
ক্রেডিট কার্ডের চেক ব্যবহারের নিয়ম | How to use credit card cheque?
ক্রেডিট কার্ডের চেক ও আমাদের একাউন্টের সাথে ইস্যু করা চেক এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে । আমাদের একাউন্টের সাথে ইস্যুকৃত চেক দিয়ে আমরা সাধারণত ব্যাংকে আমাদের গচ্ছিত আমানত উত্তোলন করি । কিন্তু ক্রেডিট কার্ডের চেক দিয়ে ব্যাংক থেকে আমরা যে অর্থ উত্তোলন করি সেটি আমরা ঋণ হিসেবে গ্রহণ করি। তাই এই দুটির মধ্যে কিছু ভিন্নতা রয়েছে । অনেকেই ক্রেডিট কার্ড চেক সম্পর্কে পর্যাপ্ত তথ্য উপাত্ত না থাকার কারণে কার্ড চেক ব্যবহারের বিভিন্ন জটিলতার সম্মুখীন হয়ে থাকেন । এই আর্টিকেলে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব।
ক্রেডিট কার্ডের চেক ব্যবহারের পূর্বে আমাদের নিম্নবর্ণিত বিষয় সমূহের উপর লক্ষ্য রাখতে হবে:
·
ক্রেডিট কার্ডে অবশিষ্ট ক্রেডিট লিমিট কত আছে সে
বিষয়ে জেনে তার পরে চেকে টাকার পরিমান লিখতে হবে । কারণ অপর্যাপ্ত ক্রেডিট লিমিট এর
কারণে চেক ফেরত আসলে ব্যাংক একটি চার্জ আরোপ করে তাই চেক লেখার পূর্বে ক্রেডিট কার্ডের
অবশিষ্ট ক্রেডিট লিমিট সম্পর্কে অবগত হয়ে নিন ।
·
কার্ড চেক প্রসেসিং এর টাকা ক্রেডিট কার্ডে সংরক্ষণ
করুন । ক্রেডিট কার্ডের চেক দিয়ে টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যাংকের প্রচলিত সিডিউল
অফ চার্জ অনুসারে একটি প্রসেসিং ফি রয়েছে। চেক লেখার পূর্বে আপনি যে পরিমান ব্যালেন্স
উত্তোলন করবেন সেই অ্যামাউন্টের প্রসেসিং ফি রেখে অবশিষ্ট টাকা আপনি চাইলে উত্তোলন
করতে পারেন।
·
ক্রেডিট কার্ড এর লিমিট কখনো শূন্য করবেন না বা
একবারে নিচে নামিয়ে আনা থেকে বিরত থাকাই উত্তম। কারণ আপনার ব্যবহৃত টাকার উপর ইন্টারেস্ট/প্রোফিট/মেইনটেন্যান্স
ফি বা ক্রেডিট কার্ডের বিভিন্ন চার্জ আরোপ হতে পারে। তাই আপনার ক্রেডিট কার্ড থেকে
ইন্টারেস্ট বা অন্যান্য কার্ড ফি/চার্জ আরোপ হলে আপনার কার্ডটি যেন ওভার লিমিট না হয়ে
যায় সেই দিকে খেয়াল রেখে লেনদেন করুন।
·
যদি কোন কারণে আপনার ক্রেডিট কার্ড ওভার লিমিট
হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ওভার লিমিট চার্জ গুনতে হবে ।
· ক্রেডিট কার্ড চেক সাধারনত একাউন্ট পেয়ী হয়ে থাকে। তাই সরাসরি ক্যাশ কাউন্টারে উত্তোলনের জন্য এটি ব্যবহার করা যাবে না। ক্রেডিট কার্ডের একাউন্ট পেয়ী চেক নিজ/অন্য কোন একাউন্টে ট্রান্সফার বা ক্লিয়ারিং এর জন্য ব্যবহার করা যাবে ।
উল্লেখ্য যে, ক্রেডিট কার্ড চেক দিয়ে কোন ব্যাংক নিজের নামের কোন একাউন্টে ট্রান্সফার বা ক্লিয়ারিং করার সুযোগ নাও দিতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, দি সিটি ব্যাংক লিমিটেড তাদের কার্ডমেম্বারদের কার্ড চেক কার্ড দিয়ে নিজের নামে কোন একাউন্টে ট্রান্সফার বা ক্লিয়ারিং করার সুযোগ দেয় না। আপনার ব্যাংক কার্ড চেক ব্যবহারের জন্য যে নীতিমালা গুলো দিয়েছে সে সম্পর্কে অবগত হয়ে তারপর লেনদেন করুন । প্রয়োজনে ইস্যুয়ার ব্যাংকের কল সেন্টার কল করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন।
আপনার কার্ড ইস্যুয়ার ব্যাংকের কল সেন্টারের যোগাযোগের নম্বর পেতে এখানে ক্লিক করুন....
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: