এনপিএসবি ফান্ড ট্রান্সফার ব্যর্থ হওয়ার কারন! | NPSB transfer failure Reasons

এনপিএসবি ফান্ড ট্রান্সফার ব্যর্থ হওয়ার কারন! | NPSB transfer failure Reasons

 

এনপিএসবি ফান্ড ট্রান্সফার ব্যর্থ হওয়ার কারন! | NPSB transfer failure Reasons

ন্যাশনাল পেমেন্ট সুইচ অফ বাংলাদেশ (এনপিএসবি)এর নেটওয়ার্ক ব্যবহার করে আইবিএফটি (IBFT) বা ইন্টারনেট ব্যাংকিং (Internet Banking) এর মাধ্যমে ইনস্ট্যান্ট আন্ত: ব্যাংকিং ফান্ড ট্রান্সফার করা যায় । এনপিএসবি এর আওতায় সমর্থিত ব্যাংকগুলোর মধ্যে যেকোনো সময় তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার করা সম্ভব হয় ।

এনপিএসবি এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা হলে প্রচলিত অন্যান্য যেসকল ফান্ড ট্রান্সফার পদ্ধতি সমূহ রয়েছে যেমন বিইএফটিএন, আরটিজিএস বা ভিসা ডিরেক্ট এর চেয়ে এনপিএসবি ট্রান্সফারে ট্রানজেকশন ব্যর্থতার হার বেশী। এনপিএসবি পদ্ধতিতে ফান্ড ট্রান্সফার করা হলে দূর্ভাগ্যজনিত কারণে যদি সেটি ব্যর্থ হয় তাহলে সেটি রিভার্স (Reverse) বা পুনরায় একাউন্টে ফেরত আসতে দীর্ঘদিন সময় অপেক্ষা করেতে হয় ।

এনপিএসবি ট্রানস্ফার সম্পাদিত হয় বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কের মাধ্যমে । ফান্ড ট্রান্সফারের সময় বাংলাদেশ ব্যাংকের এনপিএসবি সার্ভার, যে ব্যাংক থেকে ফান্ড ট্রান্সফার করা হচ্ছে সেই ব্যাংকের নেটওয়ার্ক, যে ব্যাংকে ফান্ড ট্রান্সফার করা হচ্ছে অর্থাৎ বেনিফিশিয়ারি ব্যাংকের নেটওয়ার্ক এবং যিনি ফান্ড ট্রান্সফার বা ইউজারের ডিভাইসের নেটওয়ার্ক এই সবগুলোর সমন্বয়ে একটি লেনদেন সম্পন্ন হয় । এর মধ্যে যদি কোথাও বিঘ্ন ঘটে তাহলে উক্ত ফান্ড ট্রান্সফারটি ফেইল হয়ে যেতে পারে । তবে এনপিএসবি ফান্ড ট্রান্সফার ফেইল হলে তা কোন কারণে ফেইল হয়েছে নির্দিষ্ট করে বলা মুশকিল ।

এনপিএসবি ফান্ড ট্রান্সফার ফেইল হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করে তা রিভার্স করার জন্য অনুরোধ হয় । ব্যাংকগুলো সাধারণত থেকে ৪৫ দিন পর্যন্ত সময় নিয়ে থাকে এনপিএসবি ট্রান্সফার ফেইল সংক্রান্ত অভিযোগ সমাধান করার জন্য ।

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......

0 Comments: