যদি আমাদের চারপাশ, সামাজিক যোগাযোগের মাধ্যম ও বিভিন্ন মিডিয়াগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে এজাতীয় বহু ঘটনা দেখতে পাই।
বর্তমানে অনেকে সচেতন হচ্ছেন। তারা পরিবারকে অর্থ প্রদানের পাশাপাশি নিজের একাউন্টেও অর্থ জমা করছেন। আজকে আমরা আলোচনা করব একজন প্রবাসীর বিদেশ গমনের পূর্বে তার আর্থিক নিরাপত্তা রক্ষার্থে করণীয় কিছু বিষয় সম্পর্কে ।
· বিদেশ গমনের পূর্বে অবশ্যই আপনার নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন এবং আপনি চাইলে আপনার পারিবারিক ও আর্থিক নিরাপত্তার জন্য বিষয়টি গোপন রাখতে পারেন। তবে যিনি এই একাউন্টের নমিনি অন্ততপক্ষে তাকে বিষয়টি জানিয়ে রাখুন। যাতে করে দুর্ভাগ্যবশত যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে সে যেন আপনার একাউন্টের টাকা উত্তোলন করতে পারেন।
· আপনার একাউন্টের সাথে কোন চেক বই থাকলে তার নিরাপত্তার স্বার্থে তালাবদ্ধ করে রাখুন অথবা অবশিষ্ট চেকগুলো ব্যাংকে গিয়ে স্টপ/ব্লক করে নিন । আপনি যখন দেশে ফিরে আসবেন পুনরায় আবেদন করে নতুন চেক বই নিতে পারবেন ।
·
একাউন্টের সাথে কোন স্থানীয় ডেবিট কার্ড ইস্যু
করার থাকলে তা সংশ্লিষ্ট ব্যাংকে ফেরত দেওয়াই ভালো। কারণ এই কার্ড আপনার সাথে থাকলেও
দেশের বাইরের থেকে এটিএম বুথের মাধ্যমে কোনো লেনদেন করতে পারবেন না। অযথা আপনাকে বাৎসরিক
চার্জ প্রদান করতে হবে। আপনার ডেবিট কার্ড দেশের ভিতরে কারো কাছে হস্তান্তর করবেন না
এতে মারাত্মক আর্থিক ক্ষতির কারণ হতে পারে
।
· আপনার ডেবিট কার্ডটি যদি ডুয়েল কারেন্সি হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের মনোনীত শাখা থেকে আপনার পাসপোর্ট দিয়ে বাৎসরিক ট্রাভেল করা বিপরীতে এন্ড্রোসমেন্ট করে নিয়ে যান। এনডোর্সমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...........
· বিদেশ যাওয়ার পূর্বেই আপনার অ্যাকাউন্টের ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করে নিয়ে যান। যাতে আপনি দেশের বাহিরে থেকেও আপনার অ্যাকাউন্টের বিভিন্ন এক্সেস নিতে পারেন।
· আপনার ব্যাংকের রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটি প্রদান করেছেন, সেটি আপনার কাছেই রাখুন। কোন অবস্থাতে সেই নাম্বারটি দেশের ভিতরে রেখে যাবেন না বা অন্য কারো নিকট হস্তান্তর করবেন না। আপনি চাইলে ইন্টারন্যাশনাল রোমিং সেবাটি ব্যবহার করে দেশের বাহিরে উক্ত নাম্বারটি ব্যবহার করতে পারেন । ইন্টারন্যাশনাল রোমিং সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...........
·
আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহারকারী হয়ে থাকেন
তাহলে আপনার ক্রেডিট কার্ড আপনার সঙ্গে রাখুন এবং আপনার ক্রেডিট কার্ডের মেয়াদ সংক্রান্ত
তথ্য গুলো লক্ষ্য রাখুন। আপনার বিদেশে অবস্থানকালের সময়ের চেয়ে ক্রেডিট কার্ডের মেয়াদ
যদি কম হয়ে থাকে তাহলে আপনার ক্রেডিট কার্ডটি রিপ্লেসমেন্ট করে নিয়ে যেতে পারেন।
কারণ রিপ্লেসমেন্ট করার পর কার্ডের মেয়াদ বৃদ্ধি পায় ।
·
আপনার একাউন্টের কোন তথ্য অন্য কারো নিকট শেয়ার
করা থেকে বিরত থাকুন ।
· বিদেশ থেকে আপনার একাউন্টে টাকা প্রেরন করার পর যদি আপনার সংশ্লিষ্ট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং চালু থাকে তাহলে সেখান থেকে ব্যালেন্স চেক করে নিশ্চিত হয়ে নিন। আর যদি সেটি না থাকে আপনার ব্যাংকের কল সেন্টারে যোগাযোগ করে তা জেনে নিন। আপনার কাঙ্খিত ব্যাংকের কল সেন্টার এর যোগাযোগ নাম্বার পেতে এখানে ক্লিক করুন........
·
ফোনে বা ইমেইলে মাধ্যমে আপনার ব্যাংকিং সংক্রান্ত
কোন তথ্য কেউ জানতে চাইলে তা প্রদান করা থেকে বিরত থাকুন ।
·
আপনার যে শাখায় একাউন্ট ওই শাখার যোগাযোগ নম্বরগুলো
আপনার কাছে রাখুন। বিশেষ কোন প্রয়োজনে তাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।
· আপনার আত্মীয়-স্বজন পরিচয় কেউ আপনার কাছে আর্থিক বিষয়ে কোনো সহযোগিতা চাইলে তা আগে যাচাই-বাছাই করে তারপর সিদ্ধান্ত নিন ।
সকল প্রবাসীদের ব্যক্তিগত ও পারিবারিক জীবন সুখী সমৃদ্ধশালী হোক সেই প্রত্যাশাই করছি । সকল রেমিটেন্স যোদ্ধাদের ব্যাংকিং টাচ এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ।
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: