অ্যামেক্স কার্ডের এমআর পয়েন্ট দিয়ে কেনাকাটা করুন রবিশপ থেকে | Shop with Amex Card MR Points from RobiShop
সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড মেম্বারগন তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা থেকে অর্জিত মেম্বার রিওয়ার্ডস বা এমআর পয়েন্ট ব্যবহার করে ই-কমার্স স্টোর রবিশপ থেকে কেনাকাটা করতে পারবেন ।
অ্যামেক্স ক্রেডিট কার্ডের এমআর পয়েন্ট ব্যবহার করে রবিশপ এ কেনাকাটার পদ্ধতি ও ধাপসমূহ:
রবিশপে আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের এমআর পয়েন্ট ব্যবহার করে কেনাকাটা করার জন্য প্রথমে কার্ড হোল্ডার কে তার রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে সিটি ব্যাংক কল সেন্টারে কল করে অর্জিত এমআর পয়েন্ট ডিজিটাল ভাউচারে কনভার্ট করে নিতে হবে । এমআর পয়েন্টের বিনিময় হার এটি সিটি ব্যাংক নির্ধারণ করে থাকে। বর্তমানে এমআর পয়েন্টের একটি বিনিময় হার উল্লেখ করছি, বর্তমানে ১৫০০ পয়েওন্টর জন্য ৫০০ টাকা ডিসকাউন্ট ভাউচার প্রদান করা হচ্ছে । এটি যেকোন সময় পরিবর্তিত হতে পারে বা ব্যাংকে পরিবর্তন করতে পারে। এজন্য এ বিষয়ে বিস্তারিত তথ্য ব্যাংকের কল সেন্টারে কল করে জেনে নেওয়ার জন্য অনুরোধ করা হলো ।
এআর পয়েন্ট রিডিম করার জন্য অনুরোধ করার পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে আপনার মোবাইল নাম্বার এবং ইমেইলে একটি ভাউচার কোড পেয়ে যাবেন যা অর্ডার করার সময় আপনাকে এপ্লাই করে অর্ডারটি সম্পন্ন করতে হবে ।
ভাউচার কোড পর পর নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করে আপনার অর্ডারটি সম্পূর্ণ করুন:
·
অর্ডার করার জন্য https://robishop.com.bd/ এই
লিংকে ভিজিট করুন।
·
Loyalty Program এর জন্য নির্ধারিত পণ্যসমূহ থেকে
আপনার পছন্দের পণ্যগুলো নির্বাচন করুন রবিশপের Loyalty Program আওতায় যে পণ্য গুলো
রয়েছে তার সর্ম্পকে জানতে এখানে ক্লিক করুন.......
·
আপনার পছন্দের পণ্য গুলো কার্ট এ যোগ করুন ।
·
আপনার অর্ডারকৃত পণ্যের মূল্য অবশ্যই আপনার ডিসকাউন্ট
এমাউন্টের চেয়ে অধিক হতে হবে। অন্যথায় অর্ডারটিতে ডিসকাউন্ট কোড এপ্লাই করা সম্ভব
হবে না ।
·
পরবর্তীতে Loyalty Program অপশনে গিয়ে সেখানে
Loyalty Program এর জন্য সিটি ব্যাংক (City Bank) নির্বাচন করুন ও আপনার মোবাইল নাম্বার
এবং ডিসকাউন্ট কোড দিয়ে এপ্লাই করে করুন। এপ্লাই করার সাথে সাথেই আপনার অর্ডারকৃত
পণ্যের মূল্যের সাথে ডিসকাউন্ট কৃত অ্যামাউন্ট সমন্বয় হয়ে যাবে ।
·
অর্ডারের জন্য আপনার অবশিষ্ট অ্যামাউন্ট আপনার
পছন্দ অনুযায়ী মাধ্যমে পরিশোধ করুন ।
পরবর্তীতে রবিশপ রীতি অনুযায়ী আপনার অর্ডার ভেরিফিকেশন এবং আপনার পণ্যটি আপনার ঠিকানায় ডেলিভারি করা হবে ।
বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য কল করুন সিটি ব্যাংক কল সেন্টারে। সিটি ব্যাংক কল সেন্টারের কন্টাক্ট ইনফর্মেশন পেতে এখানে ক্লিক করুন........
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: